আইফোন এক্সআর এর ফুল স্পেসিফিকেশন

টিআইবিঃ আসসালামু আলাইকুম। অনেকদিন ধরেই অ্যাপেলের আইফোন এক্সআর ফোনটি নিয়ে জল্পনা কল্পনা চলেছিল গ্যাজেট ওয়ার্ল্ডে। এখন সে সব কিছুই অতীত হয়েছে।

৬.১ ইঞ্চির আইফোন এক্সআর এর আউটলুক তাক লাগিয়ে দিয়েছে মোবাইল দুনিয়াকে। তবে ফোনটির সামনের অংশ হুবহু আইফোন টেনের মত হলেও পিছনের দিকটি আইফোন ৮ নকল করেছে অ্যাপেল নিজেই। আইফোন এক্সআর এবং আইফোন এক্সএস দুটিকে পাশাপাশি ধরলে LCD ডিসপ্লের সেই তফাত্‍ চোখে পরবে না কিন্তু অ্যালুমিনিয়ামটি আইফোন এক্স সিরিজের থেকে সামান্য আলাদা। এই ফোনটির জন্য অ্যাপেল তিন রকমের রঙ নিয়ে এসেছে। যা নতুন প্রজন্মের কাছে আকর্ষনীয় হতে পারে।

আইফোন এক্সআর ফোনে এজ-টু-এজ এলসিডি ডিসপ্লে ব্যবহার করেছে অ্যাপল। নতুন এই এলসিডি ডিসপ্লের নাম রাখা হয়েছে লিকুইড রেটিনা ডিসপ্লে। তবে গুজব খানিক সত্য, এতে নেই জনপ্রিয় থ্রিডি টাচ।

টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ টেকনো ইনফো বিডি এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

ওয়াইড অ্যাঙ্গেলের ১২ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে ফোনটিতে। ক্যামেরার ফিচারের তেমন কোনো ব্যতিক্রম নেই। ব্যাটারি ব্যাকআপ আইফোন ৮ প্লাস ফোনটির মতই হবে বলে জানিয়েছে অ্যাপেল।

তিনটি মডেলের আইফোনে এসেছে অ্যাপলের নতুন এ১২ বায়োনিক চিপ। এ১২ বায়োনিক চিপে থাকছে সর্বাধুনিক সাত ন্যানোমিটার আর্কিটেকচার। অ্যাপল বলেছে, তাদের এবারের তৈরি নতুন ৬ কোরের এ১২ বায়োনিক চিপ আগের চেয়ে ১৫ শতাংশ দ্রুতগতির। কোম্পানির দাবি এটি এই মুহুর্তে সব থেকে শক্তিশালী মোবাইল প্রসেসার। এছাড়াও থাকবে ফেসআইডি, ট্রু ডেপথ ক্যামেরা।

৬৪ জিবি, ১২৮ জিবি এবং ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণে পাওয়া যাবে নতুন আইফোন এক্সআর। আইফোন এক্সআরে থাকবে আইওএস ১২ অপারেটিং সিস্টেম। থাকবে ডুয়েল সিম স্ট্যান্ড বাই। বাকি দুটি সেটের মতো আইফোন এক্সআর ফোনও নেই হোম বাটন।

এটা ভাল যে অ্যাপল আইফোন এক্সআর এর প্রসেসিং পাওয়ারের সঙ্গে আপোস করে নি এবং সেই তুলনায় দামও অনেক কম। যুক্তরাষ্ট্রে ৬৪ জিবি আইফোন এক্সআরের দাম ৭৪৯ মার্কিন ডলার। ১২৮ জিবি ও ২৫৬ জিবি এক্সআর কিনতে যুক্তরাষ্ট্রে খরচ হবে যথাক্রমে ৭৯৯ ডলার আর ৮৯৯ ডলার। আগামী ১৯ অক্টোবর থেকে আইফোন এক্সআরের আগাম ফরমাশ নিতে শুরু করবে অ্যাপল। ২৬ অক্টোবর থেকে বিশ্বের ৫০টি দেশে আইফোন বিক্রি শুরু হবে।

আইফোন এক্সআর এর স্পেসিফিকেশন

GENERAL
Operating System Apple iOS 12
Device type Phablet
Sim Dual Sim
Colours Black, Red, Yellow, Blue, Coral
ANNOUNCED
Status Coming Soon
Global Release September, 2018
Indian Release 26 October, 2018
BODY
Dimensions 150.9 x 75.7 x 8.3 mm
Weight 194 g
DISPLAY
Screen size 6.1 inches
Form Factor Touch
Screen resolution 828 x 1792 pixels
Touchscreen Capacitive Touchscreen
Technology (Display Type) Super Retina HD Display
PROCESSOR
Chipset Apple 12 Bionic
CPU Hexa core
GPU Apple GPU
STORAGE
Internal Storage 64/128/256GB storage
RAM 3 GB RAM
Phonebook Unlimited
Messaging iMessage, SMS, MMS, Email, Push Email
Call Records Unlimited
CAMERA
Primary camera 12 MP (f/1.8) Camera
Front Camera 7 MP (f/2.2) Camera
Video Recording 1080@30fps
Camera Features LED True Tone Flash, 4K Video recording, OIS,Continuous Shooting, Portrait mode
MULTIMEDIA
Audio Player AAC, HE-AAC, MP3, MP3 VBR, AAX, and AAX+, Apple Lossless, AIFF, and WAV
Video Player H.264, AAC-LC, M4V, .MP4, MPEG-4,
Games Yes
Speakers Stereo Speakers
BATTERY
Type Non-removable Li-Ion battery
CONNECTIVITY
GPRS Yes
Edge Yes
WLAN Wi-Fi 802.11 a/b/g/n/ac, dual-band, hotspot
Bluetooth v5.0
USB Yes
GPS Facility Yes, with A-GPS, GLONASS
Browser HTML5
3G Speed HSPA 42.2/5.76 Mbps, LTE Cat6 300/50 Mbps, EV-DO Rev.A 3.1 Mbps
NETWORK SUPPORT
3G HSDPA 850 / 900 / 1700 / 1900 / 2100 MHz
2G GSM 850 / 900 / 1800 / 1900 MHz
4G VoLTE
MORE FEATURES
Sensors Accelerometer, Gyro, Proximity, Compass, Barometer
Other Features Face ID, Wireless Charging, Water Proof, Dust Proof, AR, Quick Charging, NFC

এক নজরে আইফোন এক্সআর ভিডিও

https://youtu.be/9m_K2Yg7wGQ

Leave a Reply