তার ছাড়াই মোবাইল থেকে ছবি, ভিডিও পিসিতে স্থানান্তর করবেন যেভাবে?

টিআইবিঃ মোবাইলে তোলা ছবি ডেস্কটপে নিতে ঝামেলায় পড়েন অনেকেই। ডাটা ক্যাবল দিয়ে ফোন পিসির সঙ্গে সংযোগ করতে হয়। তার ছাড়াও অবশ্য কাজটি করা যাবে। এটি যে খুব বেশি জটিল তা নয়। বরং সুবিধাই বেশি। বাসা বা অফিসের দুই জায়গাতে ক্যাবল রাখতে হবে না কিংবা সব সময় ক্যাবল বয়ে বেড়াতেও হবে না।তারের ঝামেলা ছাড়া সহজেই মোবাইলের থাকা ছবি বা ভিডিও কম্পিউটারে নেওয়া যাবে শুধু কিছু কৌশল জানা থাকলে।

তার ছাড়াই মোবাইলের ছবি, ভিডিও পিসিতে স্থানান্তর করবেন যেভাবে?

  • প্রথমে আপনার ফোনে Photos Companion নামের অ্যাপ ইনস্টল করতে হবে। অ্যান্ড্রয়েডআইওএস উভয় স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে।
  • তারপর আপনার কম্পিউটার এবং মোবাইল একই ইন্টারনেট নেটওয়ার্কে সংযোগ করতে হবে।
  • এরপর উইন্ডোজ ১০ ওএস চালিত কম্পিউটারে থাকা Photos অ্যাপটি চালু করতে হবে।
  • তারপর Photos অ্যাপের উপরের তিনটি ডট বাটনে ক্লিক করে settings-এ যেতে হবে।
    তখন নতুন একটি পেইজ দেখা যাবে। সেখান থেকে Help Microsoft test the mobile import over WiFi feature অপশনটি অন করে Photos অ্যাপটি রিস্টার্ট করতে হবে।
  • তারপর অ্যাপটির উপরে ডান পাশে থাকা Import অপশনটি ক্লিক করে ড্রপ-ড্রাউন থেকে From mobile over WiFi অপশনে ক্লিক করলে পপআপে একটি কিউআর কোড স্ক্যান করার জন্য বলা হবে।
  • তারপর ফোনে থাকা Photos Companion চালু করে send photos অপশনে ক্লিক করতে হবে।
  • পরের ধাপে কম্পিউটার থাকা কিউআর কোডটি Photos Companion দ্বারা স্ক্যান করতে হবে।
  • এরপর ‌‌‌যেসব ছবি বা ভিডিও মোবাইল থেকে কম্পিউটারে পাঠাবেন সেগুলো সিলেক্ট করে Done বাটনে ক্লিক করতে হবে।
  • তাহলে নির্বাচিত ছবিগুলো কম্পিউটারে চলে যাবে।

Leave a Reply

Back to top button