একসঙ্গে অনেকে মিলে ভিডিও চ্যাট করুন হোয়াটসঅ্যাপে

টেকনো ইনফোঃ সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে ফেসবুকের পরেই হোয়াটস এর অবস্থান। হোয়াটস প্রতিনিয়ত তাদের গ্রাহকদের নতুন নতুন চমক দিতে প্রত্যয়ী। এর ধারাবাহিকতায় আবারও হোয়াটস অ্যাপ ফিচারসে নয়া সংযুক্তিকরণ৷ এবার গ্রুপ ভিডিও কলের সুবিধাটি আনতে চলেছে কর্তৃপক্ষ৷

মঙ্গলবার ফেসবুক এফ ৮ ডেভালপারস’স কনফারেন্সে যোগ দেন ফেসবুক কর্তা। একেবারে নতুন মোড়কে হাজির হতে চলেছে সাইটটি, এমনটাই জানান তিনি৷

সঙ্গে থাকছে ডেটিং অ্যাপ সহ এক গুচ্ছ ফিচারস৷ পূর্বেই হোয়াটস অ্যাপে ভিডিও কলের সুবিধাটি পেয়েছেন ইউজাররা৷ তবে,এবার পাবেন সম্পূর্ণ অন্যভাবে৷ একসঙ্গে একাধিক ইউজার নাকি ভিডিও চ্যাটের অংশ হতে পারবেন এমনটাই জানিয়েছেন ফেসবুক প্রতিষ্ঠাতা৷

ইতিমধ্যেই অ্যান্ডয়েড ফোনে পাকাপাকি স্থান করে নিয়েছে হোয়াটসঅ্যাপ৷ জনপ্রিয়তার খাতিরে ম্যাসেজিং অ্যাপগুলির মধ্যে সর্বপ্রথম নামটি আসে ‘হোয়াটসঅ্যাপ’র৷

গ্রুপ চ্যাটের মাধ্যমে ইউজাররা একসঙ্গে একাধিক জনের সঙ্গে চ্যাট করার সুযোগ পাবেন৷ খুব শীঘ্রই সেখানে যোগ হবে স্টিকারের অপশন৷

কর্তৃপক্ষ একটি পোস্ট শেয়ার করেন বিষয়টি নিয়ে৷ পোস্টটিতে বলা হয়েছে, ‘হোয়াটস অ্যাপে ভয়েস এবং ভিডিও কলিং এর সুবিধা খুব জনপ্রিয়৷ গ্রুপ ভিডিও কলের সুবিধাটি খুব শীঘ্রই আসতে চলেছে৷ সঙ্গে থাকছে স্টিকার’। সেখানেই জুকেরবার্গ প্রকাশ করেন আরও একটি তথ্য৷

বিশ্ব জুড়ে ৪৫০ মিলিয়নের বেশি মানুষ অ্যাপটি ব্যবহার করেন, এমনটাই দাবি তাঁর৷ অন্যদিকে ফেসবুক CEO জানান, হোয়াটস অ্যাপ ফর বিসনেস, পরিষেবাটি মূলত বাণিজ্যে এবং বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যাক্তিদেরকে টার্গেট করছে৷ ইতিমধ্যেই সারা বিশ্ব জুড়ে ৩ মিলিয়নের বেশি মানুষ এটি ব্যবহার করছেন৷ প্রতেকদিন কয়েক বিলিয়ান ভিডিও ও ভয়েস কল করা হয় হোয়াটস অ্যাপ থেকে৷

Leave a Reply