রিয়েলমি ২: দাম ও স্পেসিফিকেশন

টিআইবিঃ আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অপ্পোর সাব ব্যান্ড রিয়েলমি এর প্রথম স্মার্টফোন রিয়েলমি ১ এর জনপ্রিয়তার পর এবার বাজারে এলো রিয়েলমি ২। রিয়েলমি ২ ফোনটিতে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা কনফিগারেশন। মাস তিনেক আগে বাজারে আসা রিয়েলমি ১ ফোনটিতে রয়েছে একটি মাত্র ক্যামেরা। এই আপডেটেড নতুন ফোনটি দিয়ে অল্প আলোতেও ন্যাচারাল ছবি তোলা যাবে। এছাড়া পোট্রেট মোডে শুটিং অনুভুতিও পাওয়া যাবে। নিরাপত্তার জন্য ফোনটিতে রয়েছে রিয়ার মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক সিস্টেম। আগের ফোনটির সঙ্গে এই ফোনটির মিল রয়েছে ডায়মন্ড কাটিং আউটলুকে।
৬.২ ইঞ্চির ডিসপ্লে ও ডায়মন্ড কাট নকশা সঙ্গে ৮৮.৮ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও যা টেক্কা দিতে সক্ষম অন্যান্য ফোনগুলিকে। রিয়েলমি ২ এর ডিসপ্লের উপরে একটি কালো নচ থাকবে। কোম্পানি জানিয়েছে এই প্রথম ভারতে দশ হাজার টাকার নীচে কোন ফোনের ডিসপ্লেতে নচ ডিজাইন থাকবে।
ক্রনিক গ্লোরিলা গ্লাস থ্রি দিয়ে সুরক্ষিত থাকবে ফোনের ডিসপ্লে। ৩জিবি র্যাম/৩২ জিবি মেমোরি এবং ৪ জিবি র্যাম / ৬৪ জিবি ইন্টারনাল মেমোরি ভার্সনে পাওয়া যাবে ফোনটি। MicroSD কার্ডের মাধ্যমে রিয়েলমি ২ ফোনের স্টোরেজ 256GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।
এছাড়া রিয়েলমি ২ ফোনটিতে দুটি রিয়ার ক্যামেরা কনফিগারেশন বৈশিষ্ট্যযুক্ত ১৩ ও ২ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। সঙ্গে থাকবে AI ফিচার, যা ছবির ২৯৬টি সংকেত সনাক্ত করতে সক্ষম। সেলফি তোলার জন্য রিয়েলমি ২ তে থাকবে একটি ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সঙ্গে রয়েছে বোকে মোড।
রিয়েলমি ২ ফোনে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেমের উপরেই চলবে কোম্পানির নিজস্ব ColorOS 5.2 স্কিন। কানেক্টিভিটির জন্য রিয়েলমি ২ তে থাকবে 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS/GLONASS, OTG, FM রেডিও, একটি microUSB 2.0 পোর্ট আর একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক। রিয়েলমি ২ তে রয়েছে একটি 4230 mAh ব্যাটারি।
এক নজরে রিয়েলমি ২
- ৬.২ ইঞ্চির স্ক্রিন (১৫২০x৭২০p রেজ়োলিউশন)
- ৪২৩০ mAh ব্যাটারি
- ১.৮ Ghz কোয়ালকোম স্ন্যাপড্রাগন ৪৫০ প্রসেসর
- ৩/৪ জিবি র্যাম
- ৩২/৬৪ জিবি রোম
- অ্যান্ড্রয়েড ওরিও ৮.১
রিয়েলমি ২ এর স্পেসিফিকেশন
GENERAL | |
---|---|
Operating System | Android OS, v8.1 (Oreo) |
Custom UI | ColorOS 5.1 |
Device type | Phablet |
Sim | Dual Sim |
Colours | Diamond Black, Diamond Blue, Diamond Red |
ANNOUNCED | |
Status | Available in India |
Indian Release Date | 4 September, 2018 |
BODY | |
Dimensions | 156.2 x 75.6 x 8.2 mm |
Weight | 168 g |
DISPLAY | |
Screen size | 6.2 inches |
Form Factor | Touch |
Screen resolution | 720 x 1520 pixels |
Touchscreen | Capacitive Touchscreen |
Technology (Display Type) | IPS LCD |
PROCESSOR | |
Chipset | Qualcomm Snapdragon 450 |
CPU | Octa Core 1.8 GHz |
GPU | Adreno 506 |
STORAGE | |
Internal Storage | 32 GB Storage |
RAM | 3 GB RAM |
External Storage | up to 256 GB |
Card Slot | microSD Card |
Phonebook | Unlimited |
Messaging | SMS, MMS, Email, Push Email |
Call Records | Unlimited |
CAMERA | |
Primary camera | 13 MP (f/2.2) + 2 MP (f/2.4) Dual Camera with LED Flash |
Front Camera | 8 MP (f/2.2) Camera |
Video Recording | 1080p@30fps |
Camera Features | Geo Tagging, HDR, AR sticker, Bokeh mode, Portrait Mode, Beauty Mode |
MULTIMEDIA | |
Audio Player | MP3, eAAC+, WMA, WAV, FLAC |
Video Player | MP4, H.263, H.264, WMV |
Games | Yes |
FM Radio | Yes |
Speakers | Yes |
Audio Jack | 3.5mm Audio Jack |
BATTERY | |
Type | Non-Removable Li-Ion 4230 mAh battery |
CONNECTIVITY | |
GPRS | Yes |
Edge | Yes |
WLAN | Wi-Fi 802.11 b/g/n, WiFi Direct, hotspot |
Bluetooth | v4.2, A2DP, LE |
USB | microUSB v2.0, USB OTG |
GPS Facility | with A-GPS |
Browser | HTML5 |
3G Speed | HSPA, LTE |
NETWORK SUPPORT | |
3G | HSDPA 850 / 900 / 1900 / 2100 MHz |
2G | GSM 850 / 900 / 1800 / 1900 MHz |
4G | Dual VoLTE |
MORE FEATURES | |
Sensors | Fingerprint Sensor, Light sensor, Proximity sensor, Accelerometer, Compass, Light sensor, Gravity sensor |
Other Features | Face Unlock, AI Camera |
সূত্রঃ ইন্টারনেট