USSD কোড কি? জেনে নিন সকল সিমের জরুরী কিছু USSD কোড?

টিআইবিঃ আসসালামু আলাইকুম। টেকনো ইনফো বিডিতে আপনাদের সবাইকে স্বাগতম। তথ্য প্রযুক্তির যুগে আমাদের সবার হাতে স্মার্টফোন রয়েছে। মোবাইল ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে মোবাইল অপারেটরগুলো গ্রাহকদের মোবাইল ব্যবহারকে সহজ করার জন্য বিভিন্ন ধরনের কোড রেখেছে। এই কোডগুলো ব্যবহার করে কোন রূপ ঝামেলা ছাড়াই কিছু সাধারণ সমস্যার স্মার্ট সমাধান করতে পারি। আজকে আমরা USSD কি এবং সকল সিমের জরুরী কিছু USSD কোড নিয়ে আলোচনা করব।

টেকনো ইনফো বিডি‘র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ টেকনো ইনফো বিডি তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

USSD বা ইউএসএসডি কোড কি?

USSD-এর অর্থ Unstructured Supplementary Service Data। ইউএসএসডি মোবাইলের জন্য একটি গ্লোবাল জিএসএম যোগাযোগ প্রযুক্তি যা একটি মোবাইল ফোন এবং নেটওয়ার্কের মধ্যে নির্দেশ পাঠাতে ব্যবহৃত হয়।

সহজ করে বললে, মোবাইল থেকে কথা বলা, ইন্টারনেট চালানো, sms আদান-প্রদান ইত্যাদি নানা কাজে আমরা কোন না কোন সিম বা মোবাইল অপারেটর ব্যবহার করে থাকি। আর এসকল সার্ভিস সহজেই চালু বা বন্ধ করার জন্য প্রত্যেকটি মোবাইল অপারেটরের রয়েছে আলাদা আলাদা Dial Codes যা মোবাইল ফোন এবং নেটওয়ার্কের মধ্যে নির্দেশ পাঠাতে ব্যবহৃত হয়। মোবাইল ফোন এবং নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপন করা এই বিশেষ কোডকে USSD Codes।

সকল সিমের জরুরী কিছু ইউএসএসডি কোড?

প্রতিদিন বিভিন্ন প্রয়োজনে আমাদের নানা USSD Code এর দরকার পড়ে। আজ আপনাদের সাথে বাংলাদেশের সকল সিমের জরুরী কিছু ইউএসএসডি কোড।

?ভুলে যাওয়া সিম নাম্বার জানার কোড:

গ্রামীণফোন *2#
রবি *140*2*4#
বাংলালিংক *511#
টেলিটক *551#
এয়ারটেল *121*7*3#

?সিমের ব্যালেন্স চেক কোড:

গ্রামীণফোন *566#
রবি *222#
বাংলালিংক *124#
টেলিটক *152#
এয়ারটেল *778#

?সিমের ইমারজেন্সি ব্যালেন্স কোড:

গ্রামীণফোন *1010*1#
রবি *8811*1#
বাংলালিংক *874#
টেলিটক *1122#
এয়ারটেল *141#

?সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক কোড:

গ্রামীণফোন *566*10#, *566*13# , *567#
রবি *8444*88#, *222*81#
বাংলালিংক *124*5#, *222*3#
টেলিটক *152#
এয়ারটেল *778*39#, *778*4#

?সিমের প্যাকেজ চেক কোড:

গ্রামীণফোন *111*7*2#
রবি *140*14#
বাংলালিংক *125#
টেলিটক অজানা
এয়ারটেল *121*8#

?কাস্টমার কেয়ার নাম্বার:

গ্রামীণফোন 121, 01711 594594
রবি 123, 01819 400400
বাংলালিংক 111
টেলিটক 121, 01500 121121-9
এয়ারটেল 786, 01678 600786

?অফার চেকের কোড:

গ্রামীণফোন *444*1*2#
রবি *999#
বাংলালিংক *7323#
টেলিটক অজানা
এয়ারটেল *222*1#

আশা করি কোড গুলো আপনাদের বিভিন্ন প্রয়োজনে আসবে। সবাই ভালো ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

Leave a Reply

Back to top button