বাফেডার নতুন চেয়ারম্যান সোনালী ব্যাংকের সিইও

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস্ অ্যাসোসিয়েশনের (বাফেডা) দুই বছর মেয়াদি (২০২১-২২) নির্বাহী কমিটির নির্বাচন গতকাল ভার্চুয়াল মিটিংয়ে অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মতিক্রমে সোনালী ব্যাংক লিমিটেডের সিইও এবং ব্যাবস্থপনা পরিচালক মো. আতাউর রহমান প্রধান চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থপনা পরিচালক এবং সিইও ড. মোহাম্মদ হায়দার আলী মিঞা ভাইস চেয়ারম্যান এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থপনা পরিচালক এবং সিইও মো. মাহবুব উল আলম কোষাধ্যাক্ষ নির্বাচিত হয়েছেন।
সাফল্যের নতুন উচ্চতায় ইসলামী ব্যাংক
নির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন- রূপালী ব্যাংকের ব্যবস্থপনা পরিচালক এবং সিইও মো. ওবায়েদউল্লাহ্ আল মাসুদ, অগ্রণী ব্যংকের ব্যাবস্থপনা পরিচালক এবং সিইও মোহাম্মদ সামস্ উল ইসলাম, জনাতা ব্যাংকের সিইও ব্যবস্থপনা পরিচালক মো. আব্দুস ছালাম আজাদ, স্টার্ন্ডার্ড চাটার্ড ব্যাংকের সিইও নাসের এজাজ বিজয়, বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থপনা পরিচালক মো. আলী হোসেন প্রধানীয়া এবং মধুমিতি ব্যাংকের ব্যবস্থপনা পরিচালক এবং সিইও মো. সফিউল আজম।
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ টেকনো ইনফো বিডি এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |