নীতিমালা
টেকনো ইনফো বিডিতে পোস্ট ও মন্তব্য করার পূর্বে অবশ্যই নিচের ব্যাংক বার্তা নীতিমালা মেনে চলুন। টেকনো ইনফো বিডিতে নিবন্ধন ও মন্তব্য করলে ধরে নেওয়া হবে তিনি ‘টেকনো ইনফো বিডি নীতিমালা’ পড়ে, বুঝে তাতে সম্মতি করেছেন। আপনার প্রকাশিত পোস্ট ও মন্তব্যের আইনগত বা অন্য কোনো দায়দায়িত্ব টেকনো ইনফো বিডি বহন করবে না।
ক। পোস্ট সংক্রান্তঃ
১। পোস্টের ভাষা অবশ্যই বাংলায় হতে হবে এবং তা কমপক্ষে পোস্টের তিন-চতুর্থাংশ। বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত শব্দগুলো ইংরেজী, গ্রীক ও ল্যাটিন অক্ষরে ব্যবহার লেখা যাবে। কোনভাবেই ইংরেজী বাংলা মিশ্রিত করে কিংবা অনর্থক বাংলা শব্দের বিকৃতি করে এবং আঞ্চলিক শব্দ ব্যবহার করে কোনো পোস্ট করা যাবে না।
২। ছোট পোস্ট গ্রহণযোগ্য নয় (আদর্শ ১২০ শব্দের) এবং পোস্ট এর মাঝে শুধু মাত্র মিডিয়া ফায়ার অথবা সরাসরি ডাউনলোড লিংক ব্যবহার না করে নিজের সাইটের পাবলিসিটি করবেন না।
৩। অতিরিক্ত বিভাগ দেয়া যাবে না (আদর্শ ১ টি)।
৪। পোস্টের মাঝে অবশ্যই ট্যাগ ব্যবহার করুন (আদর্শ ৩ টি)।
৫। পোস্ট এর মাঝে অবশ্যই ফিচার ইমেজ যুক্ত করুন।
৬। পর্যাপ্ত ছবি দিয়ে পোস্ট লিখুন।
৭। পোস্ট টাইটেল সর্বোচ্চ ২০ শব্দের এবং সর্বনিম্ন ৩ শব্দের হতে হবে
৮। adf.ly, tinyurl, PTC, ভুয়া অনলাইন ইনকাম, একাধিক বার বিজ্ঞাপন, কপি পেস্ট পোস্ট করলে আপনাকে ব্যাংক বার্তা থেকে সাথে সাথে ব্যান/বাতিল করা হবে।
৯। শুধু মাত্র তথ্য প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরি বিষয়ক পোস্ট লিখুন।
১০। সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক ইত্যাদি নিয়ে অথবা কিংবা এই সকল ঘটনা প্রবাহকে ইঙ্গিত করে পোস্ট করা যাবে না।
খ। হ্যাকিং ও ক্র্যাকিং সংক্রান্তঃ
হ্যাকিং, ক্র্যাকিং, ফিশিং, সাইবার ক্রাইম ইত্যাদি বিষয়ে পোস্ট করা যাবে। এক্ষেত্রে তথ্যসমূহ স্বতন্ত্র হতে হবে এবং তা কোন সাইট বা নির্দিষ্ট গোষ্ঠি কেন্দ্রিক হতে পারবে না।
গ। লিঙ্ক সংক্রান্তঃ
পোস্টে অর্ধেক তথ্য দিয়ে বাকি অর্ধেক পড়তে অন্য কোন সাইট অথবা ব্লগের লিঙ্ক দেওয়া যাবেনা। অবশ্যই পোস্ট সম্পূর্ণ করতে হবে এবং প্রয়োজনে তথ্যসূত্র উল্লেখ করা যাবে। রেভিনিউ বা পয়েন্ট বাড়ানোর উদ্দেশ্য কোন প্রকার এফিলিয়েট ফাইল হোস্টের লিঙ্ক, এফিলিয়েট ফাইল হোস্টের লিঙ্ক দিয়ে করা সর্ট লিঙ্ক ব্যবহার করা যাবেনা।
ঘ। কপি পেস্ট সংক্রান্তঃ
১। নিজের লেখা নয় এরকম অন্যের মানসম্মত লেখা হুবহু কপি পেস্ট করে টিউন করা যাবে। এক্ষেত্রে অবশ্যই প্রকৃত লেখকের নাম ও প্রকাশের সূত্র কিংবা লিঙ্ক উল্লেখ করতে হবে।
২। অনৈতিক, অশ্লীল ও কপিরাইট আইন ভঙ্গ করে এমন কোনো ছবি ও তথ্য প্রকাশ করা যাবে না।
ঙ। মন্তব্য সংক্রান্তঃ
১। অশ্লীল, কুরুচিপূর্ণ, অপমানজনক, উস্কানিমূশক কিংবা আপত্তিকর অশালীল ইঙ্গিতপূর্ণ কোন শব্দ বা বাক্য ব্যবহার করা যাবেনা। কাউকে ব্যক্তিগতভাবে আক্রমন করা যাবেনা।
২। মন্তব্যে সরাসরি ক্র্যাক, সিরিয়াল ও কীজেন ইত্যাদির লিঙ্ক ও টেক্স ফাইল প্রকাশ করা যাবে না।
৩। বিজ্ঞাপনী উদ্দেশ্যে কোন সাইটের লিঙ্ক দেওয়া যাবে না। কোনো সাইটের সহজতর ব্যবহার কিংবা কৌশলসমূহ নিয়ে টিউন করা যাবে কিন্তু সাইটের বিবরণ দিয়ে বিজ্ঞাপনের উদ্দেশ্যে পোস্ট করা যাবেনা।
চ। আইডি ও নাম সংক্রান্তঃ
১। সামাজিক, রাজনৈতিক কিংবা ধর্মীয় শ্রদ্ধেয় ব্যক্তি বা গোষ্ঠিকে ব্যঙ্গ করে আইডি ও নাম তৈরি করা যাবেনা।
২। ছদ্মনাম ব্যবহার করা যাবে। এক্ষেত্রে অন্য টিউনারকে হেয় করে কিংবা সামাজিক ও সাংস্কৃতিকভাবে দৃষ্টিকটূ এমন কোনো টিউনার আইডি ও নাম ব্যবহার করা যাবে না।
ছ। সিদ্ধান্ত সংক্রান্তঃ
১। প্রযুক্তির ক্রমবিকাশের সাথে সাথে টেকনো ইনফো বিডির বিধিও পরিবর্তনশীল। প্রয়োজন অনুযায়ী টেকনো ইনফো বিডি নীতিমালা পরিবর্তন হতে পারে। তবে বড় ধরনের পরিবর্তন হলে তা পূর্বেই ঘোষণা দিয়ে জানিয়ে দেওয়া হবে।
২। কোনরূপ কারণ দর্শানো ব্যতিরেকে টেকনো ইনফো বিডি কর্তৃপক্ষ যে কোনো পোস্ট, আইডি ও মন্তব্য যেকোনো সময় অপসারণ করার ক্ষমতা রাখে।