শিশুদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করবে রবির সেফনেট

টিআইবিঃ আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর মেহেরবানীতে সবাই ভালো। আজ আমরা ডিজিটাল সেবাদানকারী কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের নতুন সেবা সেফনেট নিয়ে আলোচনা করবো।

ইন্টারনেট আমাদের জীবন ব্যবস্থায় আমূল পরিবর্তন নিয়ে এসেছে- আমাদের জন্যে সংবাদ পড়া, বিনোদন, গবেষণা, ছুটির দিন বুক করা, কেনাবেচা, দোকান, নেটওয়ার্ক, শিক্ষা, ও ব্যাংকসহ নানান ধরণের দৈনন্দিন কাজের সুবিধা করে দিয়েছে।

সেফনেট কি?

রবি সেফনেট চালুর মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল ক্ষেত্রে এক তাৎপর্যপূর্ণ পরিবর্তন এনেছে শীর্ষ ডিজিটাল সেবাদানকারী কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড। সেফনেট অনন্য এই সেবার মাধ্যমে বাবা-মা তাদের সন্তানদের ফিল্টারিংয়ের মাধ্যমে ইন্টারনেটের ক্ষতিকর দিক থেকে রক্ষা করতে পারবেন (কোন বিশেষ সাইট/অ্যাপকে ব্লক করতে পারবেন/খুলে দিতে পারে)।

টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

ইন্টেলিজেন্ট রিস্ক ডিটেকশন এলগরিদম ব্যবহার করে শিশুদের জন্য অনুপযুক্ত সাইটগুলো বন্ধ করে রবি সেফনেট। শিশুরা যখন ইন্টারনেট ব্যবহার করে তখন বাবা-মায়েরা এই সেবার মাধ্যমে তাদের ব্রাউজিং নিয়ন্ত্রণ করতে পারবেন। পড়াশোনার উপর শিশুদের মনযোগ যেন বিঘ্নে না হয় এজন্য এ সেবাটি বিশেষ উপযোগী। এছাড়া শিশুদের জন্য ক্ষতিকর তালিকাভুক্ত অ্যাপ অথবা ইউআরএল অভিভাবকরা তাদের পছন্দমতো বন্ধ রাখতে পারবেন।

রবির কমিউনিকেশন অ্যান্ড কর্পোরেট রেস্পন্সিবিলিটির ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবীর বলেন, “ডিজিটাল লাইফ স্টাইল বাংলাদেশের মূলধারায় চলে আসছে। সম্প্রতি ফোরজি চালু হওয়ার মধ্য দিয়ে এটি আরো বেশি ত্বরান্বিত হয়েছে। তবে আর্থ-সামাজিক ও ব্যক্তিগত উন্নয়নের পাশাপাশি এটি শিশুদের ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। তাই একটি দায়িত্বশীল কোম্পানি হিসেবে শিশুদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করতে রবি সেফনেট চালু করেছি আমরা। রবির বিশ্বাস অনন্য এই সেবাটি শিশুদের উপযুক্ত মানসিক বিকাশ নিশ্চিত করতে একটি হাতিয়ার হিসাবে কাজ করবে।”

সেফনেটের বৈশিষ্ট্যঃ

  • সময় ভিত্তিক ইন্টারনেট নিয়ন্ত্রণ
  • বিশেষ ক্যাটেগরির সাইট ব্লক করা/খুলে দেওয়া
  • তালিকাভূক্ত অ্যাপ/ইউআরএল ব্লক করে রাখা

কিভাবে ফ্রি ট্রায়ালে নিবন্ধন করবেনঃ

  • রবি ইন্টারনেট থেকে robisafenet.com সাইটে যান।
  • আপনার রবি নম্বর লিখুন +৮৮০১৮ xxxxxxxx । আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে ওটিপি পাবেন। আপনার নিবন্ধন যাচাই করতে ওটিপি লিখুন।
  • আপনার পছন্দের ৪ ডিজিটের পিন লিখুন। পিনটি মনে রাখুন কারণ পরবর্তীতে এটি লাগবে। আপনার মোবাইলে এখন রবিসেফনেট সচল হয়ে গেছে।

নিরাপত্তার জন্যে ডিভাইস চিহ্নিত করুনঃ

  • আপনার শিশুর নম্বরে ফিল্টার যুক্ত করার জন্যে অ্যাড এ নিউ ডিভাইস অপশনে ক্লিক করুন।
  • শিশুর মোবাইল নম্বরে সিস্টেম থেকে একটি মেসেজ পাঠানো হবে, যেখানে একটি লিংকও থাকবে। অগ্রসর হওয়ার জন্যে লিংকে ক্লিক করুন।
  • অবেশেষে ব্রাউজার রিফ্রেশ করুন। আপনার শিশুর ইন্টারনেট নিরাপদ হয়ে গেছে।

# শর্তঃ

  • রবি টুজি / থ্রিজি নেটওয়ার্ক থেকে robisafenet.com সাইটটিতে প্রবেশ করা যাবে।
  • কেবল রবি নম্বরেই এই সুবিধা পাওয়া যাবে।

Leave a Reply

Back to top button