সারাদেশে সাব ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ দেবে পদ্মা ব্যাংক

পদ্মা ব্যাংক লিমিটেড (Padma Bank Limited) বাংলাদেশের ৪র্থ প্রজন্মের একটি তফসিলি বাণিজ্যিক ব্যাংক। সম্প্রতি ব্যাংকটি “সাব ব্রাঞ্চ ম্যানেজার” পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ০২ জুন, ২০২২ পর্যন্ত আবেদন করতে পারবেন।
ব্যাংকের নাম:
– পদ্মা ব্যাংক লিমিটেড
পদের নাম:
– সাব ব্রাঞ্চ ম্যানেজার
পদসংখ্যা:
– নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা:
– যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোন বিষয়ে স্নাতকোত্তর বা স্নাতক (৪ বছর) ডিগ্রি ধারী হতে হবে।
অভিজ্ঞতা:
– স্বনামধন্য বাণিজ্যিক ব্যাংকে ব্রাঞ্চ অপারেশন ম্যানেজার/ ডেপুটি ম্যানেজার বা জিবি ইন-চার্জ হিসাবে কমপক্ষে ০১ বছরের অভিজ্ঞতা সহ কমপক্ষে ০৪ বছরের ব্যাংকিং অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন:
– ফুল টাইম ও স্থায়ী।
কর্মক্ষেত্র:
– অফিসে।
অন্যান্য শর্তাবলী:
– উচ্চতর যোগ্য প্রার্থীদের জন্য প্রয়োজনীয়তা শিথিল হতে পারে।
– শক্তিশালী যোগাযোগ, বিশ্লেষণাত্মক, সমস্যা সমাধান ও সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা থাকতে হবে।
– চমৎকার আন্তঃ-ব্যক্তিগত এবং গ্রাহক সেবা দক্ষতা এবং নেতৃত্বের গুনাবলী থাকতে হবে।
– সকল ধরণের ব্যাংকিং লেনদেন প্রক্রিয়া এবং ব্যাংকিং পণ্যগুলোর পুঙ্খানুপুঙ্খভাবে বোঝা।
– ব্যাংকিং কার্যক্রম/ লেনদেন এবং এর প্রশমনে সংশ্লিষ্ট ঝুঁকি সম্পর্কে পরিষ্কার বোঝা।
– শক্তিশালী আইটি জ্ঞান এবং মাইক্রোসফ্ট ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্টের উপর ভাল কমান্ড থাকা।
– চাপের মধ্যে কাজ করার ক্ষমতা এবং ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করার ক্ষমতা থাকা।
– সেন্ট্রালাইজড প্রক্রিয়া এবং রিয়েল টাইম অন-লাইন ব্যাংকিং পরিবেশে কাজ করার অভিজ্ঞতা অগ্রাধিকারযোগ্য পাবে।
কর্মস্থল:
– বাংলাদেশের যেকোন স্থানে।
বেতন ও সুযোগ-সুবিধা:
– আকর্ষণীয় ও প্রতিযোগিতা মূলক বেতন এবং সুবিধা।
– ব্যাংকের নিয়ম ও পলিসি অনুযায়ী সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে।
আবেদনের প্রক্রিয়া:
– কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
– আগ্রহী প্রার্থীদেরকে তাদের সিভি সাম্প্রতিক ছবি (সফট/ স্ক্যানড কপি), যোগাযোগের বিবরণ এবং যথাযথ স্বাক্ষরিত কভার লেটার দিয়ে career@padmabankbd.com এ পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।
– প্রার্থীরা হার্ড কপি জিপিও বক্স ৬১০০, গুলশান -১, ঢাকায় পাঠাতে পারেন।
– প্রার্থীকে আবেদনের ক্ষেত্রে গ্রেড/ র্যাঙ্ক এবং পছন্দের লোকেশনের কথা উল্লেখ করতে হবে।
– ইমেইলেও সাবজেক্ট লাইনে তা উল্লেখ করতে হবে।
– অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ তারিখ:
– ০২ জুন, ২০২২।
আরও চাকরির খবর:
– সারাদেশে এমআইএস অফিসার নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক
– পদ্মা ব্যাংক রিলেশনশিপ ম্যানেজার নিয়োগ বিজ্ঞপ্তি
– পূবালী ব্যাংকে ক্যারিয়ার গড়ার সুযোগ, বেতন ৫৭ হাজার ৪৯০
সোর্সঃ বিডি জবস।