৮, ৬২০ mAh ব্যাটারি সহ লঞ্চ হল এমআই প‍্যাড ৪ প্লাস

টিআইবিঃ গত জুন মাসে Mi Pad 4 ট্যাবলেট লঞ্চ করেছিল শাওমি। এবার আপডেটেড এমআই প‍্যাড ৪ প্লাস ট্যাবলেট বাজারে নিয়ে এলো চীনের কোম্পানিটি। এমআই প‍্যাড ৪ এর থেকে একাধিক আপগ্রেড সহ নতুন এমআই প‍্যাড ৪ প্লাস লঞ্চ করা হয়েছে। এমআই প‍্যাড ৪ প্লাস এর অন্যতম প্রধান আকর্ষণ ট্যাবলেটের ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 8,620 mAh ব্যাটারি আর আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সহ ফেস আনলক ফিচার। এর সাথেই এমআই প‍্যাড ৪ প্লাস এর ভিতরে থাকবে Snapdragon 660 চিপসেট।

এমআই প‍্যাড ৪ এর মতোই এমআই প‍্যাড ৪ প্লাস ট্যাবলেটেও মেটালিক বিল্ট ব্যবহার করেছে শাওমি। Wifi ও Wifi+সেলুলার দুই ভেরিয়েন্টেই নতুন এমআই প‍্যাড ৪ প্লাস পাওয়া যাবে।

এমআই প‍্যাড ৪ প্লাস এ একটি ১০.১ ইঞ্চি (1920×1200 পিক্সেলস) ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এমআই প‍্যাড ৪ প্লাস এর ভিতরে রয়েছে একটি Snapdragon 660 চিপসেট সাথেই থাকবে 4GB RAM আর Adreno 512 GPU।

টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

64GB ও 128GB স্টোরেজ ভেরিয়েন্টে নতুন এমআই প‍্যাড ৪ প্লাস পাওয়া যাবে। তবে microSD কার্ডের মাধ্যমে এই ট্যাবলেটের স্টোরেজ 256GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।

ছবি তোলার জন্য এমআই প‍্যাড ৪ প্লাস তে থাকবে একটি ১৩ মেগাপিক্সেল f/2.0 রিয়ার ক্যামেরা। এর সাথেই থাকবে একটি ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ক্যামেরার মাধ্যমেই এমআই প‍্যাড ৪ প্লাস থেকে সেলফি ভিডিও কল ও ফেস আনলক ফিচার কাজ করবে।

এমআই প‍্যাড ৪ প্লাস ট্যাবলেটে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেমের উপরেই থাকবে কোম্পানির নিজস্ব MIUI স্কিন। এর সাথেই এমআই প‍্যাড ৪ প্লাস এর ভিতরে একটি বিশাল 8,620 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। USB Type-C এর মাধ্যমে Mi Pad 4 Plus ট্যাবলেট চার্জ করা যাবে।

Mi Pad 4 এর মতোই কালো ও সোনালি রঙে পাওয়া যাবে Mi Pad 4 Plus। আপাতত শুধুমাত্র চীনে এই ট্যাবলেট লঞ্চ করেছে শাওমি। চীনে 64GB এমআই প‍্যাড ৪ প্লাস এর দাম ১৮৯৯ ইউয়ান (প্রায় ২৩,৩০০ টাকা)। অন্যদিকে 128GB ভেরিয়েন্টের দাম ২০৯৯ ইউয়ান (প্রায় ২৫,৭৫০ টাকা)। আগামীকাল থেকে চীনে Mi Pad 4 Plus বিক্রি শুরু হবে।

শাওমি এমআই প‍্যাড ৪ প্লাস এর স্পেসিফিকেশনঃ

AFTER SALES SERVICE
Warranty Yes
BATTERY
Battery Type Non-removable Li-Ion Battery
Capacity Li-Ion 8620 mAh Battery
CALL RECORDS
Email Yes
messaging Email, Push Mail, IM
Phonebook Yes
SIM slot Yes
Social Networking Yes
CAMERA
Flash Support NA
Front Camera 5 MP (f/2.0) Camera
Rear Camera 13 MP (f/2.0) Camera
Resolution (pixels) Yes
Video Recording Yes, 1080p@30fps
CONNECTIVITY
2G Yes
3G Yes
4G VoLTE
Bluetooth v5.0, A2DP, LE
Edge Yes
GPRS Yes
USB Type-C 1.0 reversible connector
Wi-Fi Wi-Fi 802.11 a/b/g/n/ac, dual-band, Wi-Fi Direct, hotspot
DIMENSIONS
Dimensions(HxWxD) 485 g
Weight 245.6 x 149.08 x 7.99 mm
DISPLAY
Resolution(pixels) 1200 x 1920 pixels
Screen size 10.1 Inches
Type IPS LCD Capacitive Touchscreen
HARDWARE
CPU Type Octa-core (4×2.2 GHz Kryo 260 & 4×1.8 GHz Kryo 260)
Speed 4×2.2 GHz Kryo 260 & 4×1.8 GHz Kryo 260
System Processor Octa Core
MEMORY
External Up to 256 GB
Internal 128 GB Storage
RAM 4 GB RAM
MISCELLANEOUS FEATURES
Other features Face Unlock, Fingerprint Sensor
NAVIGATION
GPS Yes, with A-GPS support
Maps Support Yes, Google Maps
SOFTWARE
Browser Yes, HTML
Games Yes
OS Android OS, v8.1 (Oreo)
User Interface MIUI
SOUND
Audio Jack 3.5mm Audio Jack
Speaker Yes

Leave a Reply

Back to top button