স্যামসাং গ্যালাক্সি এম ২০ এর ফুল স্পেসিফিকেশন

টিআইবিঃ বাংলাদেশীদের বহু বছরের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড স্যামসাং। সম্প্রতি বাংলাদেশে চীনা স্মার্টফোনের বাড়বাড়ন্ত শুরু হলেও বহুদিন ধরে এই দেশে স্মার্টফোন গ্রাহকের মন জয় করে এসেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। বছর দুই আগেও বাংলাদেশে স্মার্টফোন বাজারে স্যামসাং এর একচ্ছত্র আধিপত্য ছিল। বছরখানেক আগে শাওমির কাছে এই দেশে এক নম্বর স্মার্টফোনের তকমা হারিয়েছিল কোম্পানি। ভারত উপমহাদেশে স্যামসাং তার হারানো অবস্থান ফিরে পেতে লঞ্চ করেছে নতুন দুটি স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি এম ১০ এবং স্যামসাং গ্যালাক্সি এম ২০। আসুন জেনে নেই কি থাকছে স্যামসাং গ্যালাক্সি এম ২০ তে।

বাজারে অন্য যেকোন ফোনের থেকে ডিজাইনের দিক থেকে সম্পূর্ণ আলাদা স্যামসাং গ্যালাক্সি এম ২০। এই ফোনের ডিসপ্লের উপরে ছোট নচ থাকছে। এই প্রথম ভারতে স্যামসাং ফোনে ডিসপ্লে নাচ দেখা গেল। গ্যালাক্সি এম ২০ ফোনে রয়েছে একটি ৬.৩ ইঞ্চি ফুল এইচডিপ্লাস ডিসপ্লে। এই ফোনের স্ক্রিন ও বডির অনুপাত ৯০ শতাংশের বেশি।

ওশান ব্লু ও চারকোল ব্ল্যাক রঙে পাওয়া যাবে গ্যালাক্সি এম ২০। ফোনের পিছনের বাঁ দিকে উপরে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ। তার নিচেই থাকছে এলইডি ফ্ল্যাশ। পিছনের দিকেই ফোন এর মাঝে স্যামসাং লোগোর উপরে থাকছে ডিম্বাকৃতি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

স্যামসাং গ্যালাক্সি এম ২০ ফোনের ডান দিকে থাকছে পাওয়ার বাটন ও ভলিউম রকার, বাঁদিকে থাকছে সিম কার্ড ট্রে। সেখানে একসাথে দুটি ন্যানো সিম কার্ড ও একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে। ফোনের নিচে থাকছে একটি ইউএসবি টাইপ-সি পোর্ট, ফাস্ট চার্জিং এবং ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে একটি ৫,০০০ mAh ব্যাটারি। রয়েছে ফেস আনলক এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

গ্যালাক্সি এম ২০ ফোনের পিছনেও থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারি সেন্সার ১৩ মেগাপিক্সেল সাথে থাকছে ৫ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। ফোনের সামনে রয়েছে একটি ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

স্যামসাং গ্যালাক্সি এম ২০ ফোন অ্যান্ড্রয়েড ৮.১ অরিও অপারেটিং সিস্টেম চলবে। এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব এক্সপেরিয়েন্স ইউআই ফোনের ভিতরে থাকবে একটি অক্টাকোর স্যামসাং Exynos ৭৯০৪ চিপসেট। সাথে থাকবে ২জিবি / ৩জিবি র‍্যাম এবং ৩২জিবি/৬৪জিবি স্টোরেজ যা মাইক্রো এসডি কার্ড দিয়ে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

স্যামসাং গ্যালাক্সি এম ২০ এর স্পেসিফিকেশন

GENERAL
Operating System Android OS, v8.1 (Oreo)
Custom UI Samsung Experience 9.5
Device type Phablet
Sim Dual Sim
Colours Black, Blue
ANNOUNCED
Status Available in India
Global Release January, 2019
Indian Release 5 February, 2019
DISPLAY
Screen size 6.3 inches
Form Factor Touch
Screen resolution 1080 x 2340 pixels
Touchscreen Capacitive Touchscreen
Technology (Display Type) TFT
PROCESSOR
Chipset Exynos 7904
CPU Octa Core
GPU Mali-G71
STORAGE
Internal Storage 32 GB Storage
RAM 3 GB RAM
External Storage Up to 256 GB
Card Slot microSD Card
Phonebook Unlimited
Messaging SMS, MMS, Email, Push Mail, IM, RSS
Call Records Unlimited
CAMERA
Primary camera 13 MP (f/1.9) + 5 MP (f/2.2) Camera with LED Flash
Front Camera 8 MP (f/2.0) Camera
Video Recording 1080p@30fps
Camera Features Geo-tagging, Panorama, HDR
MULTIMEDIA
Audio Player MP3, AMR-NB, AMR-WB, AAC, AAC+, eAAC+, WMA, Vorbis, FLAC
Video Player MP4, M4V, 3GP, 3G2, WMV, ASF, AVI, FLV, MKV, WEBM
Games Yes
FM Radio Yes
Speakers Yes
Audio Jack 3.5mm Audio Jack
BATTERY
Type Non-removable Li-Ion 5000 mAh battery
CONNECTIVITY
GPRS Yes
Edge Yes
WLAN Wi-Fi 802.11 b/g/n, hotspot
Bluetooth v5.0
USB microUSB 2.0
GPS Facility with A-GPS, GLONASS
Browser HTML5
3G Speed HSPA, LTE
NETWORK SUPPORT
3G HSDPA 850 / 900 / 1900 / 2100 MHz
2G GSM 850 / 900 / 1800 / 1900 MHz
4G Dual VoLTE
MORE FEATURES
Sensors Fingerprint Sensor, Accelerometer, Gyro, Proximity, Compass
Other Features Face Unlock, Quick Charging

সূত্রঃ ইন্টারনেট

Leave a Reply

Back to top button