লঞ্চ হল এম সিরিজের তৃতীয় ফোন স্যামসাং গ্যালাক্সি এম ৩০

টিআইবিঃ জানুয়ারি মাসে ভারতে লঞ্চ হয়েছিল গ্যালাক্সি এম ১০ ও গ্যালাক্সি এম ২০। এবার গ্যালাক্সি এম সিরিজের তৃতীয় ফোনটি ভারতে লঞ্চ করেছে স্যামসাং। স্যামসাং গ্যালাক্সি এম ৩০ তে থাকছে অ্যামোলেড ডিসপ্লে, ট্রিপল রিয়ার ক্যামেরা আর ৫,০০০ mAh ব্যাটারি এবং ফাস্ট চার্জ সাপোর্ট।
স্যামসাং গ্যালাক্সি এম ৩০ ফোনে অ্যান্ড্রয়েড ৮.১ অরিও অপারেটিং সিস্টেম চলবে। গ্যালাক্সি এম ৩০ তে থাকছে একটি ৬.৪ ইঞ্চির ওয়াটার ড্রপ নচ যুক্ত অ্যামোলেড ফুল এইচডি প্লাস ডিসপ্লে।
গ্যালাক্সি এম ৩০ ফোনের ভিতরে থাকবে একটি অক্টাকোর স্যামসাং এক্সিনোস ৭৯০৪ চিপসেট। ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি রম এবং ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি রমের দুটি ভিন্ন সংস্করণে পাওয়া যাবে গ্যালাক্সি এম ৩০।
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
গ্যালাক্সি এম ৩০ ফোনের পিছনে থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারি সেন্সার ১৩ মেগাপিক্সেল। সাথে থাকছে ৫ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। এর সাথে স্যামসাং গ্যালাক্সি এম ৩০ তে রয়েছে একটি ৫ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা। ফোনের সামনে রয়েছে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
ভারতীয় বাজারে স্যামসাং গ্যালাক্সি এম ৩০ এর ৪/৬৪ ভেরিয়েন্টের দাম ১৪,৯৯০ টাকা এবং ৬/১২৮ ভেরিয়েন্ট কিনতে খরচ হবে ১৭,৯৯০ টাকা। দুটি আলাদা রঙ কালো ও নীল পাওয়া যাবে এই ফোন।
কানেক্টিভিটির জন্য স্যামসাং গ্যালাক্সি এম ৩০ তে থাকবে ৪জি VoLTE, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.০, GPS/ A-GPS, ইউএসবি টাইপ-সি।
স্যামসাং গ্যালাক্সি এম ৩০ এর ফুল স্পেসিফিকেশন:
GENERAL | |
---|---|
Operating System | Android OS, v8.1 (Oreo) |
Device type | Phablet |
Sim | Dual Sim |
Colours | Black, Blue |
BODY | |
Dimensions | 159 x 75.1 x 8.4 mm |
Weight | 175 g |
DISPLAY | |
Screen size | 6.4 inches |
Form Factor | Touch |
Screen resolution | 1080 x 2340 pixels |
Touchscreen | Capacitive Touchscreen |
Technology (Display Type) | sAMOLED |
PROCESSOR | |
Chipset | Exynos 7904 |
CPU | Octa Core (Dual x 1.8GHz + Hexa x 1.6GHz) |
GPU | Mali-G71 MP2 |
STORAGE | |
Internal Storage | 64/128 GB Storage |
RAM | 4/6 GB RAM |
External Storage | Up to 512 GB |
Card Slot | microSD Card |
Phonebook | Unlimited |
Messaging | SMS, MMS, Email, Push Mail, IM, RSS |
Call Records | Unlimited |
CAMERA | |
Primary camera | 13 MP (f/1.9) + 5 MP (f/2.2) + 5 MP Triple Camera with LED Flash |
Front Camera | 16 MP (f/2.0) Camera |
Video Recording | 1080p@30fps |
Camera Features | Geo-tagging, Panorama, HDR |
MULTIMEDIA | |
Audio Player | MP3, AMR-NB, AMR-WB, AAC, AAC+, eAAC+, WMA, Vorbis, FLAC |
Video Player | MP4, M4V, 3GP, 3G2, WMV, ASF, AVI, FLV, MKV, WEBM |
Games | Yes |
FM Radio | Yes |
Speakers | Yes, Dolby Atmos |
Audio Jack | 3.5mm Audio Jack |
BATTERY | |
Type | Non-removable Li-Ion 5000 mAh battery |
CONNECTIVITY | |
GPRS | Yes |
Edge | Yes |
WLAN | Wi-Fi 802.11 a/b/g/n, dual-band, WiFi Direct, hotspot |
Bluetooth | v5.0 |
USB | USB Type-C |
GPS Facility | with A-GPS, GLONASS |
Browser | HTML5 |
3G Speed | HSPA, LTE |
NETWORK SUPPORT | |
2G | GSM 850 / 900 / 1800 / 1900 MHz |
3G | HSDPA 850 / 900 / 1900 / 2100 MHz |
4G | Dual VoLTE |
MORE FEATURES | |
Sensors | Fingerprint Sensor, Accelerometer, Gyro, Proximity, Compass |
Other Features | Face Unlock. |