শাওমি রেডমি ৭ প্রো এর স্পেসিফিকেশন ও দাম

টিআইবিঃ অনেক জল্পনার পরে অবশেষে ভারতে এসেছে শাওমির নতুন স্মার্টফোন রেডমি নোট ৭ প্রো। দু’টি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে রেডমি নোট ৭ প্রো। এই ফোনে রয়েছে IMX586 সেন্সর যুক্ত ৪৮ মেগাপিক্সেল সনি ক্যামেরা! এ বার দেখে নেওয়া যাক রেডমি নোট ৭ প্রো এর স্পেসিফিকেশন।
এক নজরে শাওমি রেডমি নোট ৭ প্রো এর স্পেসিফিকেশন:
? ৬.৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও ৮১ শতাংশেরও বেশি।
? দু’ রকম স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে রেডমি নোট ৭ প্রো ফোন। ৪ জিবি র্যাম + ৬৪ জিবি ইন্টার্নাল স্টোরেজ আর ৬ জিবি র্যাম + ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ। ফোনের ইন্টার্নাল স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের সাহায্যে ১ টিবি (১০২৪ জিবি) পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
? অ্যান্ড্রয়েড ৯.০ (পাই) অপারেটিং সিস্টেম আর স্নাপড্রাগন ৬৭৫ চিপসেট।
? ছবি তোলার জন্য থাকছে ৪৮ মেগাপিক্সেল (Sony IMX586 প্রাইমারি সেন্সার) + ৫ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। সব ক্যামেরাতেই থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট।
? এই ফোনে থাকছে ৪,০০০ mAh-এর নন রিমুভেবল ব্যাটারি। সঙ্গে থাকছে ফাস্ট চার্জিং-এর সুবিধা।
? কানেক্টিভিটির জন্য থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, একটি ইউএসবি টাইপ-সি পোর্ট, হাইব্রিড সিম স্লট, আইআর ব্লাস্টার আরও থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।
? নেপচুন ব্লু, নেবুলা রেড আর স্পেস ব্ল্যাক এই তিনটি রঙে পাওয়া যাবে এই ফোন।
? রেডমি নোট ৭ প্রো এর ৪ জিবি র্যাম + ৬৪ জিবি ইন্টার্নাল স্টোরেজ ভেরিয়েন্টের দাম ভারতীয় ১৩,৯৯৯ টাকা। ৬ জিবি র্যাম + ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে হলে গুনতে হবে ভারতীয় ১৬,৯৯৯ টাকা।