ইউসিবি নিয়ে এলো ইউক্লিকসেবা

বাংলাদেশ ব্যাংকের ই-কেওয়াইসি নীতিমালা অনুসারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) নিয়ে এলো ডিজিটাল কাস্টমার অনবোর্ডিং ইউক্লিকসেবা।
এ উদ্যোগের ফলে গ্রাহকরা ঘরে বসেই তাদের চাহিদা ও প্রয়োজন সহজেই পূরণ করতে পারবে বলে আশা করছে ইউসিবি।
ইউক্লিকের মাধ্যমে ১৮ বছর বা তদূর্ধ্ব বাংলাদেশি নাগরিক তার বৈধ জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে যেকোনো সময় এবং যেকোনো স্থান থেকে অল্প সময়ে ও সহজেই ইউসিবিতে হিসাব খুলতে পারবেন। ব্র্যাঞ্চে না এসে শুধু ইউক্লিকের মাধ্যমে একজন গ্রাহক অ্যাকাউন্ট খুলতে পারবেন।
ইউক্লিক অ্যাপ দিয়ে হিসাব খুলুন
https://youtu.be/Yvtqf6dGXqQ
আরও পড়ুনঃ
– বাংলাদেশ ব্যাংকে আইটি বিপর্যয়, আন্তঃব্যাংক চেক লেনদেন ও ইএফটি বন্ধ
– লকডাউনে ব্যাংক লেনদেনের হালচাল