টিআইবিঃ বিশ্বের বাজারে লঞ্চ হল অনার ১০। চীনা সংস্থা হুয়াওয়ে এর নয়া স্মার্টফোন নিয়ে আগ্রহ ছিলই কিন্তু লঞ্চের পর তা আরও বেড়ে গেল। কারণ হুয়াওয়ে এর অনার ১০ স্মার্টফোনটির সঙ্গে সাদৃশ্য রয়েছে iPhone X-এর। অন্তত ডিজাইন অনুযায়ী রয়েছে বলেই দাবি হুয়াওয়ে এর।
টেকনো ইনফো বিডি‘র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ টেকনো ইনফো বিডি তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।
অনার ১০ এর মোট চার রঙের মডেল লঞ্চ করা হয়েছে। কালো, নীল, ধূসর ও বেগুনী। স্মার্টফোনটিতে রয়েছে ডাবল ফিংগারপ্রিন্ট সেন্সর। ডিসপ্লেতে নচ রাখার ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে iPhone X-এর মতোই একই সেলফি পজিশন অনার ১০ এর।
এতে রয়েছে হুয়াওয়ের শক্তিশালী চিপসেট কিরিন ৯৭০। চিপসেটটি এর আগে হুয়াওয়ে পি২০ ফোনেও ব্যবহার করা হয়েছিলো।
৬ গিগাবাইট র্যামের পাশাপাশি ফোনটিতে মিলবে ৬৪ গিগাবাইট ইন্টারনাল মেমোরি। তবে এতে মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুবিধা রাখা হয়নি। অপারেটিং সিস্টেম হিসেবে এতে আছে অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও।
ছবি তোলার জন্য পেছনে রয়েছে ১৬ ও ২৪ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ। যা দিয়ে ৪কে ভিডিও রেকর্ড করা যাবে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে রয়েছে এফ/২.০ অ্যাপার্চার সমৃদ্ধ ২৪ মেগাপিক্সেল ক্যামেরা।
ফাস্ট চার্জিংয়ের সুবিধা সম্বলিত ফোনটিতে রয়েছে ৩৪০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।এছাড়াও আছে ওয়াইফাই, ব্লুটুথ ও টাইপ সি পোর্ট।
চীনের বাজারে বিক্রি শুরু হওয়া ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ৪১৫ মার্কিন ডলার। ফোনটি মিলবে নীল, কালো ও ধূসর রঙে। শীঘ্রই বিশ্বের অন্যান্য দেশেও ফোনটির বিক্রি শুরু করা হবে বলে জানিয়েছে হুয়াওয়ে।