বিশ্বের প্রথম ফুল বেজেল লেস স্মার্টফোন ভিভো অ্যাপেক্স

টেকনো ইনফোঃ আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন? আজ দারুন একটি পোস্ট শেয়ার করবো যা আপনাদের মনকে ভালো করে দেবে। ২০১৮ সালের মোবাইল কংগ্রেসে ভিভো নিজেদের অ্যাপেক্স ফোনটি দুনিয়ার সামনে এনে টেক দুনিয়াকে চমকে দিয়েছিল চীনের এই মোবাইল প্রস্তুতকারক সংস্থা। বিশ্বের প্রথম সম্পূর্ণ বেজেল লেস এই ফোন বানিয়ে বড় ব্যান্ডগুলিকে ধাক্কা দিয়েছিল ভিভো। এই ফোনের উপরে নেই বাকি ফোনগুলির মতো একটি কুৎসিত কালো নচ। এবার ভিভো এই ফোনের লঞ্চ ডেট জানিয়ে দিল।
আগামি ১২ জুন সাংহাইতে এই লঞ্চ ইভেন্টে এই ফোনটি লঞ্চ করবে ভিভো। চীনে ইতিমধ্যেই এই ফোনের বিজ্ঞাপন দেওয়া শুরু হয়ে গিয়েছে। আর সেখানে দেখা যাচ্ছে এই ফোনের ডিসপ্লের চারপাশে নেই কোনো বেজেল।
সামনে থেকে গোটা ফোনটি জুড়েই থাকবে শুধুই ডিসপ্লে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও ৯৮% শতাংশ। যা নিঃসন্দেহে এক রেকর্ড। তবে এই ফোনের ৮ মেগাপিক্সেল ক্যামেরাটি রয়েছে ফোনের ভিতরে। প্রয়োজন মতো বেরিয়ে আসবে সেই ক্যামেরা। ফোনের উপরে ক্যামেরাটি বেড়িয়ে আসতে সময় লাগবে ০.৮ সেকেন্ড।
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
এই ফোনের আরও এক অকর্ষনীয় ফিচার ডিসপ্লের নীচে থাকা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ডিসপ্লের নীচের দিকের ৫০% জায়গাতে ডিসপ্লের তলায় থাকবে এই ফোনের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি। এর ফলে ডিসপ্লের উপরে আঙুল রাখলেই আনলক হয়ে যাবে নতুন ভিভো অ্যাপেক্স (Vivo Apex)।
এছাড়াও এই ফোনে রয়েছে সাউন্ড কাস্টিং টেকনোলজি। এর মাধ্যমে কোন স্পিকার ছাড়াও ফোনের ভাইব্রেশানের মাধ্যমে গ্রাহকরা ভয়েস কলের কথা শুনতে পারবেন। আশা করা হচ্ছে ফোনের ভিতরে থাকবে টপ অফ থে লাইন সব হার্ডওয়ার। লেটেস্ট প্রসেসার ও র্যাম। আর ফোনের পিছনে থাকবে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সহ রিয়ার ডুয়াল ক্যামেরা।
এক নজরে ভিভো অ্যাপেক্স
১) ৫.৯৯ ইঞ্চি এইচডি ডিসপ্লে
২) অক্টা কোর প্রসেসর
৩) ৪ জিবি র্যাম
৪) ৬৪ জিবি স্টোরেজ
৫) ১২ ও ৮ মেগাপিক্সেল ডুয়াল রেয়ার ক্যামেরা
৬) ৩০০০ mAh ব্যাটারি
৭) অ্যান্ড্রয়েড ৮.১।
ভিভো অ্যাপেক্স এর স্পেসিফিকেশন
GENERAL | |
---|---|
Operating System | Android OS, v8.1 (Oreo) |
Device type | Phablet |
DISPLAY | |
Screen size | 5.99 inches |
Form Factor | Touch |
Screen resolution | 1080 x 2160 pixels |
Touchscreen | Capacitive Touchscreen |
PROCESSOR | |
CPU | Octa Core |
GPU | Adreno |
Chipset | Qualcomm Snapdragon 845 |
STORAGE | |
Internal Storage | 64 GB Storage |
RAM | 4 GB RAM |
External Storage | Up to 256 GB |
Card Slot | microSD Card |
CAMERA | |
Primary camera | 12 MP + 8 MP Dual Camera |
Front Camera | 8 MP Camera |
BATTERY | |
Type | Non-removable Li-Ion 3000 mAh battery |
CONNECTIVITY | |
WLAN | Wi-Fi 802.11 a/b/g/n/ac, dual-band, WiFi Direct, hotspot |
Bluetooth | v5.0 |
USB | microUSB v2.0, USB OTG |
NETWORK | |
3G | HSDPA 850 / 900 / 1900 / 2100 MHz |
2G | GSM 850 / 900 / 1800 / 1900 MHz |
4G | VoLTE |
MORE FEATURES | |
Sensors | In-Display Fingerprint sensor, Quick Charging |
সূত্রঃ ইন্টারনেট