মাস্টার্স পাশে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ক্যাশ নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক

ট্রাস্ট ব্যাংক লিমিটেড বাংলাদেশের সেনা কল্যাণ সংস্থা (আর্মি ওয়েল ফেয়ার ট্রাস্ট) কর্তৃক পরিচালিত একটি ব্যাংক যা বেসরকারী মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটিতে “ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ক্যাশ অফিসার” পদে নিয়োগ দেওয়া হবে। উল্লেখিত পদে জনবল নিয়োগের লক্ষ্যে সংশ্লিষ্ট পদের যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ক্যাশ অফিসার পদে আগামী ২২ ফেব্রুয়ারি, ২০২৩ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
টেকনো ইনফো বিডি‘র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ টেকনো ইনফো বিডি তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
ব্যাংকের নাম:
– ট্রাস্ট ব্যাংক লিমিটেড
পদের নাম:
– ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ক্যাশ অফিসার
পদ সংখ্যা:
– নির্ধারিত নয়৷
শিক্ষাগত যোগ্যতা:
– এসএসসি ও এইচএসসি: মিনিমাম জিপিএ ৫.০০ এর মধ্যে ৩.০০ থাকতে হবে।
– O লেভেল এবং A লেভেল: মিনিমাম জিপিএ ৫.০০ এর মধ্যে ৩.০০ থাকতে হবে (Average CGPA of top 5 subjects in O Level and 2 subjects in A Level will be considered) ক্যালকুলেশন অফ সিজিপিএ- A=5, B=4, C=3, D=2, E=1।
– যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় (ইউজিসি অনুমোদিত) থেকে স্নাতক ও স্নাতকোত্তর। সিজিপিএ ৪.০০ এর মধ্যে ২.৫০ অথবা ৬০% নম্বর থাকতে হবে।
– শুধুমাত্র প্রকাশিত একাডেমিক ফলাফল গ্রহণযোগ্য।
অভিজ্ঞতা:
– প্রয়োজন নেই।
চাকরির ধরণ:
– ফুল টাইম ও স্থায়ী।
প্রার্থীর ধরণ:
– নারী পুরুষ উভয়েই৷
বয়স সীমা (৩০ জুন, ২০২৩ তারিখে):
– সর্বোচ্চ ৩০ বছর।
কর্মক্ষেত্র:
– অফিসে।
কর্মস্থল:
– চট্টগ্রাম ও সিলেট
বেতন ও ভাতা:
– ব্যাংকের নিয়ম অনুসারে আকর্ষনীয় ভাতা এবং তৎসহ সকল সুযোগ ও সুবিধা প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া:
– বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
– অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে।
– সরাসরি আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন
আরও চাকরি:
– অভিজ্ঞতা ছাড়াই ম্যানেজমেন্ট ট্রেইনি নিয়োগ দেবে প্রাণ-আরএফএল গ্রুপ
– সমন্বিত ৩ ব্যাংকে সিনিয়র অফিসার নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক, পদ ১৫৬ টি
– ইস্টার্ন ব্যাংক ট্রেইনি রিলেশনশিপ অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ২৮ হাজার
আবেদনের শেষ তারিখ:
– ২২ ফেব্রুয়ারি, ২০২৩।
সোর্সঃ ট্রাস্ট ব্যাংক লিমিটেড।
৩ Comments