১৯ই জুলাই বাজারে আসছে নোকিয়া X6, জেনে নিন স্পেসিফিকেশন

টিআইবিঃ আসসালামু আলাইকুম। অনেক দিন ধরেই নোকিয়া এক্স ৬ এর গ্লোবাল লঞ্চ নিয়ে ইন্টারনেটে কানাঘুষো চলছে। অপেক্ষার অবসান ঘটিয়ে HMD গ্লোবাল আগামী 19 জুলাই হংকং এ লঞ্চ করবে নোকিয়া এক্স ৬। মে মাসে চিনে লঞ্চ হয়েছিল Nokia-র এই বাজেট ফোন। Nokia X6 এর ডিসপ্লের উপরে একটি কালো নচ ও ফেস আনলক ফিচার রয়েছে। Asus ZenFone Max Pro M1, Xiaomi Redmi Note 5 Pro এর মতো ফোনগুলিকে বাজারে দারুন প্রতিযোগিতার সামনে ফেলবে Nokia X6। গত মাসে ভারতের সাপোর্ট পেজে নোকিয়া এক্স ৬ ফোনটি দেখা গিয়েছিল।

হংকং এর এক মোবাইল ম্যাগাজিনে জানানো হয়েছে সেই দেশে Nokia 6.1 Plus নামে লঞ্চ হবে নোকিয়া এক্স ৬। নাম বদল হলেও ডিজাইন ও স্পেসিফিকেশানে কোন বদল হবে না বলে জানা গিয়েছে। অর্থাৎ নতুন এই মডেলে থাকবে 5.8 ইঞ্চির FHD ডিসপ্লে + 1080×2280 পিক্সাল রেজিলিউশান আর এই ডিভাইসে 2.5D কার্ভড গ্লাস ডিসপ্লে আর গোরিলা গ্লাস 3 এর প্রোটেকশান সঙ্গে Snapdragon 636 চিপসেট দেওয়া হয়েছে। তবে শোনা যাচ্ছে নতুন নামে Android One প্রজেক্টের অধীনে এই ফোন লঞ্চ হবে। সেই ক্ষেত্রে এই ফোনে স্টক Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম দেখা যাবে। চিনে এই ফোনে Android 8.1 Oreo এর কাস্টম ইন্টারফেস চলে। তবে হংকং ছাড়া অন্য কোন দেশে এই ফোন লঞ্চ হবে কী না সেই বিষয়ে কিছু জানা যায়নি।

ডুয়াল সিম নোকিয়া এক্স ৬ এ প্রিলোডেড থাকবে লেটেস্ট Android Oreo 8.1। এছাড়াও নোকিয়ার নতুন এই ফোনে থাকবে 5.8 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এছাড়াও ফোনের ভিতরে আছে Snapdragon 636 প্রসেসার সাথে আছে 4/6GB RAM।

নোকিয়ার লেটেস্ট এই স্মার্টফোনে আছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এর প্রাইমারী সেন্সারটি 16MP আর রয়েছে 5MP সেকেন্ডারি সেন্সার। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে এই ক্যামেরায় তোলা ছবির কোয়ালিটি আরও ভালো করে দেবে ফোনের সফটওয়ার। এছাড়াও এই ফোনের রিয়ার ক্যামেরাতে রয়েছে HDR সাপোর্ট। ফোনের সামনে রয়েছে একটি 16MP ফ্রন্ট ক্যামেরা। এছাড়াও নোকিয়া এক্স ৬ এ রয়েছে ফেস আনলক ফিচার।

নোকিয়া এক্স ৬ এর ব্যাটারির ক্ষমতা 3060mAh। Quick Charge 3.0 টেকনোলজির মাধ্যমে খুব জলদি চার্জ হয়ে যাবে এই ফোন। এছাড়াও নোকিয়া এক্স ৬ এ রয়েছে হেডফোন জ্যাক আর USB Type-C পোর্ট।

https://youtu.be/1WgOXAKkBI0

নোকিয়া এক্স ৬ এর স্পেসিফিকেশন

NETWORK
Technology GSM / CDMA / HSPA / LTE
2G bands GSM 850 / 900 / 1800 / 1900 – SIM 1 & SIM 2
CDMA 800 & TD-SCDMA
3G bands HSDPA 850 / 900 / 1900 / 2100
4G bands LTE
Speed HSPA 42.2/5.76 Mbps, LTE Cat4 150/50 Mbps
GPRS Yes
EDGE Yes
BODY
Dimensions 147.2 x 71 x 8 mm (5.80 x 2.80 x 0.31 in)
Weight 153 g (5.40 oz)
Build Front/rear glass, aluminum frame
SIM Hybrid Dual SIM (Nano-SIM, dual stand-by)
DISPLAY
Type IPS LCD capacitive touchscreen, 16M colors
Size 5.8 inches, 84.0 cm2 (~80.3% screen-to-body ratio)
Resolution 1080 x 2280 pixels, 19:9 ratio (~435 ppi density)
Multitouch Yes
Protection Corning Gorilla Glass 3
PLATFORM
OS Android 8.1 (Oreo)
Chipset Qualcomm SDM636 Snapdragon 636
CPU Octa-core 1.8 GHz Kryo 260
GPU Adreno 509
STORAGE
Card slot microSD, up to 256 GB (uses SIM 2 slot)
Internal 64 GB, 4/6 GB RAM or 32 GB, 4 GB RAM
CAMERA
Primary Dual: 16 MP (f/2.0, 1.0µm, PDAF, giro-EIS) + 5 MP (f/2.2, 1.2µm, no AF, depth sensor), dual-LED dual-tone flash
Features Geo-tagging, touch focus, face detection, panorama, HDR
Video 1080p@30fps
Secondary 16 MP (f/2.0, 1.0µm)
SOUND
Alert types Vibration; MP3, WAV ringtones
Loudspeaker Yes
3.5mm jack Yes
– Active noise cancellation with dedicated mic
CONNECTIVITY
WLAN Wi-Fi 802.11 a/b/g/n/ac, dual-band, WiFi Direct, hotspot
Bluetooth 5.0, A2DP, LE
GPS Yes, with A-GPS, GLONASS, BDS
Radio No
USB 2.0, Type-C 1.0 reversible connector, USB On-The-Go
BATTERY
Non-removable Li-Ion 3060 mAh battery
COLORS & PRICE
Colors Black, Blue, White
Price About 250 EUR
OTHERS FEATURES
Sensors Fingerprint (rear-mounted), accelerometer, gyro, proximity, compass
Messaging SMS(threaded view), MMS, Email, Push Email, IM
Browser HTML5
– Fast battery charging (Quick Charge 3.0)
– MP4/H.264 player
– MP3/WAV/eAAC+/FLAC player
– Photo/video editor
– Document viewer

সূত্রঃ ইন্টারনেট

Leave a Reply