স্যামসাং গ্যালাক্সি এস৯ এবং এস৯ প্লাসঃ রিভিউ

টেকনো ইনফোঃ আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম স্যামসাং গ্যালাক্সি এস৯ এবং এস৯ প্লাস রিভিউ।

স্মার্টফোনের বাজারে স্যামসাংয়ের গ্যালাক্সি এস ৮ এবং এস ৮ প্লাস শীর্ষস্থানে রয়েছে। ইতিমধ্যে স্যামসাংয়ের গ্যালাক্সি এস৯ এবং এস৯ প্লাস নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে।

নতুন গুজব থেকে জানা যায় যে, স্যামসাং এর সর্বশেষ ফ্লাগশিপ ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসরযুক্ত স্মার্টফোন হবে।

টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ টেকনো ইনফো বিডি এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

স্যামসাং সাধারণত MWC এ বা নিজস্ব ডেডিকেটেড ইভেন্টগুলিতে তার ফোনগুলি প্রকাশ করে থাকে। যদি স্যামসাং MWC তে স্যামসাং এস৯ এবং এস৯ প্লাস উন্মোচন করার পরিকল্পনা করে থাকে, তবে আমরা তা ২০১৮ সালের ফেব্রুয়ারি বা মার্চে বাজারে দেখতে পাব।

এক নজরে স্যামসাং গ্যালাক্সি এস৯ এবং এস৯ প্লাসঃ

আসুন এবার জেনে নেই কি থাকছে স্যামসাং গ্যালাক্সি S9 এবং S9 প্লাসে-

#কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫

#৬ গিগাবাইট র‍্যাম

#ক্যাট ১৮ এলটিই সাপোর্ট (১.২ জিবিপিএস ডাউনলোড গতি)

#ডিসপ্লে রেশিও ১৮.৫:৯

#এইচডিআর ডিসপ্লে

#রিয়ার-মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট রিডার

#১০ x অপটিক্যাল জুম এবং ১,০০০ fps এর সাথে সামনে ও পিছনে ১২ মেগাপিক্সেল ক্যামেরা

#পানিরোধী

#আরও উন্নত ও শক্তিশালী ব্যাটারি লাইফ

#Bixby ইন্টিগ্রেশন

#৬৪ গিগাবাইট ইন্টারনাল ষ্টোরেজ(এক্সারটাল ২৫৬ গিগাবাইট)

#ইউএসবি ৩.১ টাইপ-সি

#কোন হেডফোন জ্যাক নেই

#অ্যান্ড্রয়েড ৮ (ওরিও)

দামটা আগের মতই বেশি থাকছে, কম হওয়ার সম্ভাবনা নেই। এস৯ এর দাম হবে প্রায় ৭৫,০০০ টাকা এবং এস৯ প্লাস এর জন্য ৮৫,০০০ টাকা।

ভাল থাকুন, আবার আসব নতুন নতুন বিষয় নিয়ে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন।

Related Articles

Leave a Reply