বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য পিকচার গার্ড সুবিধা দেবে ফেসবুক

টেকনো ইনফোঃ আসসালামু আলাইকুম। টেকনো ইনফো বিডিতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা কেমন আছেন। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জানাবো বাংলাদেশী ব্যবহারকারীদের জন্য ফেসবুকের নতুন সুবিধা পিকচার গার্ড এর সুসংবাদ।
গত বছর ভারতে ফেসবুকের কিছু নতুন টুল চালু হয়েছিল যা ফেসবুক ব্যবহারকারীদের ব্যবহৃত প্রোফাইল পিকচারের উপর তাদের নিয়ন্ত্রণ ক্ষমতা আরও বাড়িয়ে দিয়েছে।
নতুন এই টুল ব্যবহার করে একজন ফেসবুক ব্যবহারকারী তাঁর প্রোফাইল পিকচার অন্য কোন ফেসবুক ব্যবহারকারীরা ডাউনলোড ও শেয়ার করতে পারবে কিনা তা নিয়ন্ত্রণ করতে পারবেন।
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
বৃহস্পতিবার ফেসবুক এক সংবাদ বিজ্ঞপ্তিতে লিখেছে, ফেসবুকের এই টুলগুলো আমরা এবার বাংলাদেশে চালু করতে যাচ্ছি। প্রোফাইল পিকচার ফেসবুকে কমিউনিটি তৈরিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ এর মাধ্যমে একজন ফেসবুক ব্যবহারকারী খুব সহজেই তাঁর বন্ধুদের খুঁজে যোগাযোগ করতে পারেন।
কিন্তু অনেক ফেসবুক ব্যবহারকারীরা ফেসবুকে তাদের প্রোফাইল পিকচার যোগ করতে নিরাপদ বোধ করেন না।
একটি গবেষণার মাধ্যমে বিভিন্ন নিরাপত্তা সংস্থা এবং সাধারণ মানুষের কাছ থেকে জানা যায়, কিছু নারী তাদেরচেহারা সম্বলিত কোন ছবি ইন্টারনেটে যুক্ত না করার সিধান্ত নিয়েছেন।
কারণ তাঁরা সব সময় ইন্টারনেটে তাদের সংযুক্ত করা ছবির নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকেন।
ভারতে ফেসবুকের এই টুলগুলো খুব বড় পরিসরে ব্যবহৃত হচ্ছে।
ফেসবুক বলছে, ভারতের মতো অন্যান্য দেশগুলোতেও আমরা এইটুলগুলো সম্প্রসারণ করতে চাচ্ছি।
যেখানে ফেসবুক ব্যবহারকারীরা তাদের প্রোফাইল পিকচারের উপর আরও বেশি নিয়ন্ত্রণ চান।
সঙ্গে সঙ্গে ফেসবুক আরও অনেক ফিচার যুক্ত করার চেষ্টা করছে যার মাধ্যমে ফেসবুক ব্যবহারকারী তার পছন্দানুযায়ী প্রোফাইল পিকচার ডিজাইন করতে পারবেন।
গবেষণায় দেখা গেছে প্রোফাইল পিকচারের অপব্যবহার রোধে নিজস্ব ডিজাইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
পিকচার গার্ড অপশনের সুবিধা সমূহঃ
ফেসবুক ব্যবহারকারীরা বিশেষ প্রোফাইল পিকচার গার্ড অপশন চালুর নির্দেশনাবলী দেখতে পাবেন। আপনি এই গার্ডটি ছবিতে ব্যবহার করলে-
১। অন্য ব্যবহারকারীরা আপনার প্রোফাইল পিকচার ডাউনলোড বা শেয়ার করতে পারবেন না।
২। আপনার ফেসবুক ফ্রেন্ডলিস্টের বাইরের কোন ব্যক্তি আপনার প্রোফাইল পিকচারে নিজেদেরকে বা অন্য কাউকে ট্যাগ করতে পারবেন না।
৩। আমাদের নিরাপত্তা ব্যবস্থা এমনভাবে তৈরি করা হয়েছে যে অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকেও আপনার ফেসবুক প্রোফাইল পিকচারের স্ক্রিনশট নেওয়া যাবে না।
৪। নিরাপত্তার সংকেত হিসেবে আপনার প্রোফাইল পিকচারে একটি নীল বর্ডার ও শিল্ড দেখানো হবে।
কিভাবে ফেসবুক প্রোফাইল পিকচার গার্ড সক্রিয় করবেন
ডেস্কটপ কম্পিউটারে ফেসবুক প্রোফাইল পিকচার গার্ড সক্রিয় করতেঃ
১। আপনার প্রোফাইলে গিয়ে প্রোফাইল পিকচারে ক্লিক করুন।
২। প্রোফাইল পিকচারের Options এ ক্লিক করে Turn On Profile Picture Guard ক্লিক করুন।
৩। পরবর্তী স্ক্রিনে Save ক্লিক করুন।
অ্যান্ড্রোয়েড মোবাইলে ফেসবুক পিকচার গার্ড সক্রিয় করতেঃ
১। অ্যান্ড্রোয়েড মোবাইলে ফেসবুক অ্যাপ চালু করুন।
২। আপনার অ্যাকাউন্টে গিয়ে প্রোফাইল পিকচার ট্যাপ করুন।
৩। মেনু তালিকা থেকে Turn On Profile Picture Guard ট্যাপ করুন।
৪। পরবর্তী স্ক্রিনে Next ক্লিক করে Save ক্লিক করুন।
নোট: যদি আপনার মোবাইলে ফেসবুক অ্যাপ সাম্প্রতিক সংস্করণে হালনাগাদ না থাকে তাহলে হালনাগাদ করে নিন।
এছাড়াও আপনার নিউজ ফিডে প্রোফাইল পিকচারে বাড়তি ডিজাইন লেয়ার যোগ করার অপশন পেতে পারেন।
প্রোফাইল পিকচারে ডিজাইন লেয়ার যোগ করতেঃ
১। নিউজ ফিডের বার্তায় Add a Design to Your Profile Picture ক্লিক করুন।
২। পরবর্তী Add Design স্ক্রিনে পছন্দসই ডিজাইন নির্বাচন করে Next ক্লিক করুন।
আশা করি ফেসবুকের এই নতুন সুবিধা চালু হলে ফেসবুকে যারা নিজেদের ছবি আপলোড করতে বা শেয়ার করতে ভয় পান তারা নিশ্চিন্তে এই কাজটি করতে পারবেন।