দিল্লীতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক কর্মকর্তার মৃত্যু

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) মিরপুর শাখার ম্যানেজার অপারেশন্স ও দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি ও পলিটিক্যাল সেলের সম্পাদক ফারাজী আজমল হোসেনের স্ত্রী জিন্নাতুন বাকিয়া ভারতের দিল্লীর এ্যাপলো হসপিটালে শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ৮ টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্বামী, মেয়ে দ্বৈতাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
গত ২২ অক্টোবর অ্যাপলো হসপিটালে জিন্নাতুন বাকিয়ার শরীরের কিডনি প্রতিস্থাপন করা হয়। ২৮ অক্টোবর হাসপাতাল থেকে ছাড়পত্র নেওয়া হয়। দিল্লীতে অবস্থান করা অবস্থায় তার শরীর জ্বর দেখা যায়। এরপর তাকে আবারও অ্যাপলো হসপিটালে ভর্তি করা হয়। পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। শুক্রবার রাত সাড়ে ৮ টায় হাসপাতালের আইসিইউতে ইন্তেকাল করেন।
পারিবারিক সূত্র জানায়, জিন্নাতুন বাকিয়া ছবির লাশ দিল্লী থেকে বিমানযোগে কলকাতায় আনা হবে। সড়কপথে বেনাপোল দিয়ে লাশ এনে যশোরের অভয়নগর উপজেলার একতারপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।