অনলাইন শপিং কি? অনলাইন শপিংয়ে অর্থ সাশ্রয় ও নিরাপত্তার টিপস ২০১৮।

টেকনো ইনফোঃ আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। মানুষ দিন দিন শৌখিন হয়ে পড়েছে। যানজট ঠেলে, বাজার ঘুরে দরদাম করে পছন্দের জিনিসটি কেনা এ দেশের মানুষের চিরায়ত অভ্যাস হলেও এই অভ্যাসের ফাঁকফোকর দিয়ে কখন যেন ঢুকে পড়েছে অনলাইনে কেনাকাটার শখ। তাই অনলাইনে কেনাকাটা এখন সময়ের দাবি।
তাই আজকাল অনেকেই শপিং করার জন্য আর বাজারে যেতে চায়না বরং ঘরে বসেই অনলাইনে শপিং করার ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছে। বর্তমানে বাংলাদেশে অসংখ্য অনলাইন শপিং ওয়েবসাইট রয়েছে যেগুলো ইতিমধ্যেই মানুষের কাছে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে।
আজ আপনাদের সাথে শেয়ার করবো অনলাইন শপিংয়ের একটি মেগা পোস্ট। আশা করি আমাদের সাথে থাকবেন।
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
অনলাইন শপিং কিঃ
শপিং বলতে ঠিক যে চিত্রটি কিছুদিন আগে পর্যন্ত আমাদের চোখের সামনে ভেসে উঠত, তা অনেকটাই বদলে গিয়েছে অতি অল্প সময়ের মধ্যে। আর এর নেপথ্যে রয়েছে ভার্চুয়াল জগৎ।
বাড়ি থেকে বেরিয়ে, ভিড় ঠেলে, বেছে বেছে, হাতে নিয়ে এখন আর অনেকেই জিনিসপত্র কেনেন না। কিন্ত তাই বলে কেনাকাটা থেমে থাকে নি। বরং তা চলছে আরো দ্রুত গতিতে। আর এই মাধ্যমটি হল ইন্টারনেট। বই থেকে ব্র্যান্ডেড জুতো, জামা, ইলেকট্রনিক পন্য অনলাইন শপিং ওয়েবসাইটগুলোতে দেদারে বিক্রয় হচ্ছে। কারন অনলাইন শপিং মানেই সময় ও শক্তির সাশ্রয়। আর এইদিকে ক্রেতা হিসেবে নতুন প্রজন্মই এগিয়ে আছে।
প্রকৃতপক্ষে, অনলাইন শপিং বলতে, বাজার করার সহজ একটি মাধ্যম হিসেবে পরিগণিত হয়েছে। আর অনলাইন শপিং এ যে খালি শপিং ই করা হচ্ছে তা নয়। বরং বিভিন্ন পণ্য সম্পর্কে তথ্যও প্রদান করছে। নতুন/ আপডেটেড সব পণ্য, পণ্যের দাম সহ আরো নানা প্রকার তথ্যের সম্মেলন কেন্দ্র হিসেবেও অনলাইন শপিং পরিগনিত হচ্ছে।
অনলাইন শপিংয়ে অর্থ সাশ্রয় করবেন যেভাবে?
অনলাইনে শপিং করতে গিয়ে অনেক মানুষই অধিক অর্থ খরচ করে বসে, অন্য কথায় অনলাইন কেনাকাটায় অর্থ বাঁচানোর কৌশল তারা জানেন না। এর কারণ হলো, অনলাইন বাজার সম্বন্ধে তাদের ভাল ধারণা থাকে না। অনলাইন কেনাকাটায় টাকা বাঁচাতে হলে আপনাকে আরো বেশি স্মার্ট হতে হবে। আপনাকে জানতে হবে অনলাইনে কখন কি কিনতে হবে। এই নিবন্ধে এমন কিছু কৌশল নিয়ে আলোচনা করব, যা অনলাইনে কেনাকাটায় আপনাদের অর্থ বাঁচাতে সহযোগিতা করবে।
১. অনলাইনে কেনাকাটার জন্য একটি আলাদা ইমেইল ব্যবহার করুনঃ
অনলাইনে কেনাকাটার জন্য একটি আলাদা ইমেইল ব্যবহার করবেন, যে ইমেইলটি অন্য কোনো কাজে ব্যবহার করবেন না। অনলাইনে কেনাকাটায় টাকা বাঁচানোর জন্য এটি খুবই সহায়ক।
এর অনেকগুলো সুবিধাজনক দিক আছে। যেমন অনলাইনে খুচরা বিক্রেতারা বিভিন্ন ধরনের অফার ক্রেতাদের ইমেইল করে পাঠায়। আবার মাঝেমধ্যে তারা বিশেষ কুপন দিয়ে থাকে, যা ব্যবহার করে কেনাকাটা করলে বিশেষ মূল্যছাড় পাওয়া যায়। আপনি এই ইমেইল চেক করবেন শুধুমাত্র কেনাকাটার প্রয়োজনে এবং খুব সহজেই বিশেষ মূল্যছাড় এবং কুপনের খবর জানতে পারবেন।
আপনি চাইলে এমন বিশেষ মূল্যছাড় বা কুপন পেলে তাৎক্ষণিক অনলাইন দোকানের সাথে যোগাযোগ করতে পারেন, যা আপনার কেনাকাটায় অর্থ বাঁচাতে খুবই সহায়ক হবে।
২. পণ্য কেনার আগে গবেষণা করুনঃ
আপনার কাঙ্খিত পণ্য যথার্থ মূল্যে অনলাইন থেকে কিনতে পণ্যটি নিয়ে গবেষণা করুন। এই গবেষণা আপনার মূল্যবান অর্থ বাঁচাতে সাহায্য করবে। একই পণ্য কয়েকটি অনলাইন দোকানে খোঁজ করুন এবং পছন্দ হবার পর পণ্য সরবরাহকারী বা উৎপাদক প্রতিষ্ঠান সম্বন্ধে জানার চেষ্টা করুন।
সাথে সাথে পণ্যের মানের উপর ভিত্তি করে প্রাসঙ্গিক মূল্য পেলে তবেই পণ্যটি কিনুন। এতে অযথা বেশি অর্থ খরচ থেকে রক্ষা পাবেন।
৩. বিক্রয় মূল্য যাচাই করুনঃ
অনলাইন কেনাকাটায় অর্থ বাঁচানোর আরেকটি চমৎকার উপায় হলো পণ্যের স্বাভাবিক দামের সাথে কোনো বিশেষ মূল্যছাড় আছে কিনা তা ভালোভাবে যাচাই করা। অনেক মানুষ একটি পণ্য পছন্দ হবার পর সরাসরি তা চেকআউট করে কিনে নেন। অনেক সময় হাতের কাছে আরও দু-একটি অপশন থাকে যেখানে বিশেষ মূল্যছাড় বা কুপন ব্যবহারের সুযোগ থাকে। সুতরাং চেকআউট করার আগে এই সুযোগগুলো কাজে লাগান।
তাছাড়া যে অনলাইন দোকান থেকে কেনাকাটা করছেন কোনো পণ্য চেকআউট করার পূর্বে ওই ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট তৈরি করুন। প্রতিবার কেনাকাটার সময় এই একই অ্যাকাউন্ট থেকে লগ-ইন করুন। এতে অনলাইন কেনাকাটায় অর্থ বাঁচানোর নতুন নতুন উপায়ে আপনার সামনে অনলাইন দোকানটি নিজেই উপস্থাপন করবে।
৪. সঠিক সময়ে কেনাকাটা করুনঃ
অনলাইন কেনাকাটায় মানুষ আরো একটি ভুল করে থাকে, তা হল সঠিক সময়ে কেনাকাটা না করে। সঠিক সময়ে কেনাকাটা করা অর্থ বাঁচানোর আরেকটি মোক্ষম উপায়। বাস্তবের দোকানগুলোতে যেমন সপ্তাহ শেষে বা কোনো একটি উৎসব সামনে নিয়ে শেষ সময়ে পণ্যের দাম বেড়ে যায় বা পণ্যের সংখ্যা কমে যায়, অনলাইন দোকানেও একই ব্যাপার ঘটে।
সুতরাং শেষ সময়ে কেনাকাটা করা বন্ধ করুন। কোনো একটি অনুষ্ঠান বা উৎসবকে সামনে রেখে যতটা সম্ভব হাতে সময় রেখেই কেনাকাটা করুন। হাতে যথেষ্ট সময় রেখে কেনাকাটা করলে ব্যাপারটা হয় এমন যে, এই পণ্যটি আপনার কাছে বিক্রি করতে পেরে দোকানী খুশি, আর শেষ সময় কেনাকাটা করলে ব্যাপারটি এমন হয় যে, আপনি পণ্যটি কিনতে পেরে খুশি! কারণ আরও দেরি করলে হয়তো পণ্যটি আপনার কেনা হত না!
৫. এক দোকান থেকে কেনাকাটা করুনঃ
অনলাইন কেনাকাটায় টাকা বাঁচানোর আরো একটি চমৎকার উপায় হলো একই দোকান থেকে কেনাকাটা করা। এক্ষেত্রে কোনো একটি অনলাইন দোকান পছন্দ করার পূর্বে ভালোভাবে যাচাই করুন। অনেকগুলো অনলাইন দোকান দেখুন, জানুন এবং তাদের সার্ভিস সম্বন্ধে খোঁজ খবর নিই।
তারপর সবচেয়ে ভালো একটি অনলাইন দোকান সাথে সর্বাধিক লেনদেন করার চেষ্টা করুন। একই দোকান থেকে নিয়মিত এবং অধিক পণ্য কিনলে কেনাকাটায় আপনার অর্থ সাশ্রয়ের পথ সুগম হবে। আপনি যদি একই বিক্রয় প্রতিষ্ঠান থেকে একাধিক পণ্য কেনেন তাহলে বিক্রয় প্রতিষ্ঠানেই আপনার জন্য বিশেষ মূল্যছাড়ের বা কুপনের ব্যবস্থা করে দেবে, যা আপনার অনেক অর্থ সাশ্রয় করবে।
সুতরাং আপনার সকল পণ্য একটি অনলাইন দোকান থেকে কেনার চেষ্টা করুন এবং তাদের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলুন। তাতে কেনাকাটার পরিমাণ বৃদ্ধির সাথে সাথে একটি নির্দিষ্ট হারে আপনি মূল্য ছাড় পেতে শুরু করবেন, যা নিঃসন্দেহে আপনার অর্থ সাশ্রয় করবে।
৬. নির্বাচিত কিছু পণ্য না কিনে কার্টে রেখে দিনঃ
বেশিরভাগ অনলাইন শপে পাশাপাশি দুইটি অপশন থেকে, যেমন “Add to Cart” এবং “Buy Now”। “Add to Cart” করার অর্থ হলো আপনি কিছু পণ্য একটা ঝুড়িতে সংরক্ষণ করে রাখলেন, এগুলো আপনি ভবিষ্যতে কিনতে চান। আর “Buy Now” অর্থ হলো এখনই পছন্দ করে পণ্যটি এখনই কিনতে চান।
অনলাইন কেনাকাটায় টাকা বাঁচানোর একটি চমৎকার কৌশল হলো এই “Add to Cart”-এ কিছু পণ্য সংরক্ষণ করে রাখা। আপনি কোনো অনলাইন শপ থেকে কেনাকাটার সময় কিছু পণ্য কার্টে অ্যাড করে রাখুন, যেগুলো আপনি ভবিষ্যতে কিনতে আগ্রহী।
আপনি যেহেতু একজন সত্যিকারের ক্রেতা, সুতরাং বিক্রয় প্রতিষ্ঠানটি আপনার কার্টে রাখা পণ্যটির ব্যাপারে আপনার আগ্রহ বুঝতে পারবেন এবং এমন ক্ষেত্রে বেশিরভাগ অনলাইন শপ তাদের বিক্রি কমানোর পরিবর্তে কয়েকদিনের মধ্যেই ক্রেতার জন্য সুনির্দিষ্ট ঐ পণ্যটিতে বিশেষ মূল্য ছাড়ের ব্যবস্থা করে থাকেন।
সুতরাং আশা করা যায়, কার্টে সংরক্ষণ করে রাখা বিশেষ পণ্যের ক্ষেত্রে আপনিও এমন বিশেষ মূল্যছাড় পাবেন, যা অনলাইন কেনাকাটায় আপনার অর্থ বাঁচাতে খুবই সহায়ক হবে।
৭. মূল্য ফেরতের আবেদন করুনঃ
অনলাইন শপ থেকে কেনাকাটায় অর্থ বাঁচানোর আরও একটি কার্যকর উপায় হলো নিজে থেকে বিক্রয় প্রতিষ্ঠানকে মূল্য ফেরতের আবেদন করা। অবশ্য এক্ষেত্রে আপনাকে একই নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে নিয়মিত এবং বেশি বেশি কেনাকাটা করতে হবে।
একসাথে অনেক পণ্য কেনার ক্ষেত্রে আপনি ফোনে অথবা ইমেইলে বিক্রয় প্রতিষ্ঠানকে মূল্য ফেরতের আবেদন করতে পারেন। এক্ষেত্রে সিংহভাগ ক্ষেত্রেই আপনি সফল হবেন এবং একটি নির্দিষ্ট পরিমাণে অথবা নির্দিষ্ট শতাংশে মূল্য ফেরত পাবেন। অনলাইন শপগুলো এটি করে থাকে তাদের বিশ্বস্ত এবং নিয়মিত ক্রেতাদের খুশি করার জন্য। আপনি এই সুযোগকে কাজে লাগিয়ে খুব সহজেই অনলাইন কেনাকাটায় আপনার খরচ কমাতে পারেন।
৮. গ্রাহক পরিষেবা কর্মীদের সাথে ফোনে কথা বলুনঃ
অনেক অনলাইন শপ নির্দিষ্ট মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও বিশেষ মূল্যছাড় বা মূল্যছাড়ের কুপন ব্যবহারের সুযোগ দিয়ে থাকে। এক্ষেত্রে আপনি যদি মেয়াদ শেষ হয়ে গেছে ভেবে এ মূল্য ছাড় পাওয়ার কোনো চেষ্টা না করেই সরাসরি পণ্যটি ক্রয় করেন, তাহলে এই সুযোগ থেকে আপনি বঞ্চিত হবেন।
সুতরাং অনলাইন থেকে কোনো পণ্য কেনার আগে যদি ইতিপূর্বে সেই পণ্যটিতে বিশেষ মূল্যছাড় বা কুপন দেয়া হয়ে থাকে, তবে গ্রাহক পরিসেবা সেন্টারে কথা বলে মূল্য ছাড় পাওয়ার চেষ্টা করুন। তাতে আপনার অনলাইন কেনাকাটায় নিশ্চয়ই কিছু অর্থ বাঁচবে।
৯. কুপন কোড ব্যবহার করুনঃ
দৈনিক পত্রিকা, ম্যাগাজিন, ফেসবুক ও ইউটিউব; এইসব মাধ্যমে বিক্রয় প্রতিষ্ঠান তাদের বিজ্ঞাপন করার সময় বিশেষ কুপন কোড দিয়ে থাকে। আপনি এসব বিজ্ঞাপন থেকে খুব সহজেই সে কুপন কোড সংগ্রহ করে তা কেনাকাটায় ব্যবহার করতে পারেন।
আবার অনলাইনে অনেক ওয়েবসাইট আছে যারা শুধুমাত্র বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন পণ্যের বিশেষ মূল্যছাড়ের কুপন সরবরাহ করে থাকে। আপনি এইসব ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে কুপন কোড সংগ্রহ করতে পারেন। এভাবে বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করা কুপন কোড ব্যবহার করে আপনি অনলাইন কেনাকাটায় খরচ কমাতে পারেন।
১০. দক্ষতার সাথে কুপন ব্যবহার করুনঃ
আপনি যদি একই পণ্যে বিভিন্ন কোড ব্যবহার করে অর্থ বাঁচাতে চান তবে লক্ষ রাখুন একই সাথে সবগুলো কোড একটি নির্দিষ্ট পণ্যের ব্যবহারের অনুমতি আছে কিনা। সাথে সাথে মনে রাখুন, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ সাশ্রয় কুপন ব্যবহারের পরিবর্তে সবসময় শতাংশ হারে মূল্য হ্রাসের কুপন ব্যবহার করা বেশি সুবিধাজনক, তাতে বেশি অর্থের সাশ্রয় হয়।
সুতরাং অনলাইন থেকে সংগ্রহ করা কুপন ব্যবহারে আরো বেশি দক্ষ হোন। সর্বোচ্চ সুবিধা পেতে যথার্থ উপায় আপনার সংগ্রহ করা কুপন ব্যবহার করুন।
১১. পছন্দের ক্রেডিট কার্ড বা ব্যাংক সার্ভিস ব্যবহার করুনঃ
যদিও ব্যাংকগুলো সকল লেনদেন থেকে নির্দিষ্ট পরিমাণে চার্জ নিয়ে থাকে। তবে কিছু কিছু ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান তাদের কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে বিশেষ মূল্যছাড় বা অর্থ ফেরতের সুযোগ দিয়ে থাকে।
বিশেষ করে ছুটির দিন, কোনো মেলা বা কোনো উৎসবকে সামনে রেখে প্রতিষ্ঠানগুলো এসব সুযোগ দিয়ে থাকে। আপনিও এই সুযোগগুলো ব্যবহার করে খুব সহজেই আপনার অনলাইন কেনাকাটায় খরচ বাঁচাতে পারেন।
১২. ওয়ান স্টপ ওয়েবসাইট ব্যবহার করুনঃ
ওয়ান স্টপ ওয়েবসাইট হচ্ছে এমন একটা অনলাইন পোর্টাল যা আপনাকে দিবে ভিন্ন ভিন্ন স্টোরের এ্কি রকম পণ্যর একটা তালিকা । এছাড়া পণ্যের দাম বিভিন্ন স্টোরে কেমন তাও জানতে পারবেন ফলে দাম কমবেশী যাচাই করে আপনার পছন্দ মতো পণ্য ক্রয় করতে পারবেন। যেমন বিভিন্ন রেস্টুরেন্টে কমদামে ফাস্টফুড খাবারের সন্ধানে ফুডপান্ডা এবং জাস্টইট হচ্ছে পপুলার ওয়েবসাইট ।
১৩. প্রাইজ ও ক্যাটাগরি ফিলটার সহ ওয়েবসাইট ব্যবহার করুনঃ
ওয়েবসাইটে যদি প্রাইজ ও ক্যাটাগরি ফিলটার থাকে তবে তা আপনার পয়সা বাঁচাবে কেননা আপনি নির্দিষ্ট কোন পণ্য কিনতে চাইলে তা আপনার সামর্থ্য অনুযায়ী খুঁজতে পারবেন।
এছাড়া এই প্রক্রিয়ায় কোন কিছু অনুসন্ধান করার প্রক্রিয়াটি আরও ছোট হয়ে যায়। ফলে বেশী দাম দিয়ে কিছু না কিনে সাধ্যের মধ্যে কেনাকাটা করতে পারবেন। অ্যামাজন, ইবে এবং ফ্লিপকার্ট ওয়েবসাইটে রয়েছে প্রাইজ ও ক্যাটাগরি ফিলটার তাই কেউ খুব সহজেই তার সাধ্যের মধ্যে পণ্য খুঁজতে পারে বলে এই ওয়েবসাইটগুলো বর্তমানে অনেক জনপ্রিয়।
১৪. শপিং লিস্ট ম্যানেজার ব্যবহার করুনঃ
আপনি কি জানেন এমন একটি সফটওয়্যার আছে যা আপনার শপিং লিস্ট ম্যানেজ করবে। আপনি অনলাইনে শপিং করার সময় এই সফটওয়্যারটি আপনার পছন্দ অনুযায়ী পণ্যের ক্যাটাগরি কুপন অনুযায়ী একটা লিস্ট তৈরি করবে যা ঐ স্টোরে রয়েছে। এই সফটওয়্যারটি আপনার পছন্দের লিস্ট অনুযায়ী কোন পণ্যের জন্য যদি স্টোরটি কুপন বা ডিসকাউন্ট অফার দায় তবে তা আপনাকে সরণ করাবে।
১৫. মেম্বার হউনঃ
অনেক ওয়েবসাইট রয়েছে যারা আপনাকে মেম্বারশিপ অফার করে। আপনি যদি জানেন যে আপনি একটি নিদিষ্ট ওয়েবসাইট থেকে শুধু একবারই পণ্য কিনবেন তখন এই মেম্বারশিপ আপনার জন্য খুব একটা উপকারী হবেনা।
আর আপনি যদি জানেন আপনি বার বার ঐ ওয়েবসাইট থেকে পণ্য কিনবেন তবে তাদের মেম্বার হওয়া আপনার জন্য লাভজনক হতে পারে। কারণ মেম্বার হলে অনেক সময় ডিসকাউন্টের পাশা পাশি বিভিন্ন গিফট ওয়েবসাইটগুলো প্রদান করে থাকে।
১৬. শপিং খরচ দেখে চলুনঃ
অনলাইন শপিং করার সময় সব সময় শপিং কস্ট দেখে চলুন। একটা পণ্য কেনার আগে দেখুন এর শিপিং কস্ট কত। অনেক সময় দেখা যায় আপনার কেনা পণ্যের খরচ যা হয় ও শিপিং কস্টও তাই হয় ফলে ঐ পণ্য কেনার আগে ভেবে দেখুন কেননা এতে আপনার পয়সার অপচয় হবে।
অনেক ওয়েবসাইট ফ্রি শিপিং দিয়ে থাকে তাই ঐসব ওয়েবসাইট থেকে শপিং করলে আপনার আর এক্সট্রা খরচ হবেনা পণ্য ডেলিভারির জন্য। তবে অবশ্য ঐসব অনলাইন শপ থেকে পণ্য কিনবেন না যেখানে ফ্রি ডেলিভারির জন্য একটা নির্দিষ্ট পরিমাণ শপিং করতে বলে। কেননা এতে দেখা যায় আপনার বাজেট যত থাকে তার চাইতে বেশী খরচ করা লাগে।
অনলাইন শপিংয়ে নিরাপদ থাকবেন যেভাবে?
অনলাইন শপিংয়ের ক্ষেত্রে আপনাকে অবশ্যই কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। না হলে আপনার কষ্টার্জিত টাকা চলে যেতে পারে অন্যের পকেটে! অনলাইনে টাকা লেনেদেনের প্রবণতা যেমন বাড়ছে, তেমনই পাল্লা দিয়ে বাড়ছে লোক ঠকানোর কারবারও। তাই অনলাইন শপিংয়ে নিরাপত্তার জন্য নিচের কৌশল গুলো অবলম্বন করতে পারেন।
১. শপিং করুন বিশ্বস্ত সাইট থেকেঃ
বর্তমান বিশ্বে ই-কমার্স সাইটের জনপ্রিয়তা এখন অনেক উর্দ্ধে। যারই ফলশ্রুতিতে প্রতিনিয়তই নতুন নতুন ই-কমার্স সাইট তৈরী হচ্ছে। আর এ ক্ষেত্রে যে কেউই শপিংয়ের জন্য কোন নির্ভরযোগ্য সাইটের শরনাপন্ন হবে।
তাই আপনিও অর্ডার করার পূর্বে সাইটটি বিশ্বস্ত কিনা তা যাচাই করে নিবেন। সেক্ষেত্রে অপেক্ষাকৃত কম জনপ্রিয় সাইট থেকে কেনাকেটা না করাটাই ভাল। কেননা কোন পন্য অর্ডারের সময় আপনার ঠিকানা, ফোন নম্বরসহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য সাইটকে সরবরাহ করতে হয়। তাই বুঝতেই তো পারছেন কেন বিশ্বস্ত সাইট থেকে কেনাকাটা করবেন?
২. ই-কমার্স সাইটের URL চেক করুনঃ
ক্রেডিট কার্ডের তথ্য দেওয়ার আগেই সাইটটির URLটি যাচাই বা চেক করুন। আপনাকে অবশ্যই নিশ্চিত হতে হবে যে, সাইটটির ঠিকানা https দিয়ে শুরু হয়েছে কিনা। যদি দেখেন শুধুমাত্র http দিয়ে শুরু তবে ঐ সমস্ত সাইট থেকে শপিং করা থেকে বিরত থাকুন। কেননা https এমন একটি নিরাপদ সংযোগ নির্দেশ করে যা হ্যাকারদের আটকানোর জন্য ডিজাইন করা হয়েছে। যদি কোন সাইট https ছাড়া থাকে এবং আপনার ক্রেডিট কার্ডের তথ্য চাচ্ছে তাহলে আপনাকে বুঝতে হবে এটি হ্যাকারদের কোন চক্রান্ত।
৩. খুচরা বিক্রেতা তথা Retailer SPAM এড়িয়ে চলুনঃ
নিরাপদ শপিংয়ের জন্য আপনাকে অবশ্যই খুচরা বিক্রেতাদের এড়িয়ে চলতে হবে। তাছাড়া অনেকে থার্ড পার্টির মাধ্যমে তাদের পন্য সরবরাহ করে থাকে। এ ধরনের সাইট থেকেও কেনাকাটা খুব একটা নিরাপদ নয়। কারণ এক্ষেত্রে আপনাকে বিভিন্ন ধরনের ঝামেলার সম্মুখীন হতে হবে।
৪. বিকল্প একাউন্ট তৈরী করুনঃ
অনলাইনে কেনাকাটা করার আগে, আপনার মূল একাউন্টটি ছাড়া বিকল্প একটি ইমেইল একাউন্ট খুলুন। এক্ষেত্রে আপনি জি-মেইল অথবা যেকোন একটি ফ্রি ইমেইল একাউন্ট খুলুন এবং ই-কমার্স সাইটে রেজিষ্ট্রেশন করুন।
কারণ একবার রেজিষ্ট্রেশন করার পর পরই আপনাকে বিভিন্ন লোভনীয় অফারের মাধ্যমে স্প্যাম ছড়াতে থাকবে। তাছাড়া অহরহ ই-মেইলতো পাঠাতেই থাকবে যা বিরক্তির একটা কারণ। এভাবে আপনি ই-কমার্স সাইটটি কোন স্প্যাম ছড়াচ্ছে কিনা তা যাচাই করতে পারবেন। যদিও একসময় ইমেইল বিজ্ঞাপন খুবই জনপ্রিয় ছিল কিন্তু স্প্যামের কারণে এটা আর এখন তেমন একটা জনপ্রিয় নয়।
৫. শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুনঃ
যেকোন ই-কমার্স সাইট থেকেই আপনি কেনাকাটা করুন না কেন আপনাকে অবশ্যই উক্ত সাইটে রেজিষ্ট্রেশন করতে হবে। আর রেজিষ্ট্রেশন করার সময় অবশ্যই একটি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন।
সচরাচর ব্যবহৃত হয় এরকম কোন পাসওয়ার্ড ব্যবহার করা থেকে বিরত থাকুন। কেননা সহজেই হ্যাকাররা এটা হ্যাক করে ফেলতে পারে। পাসওয়ার্ডকে শক্তিশালী করার জন্য যেকোন Symbol সহ Alphabetic ও Numeric কি ব্যবহার করুন।
৬. কেনাকাটার ক্ষেত্রে অবশ্যই ক্রেডিট কার্ড ব্যবহার করুনঃ
যেহেতু কেনাকাটার ক্ষেত্রে ডেবিট এবং ক্রেডিট দুইটি কার্ডই ব্যবহৃত হয়। তাই আমি ব্যক্তিগতভাবে পরামর্শ দিব যে কেনাকাটার সময় ক্রেডিট কার্ড ব্যবহার করবেন। কেননা ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলতে হয় যেটা ডেবিটের ক্ষেত্রে প্রয়োজন হয় না। শুধুমাত্র ডেবিট কার্ডের পাসওয়ার্ড জানলে অনেকেই অনলাইনে শপিং করতে পারবে। তাই কেনাকাটার সময় ক্রেডিট কার্ড ব্যবহার করাই অধিকতর যুক্তিযুক্ত।
৭. কেনাকাটার সময় ফ্রি ইন্টারনেট কানেকশন ব্যবহার করা থেকে বিরত থাকুনঃ
হ্যাকাররা অধিকাংশ সময়ই ফ্রি ওয়াইফাই সুবিধা দিয়ে ব্যবহারকারীর গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেয়। তাই ই-কমার্স সাইটে কেনাকাটার সময় অবশ্যই ফ্রি ওয়াইফাই সুবিধা ব্যবহার করা থেকে বিরত থাকুন।
৮. কাজ শেষে লগ আউটঃ
আমরা অনেকেই কাজ শেষ হবার পর লগ আউট করতে ভুলে যাই। অথবা ইচ্ছে করেই লগ আউট করি না। বিশেষ করে মোবাইলে লগ আউট করি না বললেই চলে। কিন্তু একবার ভেবে দেখেছেন কি ই-কমার্স সাইটে ক্রেডিট কার্ডের তথ্যসহ লগইন করা অবস্থায় যদি আপনার মোবাইলটি চুরি হয়ে যায়? তাই আমি পরামর্শ দেব যে, অবশ্যই আপনি যে কোন সাইটে লগইন করার পর কাজ শেষে লগ আউট করে নিবেন। হোক সেটা ফেসবুক, টুইটার, গুগলপ্লাস অথবা কোন ই-কমার্স সাইট।
৯. লোভনীয় বিজ্ঞাপনে ক্লিক করা থেকে বিরত থাকুনঃ
অনেক সময়ই ই-কমার্স সাইটে লগইন করার পর পর লোভনীয় অফারসহ পপ-আপ বিজ্ঞাপন প্রদর্শণ করে। আপনি ভুলেও এই সমস্ত বিজ্ঞাপনে ক্লিক করবেন না। এক্ষেত্রে ক্লিক করার পরপরই আপনার সকল তথ্য হ্যাকারদের হাতে চলে যেতে পারে।
১০. ফ্রি নয় ভাল মানের পেইড এন্টিভাইরাস ব্যবহার করুনঃ
আমরা অনেকেই খরচের কথা চিন্তা করে ভাল মানের এন্টিভাইরাস সফ্টওয়্যার ব্যবহার করি না। কিন্তু যখন ঝামেলায় পড়ি তখন ঠিকই উপলব্ধি করি। তাই আমাদের উচিত কিছু টাকা খরচ হলেও ভাল মানের এন্টিভাইরাস সফ্টওয়্যার ব্যবহার করা।
এছাড়াও ই-কমার্স সাইটে কেনাকাটার সময় নিম্নোক্ত বিষয়গুলো গুরুত্বের সাথে যাচাই করুন
- সাইটটির URLটি https দিয়ে শুরু কিনা।
- সোশ্যাল মিডিয়ায় তাদের কোন শক্তিশালী গ্রুপ বা পেইজ আছে কিনা।
- পেইজে লাইকের সংখ্যা ও গ্রুপের সংখ্যা কেমন।
- নির্দিষ্ট কোন অফিসের ঠিকানা আছে কিনা তা যাচাই করে দেখতে পারেন।
আমার বিশ্বাস উপরের পরমর্শগুলো আপনাদের অনলাইন কেনাকাটায় খরচ বাঁচাতে এবং কেনাকাটা আরো বেশি স্বাচ্ছন্দময় করতে সহায়ক হবে। আপনাদের সহজ ও স্বাচ্ছন্দময় জীবনই আমাদের প্রত্যাশা।
Thanks for you good job. go ahead.
Welcome,
Plz stay with us..