ওয়ালটন প্রিমো এইচ৮: ৭ হাজার টাকায় ৩ জিবি র্যামের ৪জি ফোন!

টিআইবিঃ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ওয়ালটন বাংলাদেশ লিমিটেড বাজারে এনেছে ৩ গিগাবাইট (জিবি) র্যামের নতুন একটি ফোরজি স্মার্টফোন। ‘প্রিমো এইচএইট’ নামের এ হ্যান্ডসেটের রেগুলার মূল্য ৭ হাজার ৯৯৯ টাকা। তবে ওয়ালটন ই-প্লাজা থেকে ১ হাজার টাকা ছাড়ে ৬ হাজার ৯৯৯ টাকায় ডিভাইসটি কেনা যাচ্ছে।
টেকনো ইনফো বিডি‘র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ টেকনো ইনফো বিডি তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
ওয়ালটন সেলুলার ফোন বিক্রয় বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, শুধু অনলাইন থেকে কেনার ক্ষেত্রে ১ হাজার টাকা মূল্যছাড় পাওয়া যাবে। গতকাল থেকে শুরু হওয়া এ অফার ৩১ মার্চ পর্যন্ত চলবে। গ্রাহকরা এখানে ক্লিক করে ওয়েবসাইট থেকে ফোনটির ক্রয়াদেশ দিতে পারবেন। ক্রয়াদেশ দেয়ার ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ডিভাইসটি পৌঁছে দেয়া হবে। এছাড়া সংশ্লিষ্ট প্লাজার ১০ কিলোমিটারের মধ্যে থাকছে ফ্রি সরবরাহের সুবিধা।
ওয়ালটন সূত্রমতে, অ্যান্ড্রয়েড ৮.১ ওরিওচালিত ওয়ালটনের নতুন এ ফোনে ১৪৪০–৭২০ পিক্সেল রেজল্যুশনের ৫ দশমিক ৪৫ ইঞ্চি আইপিএস ফুলভিউ ডিসপ্লে রয়েছে। এর ডিসপ্লে রেশিও ১৮:৯। ডিসপ্লে সুরক্ষায় আছে ২.৫ডি কার্ভড গ্লাস। ১ দশমিক ২৮ গিগাহার্টজ গতির কোয়াড-কোর প্রসেসর সংবলিত ৩ জিবি ডিডিআরথ্রি র্যামের এ স্মার্টফোনে ১৬ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা মিলবে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ৬৪ গিগাবাইট পর্যন্ত বর্ধিত করা যাবে। এতে এলইডি ফ্ল্যাশযুক্ত ৮ মেগাপিক্সেলের রিয়ার ও ৮ মেগাপিক্সেল ওমনিভিশন ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। ডিভাইসটির ৩২০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি দীর্ঘসময় পাওয়ার ব্যাকআপ দেবে।
দেশে তৈরি এ স্মার্টফোনে রয়েছে বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধা। কেনার ৩০ দিনের মধ্যে ত্রুটি ধরা পড়লে ফোনটি পাল্টে ক্রেতাকে নতুন আরেকটি ফোন দেয়া হবে। এছাড়া ১০১ দিনের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে ৪৮ ঘণ্টার মধ্যে বিক্রয়োত্তর সেবা মিলবে। পাশাপাশি স্মার্টফোনে এক বছর এবং ব্যাটারি ও চার্জারে ছয় মাসের বিক্রয়োত্তর সেবা তো থাকছেই।
এক নজরে ওয়ালটন প্রিমো এইচ৮
- অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও
- ডিসপ্লে: ৫.৪৫ ইঞ্চি আইপিএস ফুলভিউ ডিসপ্লে
- রেজল্যুশনের: ১৪৪০–৭২০ পিক্সেল
- প্রসেসর: ১.২৮ গিগাহার্টজ কোয়াড-কোর প্রসেসর
- র্যাম: ৩ জিবি ডিডিআরথ্রি র্যাম
- রম: ১৬ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ
- ক্যামেরা: ৮ মেগাপিক্সেল রিয়ার ও ফ্রন্ট ক্যামেরা
- ব্যাটারি: ৩২০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার
- মূল্য: ৬,৯৯৯ টাকা।
ওয়ালটন প্রিমো এইচ৮ এর ফুল স্পেসিফিকেশন
Model | Walton Primo h8 |
Status | Available in online, Locally coming soon. |
Release Date | 26th March, 2019. |
Price in BDT | Online price: TK 6,999 Local price: TK 7,999 |
Display | 5.45” inches QVGA Display. |
Resolution | 720 x 1440 pixels |
Dimension | 125 X 52 X 14.5 mm |
Internal Memory | 3GB RAM + 16 MB ROM |
Micro SD Memory | Up to 64 GB |
Camera | 8 Megapixel rear and front facing camera. |
Torchlight | Yes (Flashlight). |
SIM | Dual SIM (G+G), Dual Standby. |
Internet service | GPRS |
Language | English. |
Battery | 3200 mAh Li-ion Battery. |
Battery Stand-by* | 350 Hours (*Depends on phone setting, network). |
Battery Talk Time* | 16 Hours (*Depends on phone setting, network). |
Multimedia | MP3, MP4, 3GP Player, Wired FM, Sound Recorder, Video Recorder. |
Infrared | No. |
USB Mass Storage | Yes. |
USB Modem | No. |
Bluetooth | Yes. |
Security | Blacklist, Whitelist, Privacy Lock & Phone Lock. |
Features | Built-in Facebook and Opera Mini APP, Torch Light, Wireless FM, Keypad Notification Light, Torchlight Notification, Internet Service, Power Saving Mode, Auto Call Recorder, etc. |