নোকিয়া ৬.১ প্লাস এর স্পেসিফিকেশন ও দাম

টিআইবিঃ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নোকিয়া এক্স ৬ এর গ্লোবাল সংস্করণ নোকিয়া ৬.১ প্লাস নামে অ্যান্ড্রয়েড ওয়ান ফোন হংকংয়ে উন্মুক্ত করেছে এইচএমডি গ্লোবাল। আগামী ২৪ জুলাই থেকে হংকংয়ে এই ফোন বিক্রি শুরু হবে। তবে অন্য দেশে বিশেষ করে ভারতে এই ফোন কবে উন্মুক্ত তা জানা যায়নি।
টেকনো ইনফো বিডি‘র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ টেকনো ইনফো বিডি তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
নোকিয়া ৬.১ প্লাস ফোনটিতে স্ন্যাপড্রাগন ৬৩৬ অক্টাকোর প্রসেসর, ৪ জিবি র্যাম, ৬৪ জিবি রম, ডুয়াল ক্যামেরা, ৫.৮ ইঞ্চির ডিসপ্লে এবং ৩০৬০ এমএএইচ ব্যাটারি রয়েছে।
নোকিয়া ৬.১ প্লাস স্ক্রিনের মাথায় ‘নচ’, ওয়াইডস্ক্রিন ডিসপ্লে (১৯:৯) এবং ফুল এইচডি-র থেকেও বেশি পিক্সেল (২২৮০ x ১০৮০)। নতুন প্রসেসর স্ন্যাপড্রাগন ৬৩৬ যা সাধারণ ব্যবহারকারীদের জন্যে যথেষ্ট। ৪ জিবি র্যাম সঙ্গে থাকায় অনেকগুলো অ্যাপ্লিকেশন, গেম খুললেও কোনো ল্যাগ বা স্লো হবার সম্ভাবনা নেই।
ক্যামেরার দিক থেকেও নতুন বৈশিষ্ট্য হাজির করেছে নোকিয়া ৬.১ প্লাস, পিছনে ডুয়াল ক্যামেরা। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে এই ক্যামেরায় তোলা ছবির কোয়ালিটি আরও ভালো করে দেবে ফোনের সফটওয়্যার। এ ছাড়াও এই ফোনের রিয়ার ক্যামেরাতে রয়েছে এইচডিআর সাপোর্ট। ফোনের সামনে রয়েছে একটি ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যার অ্যাপারচার ২.০, ১ মাইক্রনের সেন্সর, ফলে কম আলোতেও ভালো ছবি তোলা যাবে। এছাড়াও নোকিয়া ৬.১ প্লাসে এ রয়েছে ফেস আনলক ফিচার।
নোকিয়া ৬.১ প্লাসের ৬৪ জিবির স্টোরেজ বাড়ানো যাবে ৪০০জিবি পর্যন্ত। অ্যান্ড্রয়েড ওয়ান-এর অন্তর্গত হওয়ায় গুগলের তরফ থেকে আপডেট এবং আরও ভালো সাপোর্ট পাওয়া যাবে। ৩০৬০ এমএএইচ ব্যাটারি খুব বেশি না হলেও সাধারণ ব্যবহারকারীদের জন্যে পুরো একদিন চলে যাবার কথা। কিন্তু তাতেও যথেষ্ট না হলে আছে কুইক চার্জ, ৩০ মিনিট চার্জে অর্ধেক দিন চলে যাবে।
৪জি, ব্লুটুথ ৫.০, ইউএসবি টাইপ-সি র মতো সমস্ত বৈশিষ্ট্য রয়েছে নোকিয়া ৬.১ প্লাস এ। হংকংয়ে এই ফোনের দাম ২২৮৮ হংকং ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ২৪ হাজার।
নোকিয়া ৬.১ প্লাস এর কী ফিচারঃ
- ৫.৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে
- অ্যান্ড্রয়েড ৮.১ অরিও (Android 8.1 Oreo)
- স্ন্যাপড্রাগন ৬৩৬ অক্টাকোর প্রসেসর
- ডুয়াল সিম, ডুয়াল রিয়ার ক্যামেরা
- ক্যামেরার আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স
- ৩০৬০ মিলি অ্যাম্পায়ার ব্যাটারি
- ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি রম
- ফেস আনলক ফিচার
নোকিয়া ৬.১ প্লাস এর স্পেসিফিকেশনঃ
GENERAL | |
---|---|
Operating System | Android OS, v8.1 (Oreo) |
Custom UI | Android One |
Device type | Phablet |
Sim | Hybrid Dual Sim (nano + nano/microSD) |
Colours | Blue, Black, Silver |
ANNOUNCED | |
Status | Launched |
Release | July, 2018 |
Release IND | N/A |
BODY | |
Dimensions | 147.2 x 70.98 x 7.99 mm |
Weight | 151 g |
DISPLAY | |
Screen size | 5.8 inches |
Form Factor | Touch |
Screen resolution | 1080 x 2280 pixels |
Touchscreen | Capacitive Touchscreen |
Technology (Display Type) | IPS LCD (Corning Gorilla Glass 3) |
PROCESSOR | |
Chipset | Qualcomm SDM636 Snapdragon 636 |
CPU | Octa-core 1.8 GHz Kryo 260 |
GPU | Adreno 509 |
STORAGE | |
Internal Storage | 64 GB Storage |
RAM | 4 GB RAM |
External Storage | Up to 256 GB |
Card Slot | microSD Card |
Phonebook | Unlimited |
Messaging | SMS, MMS, Email, Push Email, IM |
Call Records | Unlimited |
CAMERA | |
Primary camera | 16 MP (f/2.0, 1.0µm, giro-EIS) + 5 MP (f/2.2, 1.2µm) Dual Camera with LED Flash |
Front Camera | 16 MP (f/2.0, 1.0µm) Camera |
Video Recording | 1080p@30fps |
Camera Features | Geo-tagging, Touch Focus, Face Detection, Panorama, HDR |
MULTIMEDIA | |
Audio Player | MP3, WAV, eAAC+, FLAC |
Video Player | MP4, H.264 |
Games | Yes |
Speakers | Dual Speaker |
Audio Jack | 3.5mm Audio Jack |
BATTERY | |
Type | Non-removable Li-Ion 3060 mAh battery |
CONNECTIVITY | |
GPRS | Yes |
Edge | Yes |
WLAN | Wi-Fi 802.11 a/b/g/n/ac, Wi-Fi Direct, hotspot |
Bluetooth | v5.0, A2DP, LE |
USB | 2.0, USB Type-C, USB OTG |
GPS Facility | with A-GPS, GLONASS, BDS |
Browser | HTML5 |
3G Speed | HSPA, LTE |
NETWORK SUPPORT | |
3G | HSDPA 850 / 900 / 1900 / 2100 MHz |
2G | GSM 850 / 900 / 1800 / 1900 MHz |
4G | VoLTE |
MORE FEATURES | |
Sensors | Fingerprint Sensor, Accelerometer, Gyro, Proximity, Compass |
Other Features | Quick Charging, |