স্যামসাং গ্যালাক্সি জে২ প্রো (২০১৮) এর ফুল স্পেসিফিকেশন

টিআইবিঃ আসসালামু আলাইকুম৷ বন্ধুরা সবাই কেমন আছেন৷ আশা করি ভালো৷ আজ আপনাদের জন্য নিয়ে এলাম সদ্য লঞ্চ হওয়া স্যামসাং গ্যালাক্সি জে সিরিজের সব চেয়ে জনপ্রিয় স্মার্টফোন জে২ এর নতুন ভার্সন স্যামসাং গ্যালাক্সি জে২ প্রো ২০১৮ ৷ আশা করি পোস্টটি আপনাদের ভালো লাগবে৷

স্যামসাং গ্যালাক্সি জে২ প্রো ফোনটিকে লঞ্চ করা হয়েছে। এর অফিসিয়াল ভার্শান বর্তমানে কোম্পানির ওয়েবসাইটে লিস্ট করা হয়েছে। এই লিস্টিং থেকে এই ফোনটির স্পেক্সের বিষয়ে খবর পাওয়া গেছে।

স্যামসাং গ্যালাক্সি জে২ প্রো ফোনটির ফিচার্সের দিকে দেখলে দেখা যাবে যে এতে কোয়াড কোর প্রসেসার আর ১৬জিবির ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। আর এর সঙ্গে এই ফোনটিতে মাইক্রো এসডি কার্ডের ব্যবহারও করা যাবে যার মাধ্যমে অভ্যন্তরীণ স্টোরেজ ১২৮ জিবি পর্যন্ত সম্প্রসারিত করা যাবে৷

টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

স্যামসাং গ্যালাক্সি জে২ প্রো ফোনটিতে ৫-ইঞ্চির সুপার AMOLED এইচডি ডিসপ্লে আছে। এই ডিসপ্লের রেজিলিউশান ১২৮০ x ৭২০। এতে ২জিবি র‍্যাম এর সঙ্গে ১.৫ GHz এর প্রসেসার দেওয়া হয়েছে। এই ফোনটিতে মাইক্রো সিম কার্ড স্লট আছে।

অটো ফোকাস ও LED ফ্ল্যাশ সহ ৮ মেগাপিক্সেলের প্রাইমারী ক্যামেরা সাথে থাকছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা । থাকছে সিঙ্গাল স্পিকার, ৩.৫ mm হেডফোন জ্যাক ও আপারেটিং সিস্টেম হিসাবে নৌগাট (৭.০)।

স্যামসাং গ্যালাক্সি জে২ প্রো ৪জি সাপোর্ট করে, ডুয়াল সিম স্মার্টফোন এবং এতে GPS, Wifi, HotSpot, USB ২.০, ব্লুটুথ ৪.১ এর মত ফিচার্স রয়েছে৷ ফোনটিতে ২৬০০ mAh এর ব্যাটারি আছে।

# স্যামসাং গ্যালাক্সি জে২ প্রো এর কী ফিচারসমূহঃ

১) ৫.০ ইঞ্চি এইচডি ডিসপ্লে
২) ১.৫ GHz কোয়াড কোর প্রসেসর
৩) ২ জিবি র‍্যাম
৪) ১৬ জিবি স্টোরেজ
৫) ৮ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা
৬) ২৬০০ mAh ব্যাটারি
৭) অ্যান্ড্রয়েড ৭.০।

# স্যামসাং গ্যালাক্সি জে২ প্রো এর স্পেসিফিকেশনঃ

  • Processor
    • CPU Speed: 1.5GHz
    • CPU Type: Quad-Core
  • Display
    • Size (Main Display): 12.63cm (5.0)
    • Resolution (Main Display): 1280 x 720 (HD)
    • Technology (Main Display): Super AMOLED
    • Color Depth (Main Display): 16M
    • S Pen Support: No
  • Camera
    • Main Camera – Resolution: CMOS 8.0 MP
    • Main Camera – F Number: f/2.2
    • Main Camera – Auto Focus: Yes
    • Front Camera – Resolution: CMOS 5.0 MP
    • Front Camera – F Number: f/2.2
    • Main Camera – Flash: Yes
    • Video Recording Resolution: HD (1280 x 720)@30fps
  • Memory
    • RAM Size (GB): 2 GB
    • ROM Size (GB): 16 GB
    • Available Memory (GB): 11.2 GB
    • External Memory Support: MicroSD (Up to 128GB)
  • Network/Bearer
    • Multi-SIM: Dual-SIM
    • SIM size: Micro-SIM (3FF)
    • Type of SIM Slot: SIM 1 + SIM 2
    • Infra: 2G GSM, 3G WCDMA, 4G LTE FDD, 4G LTE TDD
    • 2G GSM: GSM850, GSM900, DCS1800, PCS1900
    • 3G UMTS: B1(2100), B2(1900), B5(850), B8(900)
    • 4G FDD LTE: B1(2100), B3(1800), B5(850), B8(900), B20(800)
    • 4G TDD LTE: B40(2300)
  • Connectivity
    • ANT+: No
    • USB Version: USB 2.0
    • Location Technology: GPS, Glonass
    • Earjack: 3.5mm Stereo
    • MHL: No
    • Wi-Fi: 802.11 b/g/n 2.4GHz
    • Wi-Fi Direct: Yes
    • Bluetooth Version: Bluetooth v4.1
    • NFC: No
    • Bluetooth Profiles: A2DP, AVRCP, DI, HFP, HID, HOGP, HSP, MAP, OPP, PAN, PBAP
  • Operating System
    • Android: 7.0
  • General Information
    • Color: GOLD / BLACK / SILVER
    • Form Factor: Touchscreen Bar
  • Sensor
    • Accelerometer
    • Proximity Sensor
  • Physical specification
    • Dimension (HxWxD, mm): 142.4 x 71.1 x 8.0
    • Weight (g): 138
  • Battery
    • Internet Usage Time(3G) (Hours): Up to 9
    • Internet Usage Time(LTE) (Hours): Up to 10
    • Internet Usage Time(Wi-Fi) (Hours): Up to 10
    • Video Playback Time (Hours): Up to 11
    • Standard Battery Capacity (mAh): 2600
    • Removable: Yes
    • Audio Playback Time (Hours): Up to 54
    • Talk Time (3G WCDMA) (Hours): Up to 14
  • Audio and Video
    • Video Playing Format: MP4, M4V, 3GP, 3G2, WMV, ASF, AVI, FLV, MKV, WEBM
    • Video Playing Resolution: FHD (1920 x 1080)@30fps
    • Audio Playing Format: MP3, M4A, 3GA, AAC, OGG, OGA, WAV, WMA, AMR, AWB, FLAC, MID, MIDI, XMF, MXMF, IMY, RTTTL, RTX, OTA
  • Services and Applications
    • Gear Support: Gear Circle (Manager Support), Gear Fit2, Gear S2
    • S-Voice: No
    • Mobile TV: No

আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পোস্টটি ভাল লাগলে লাইক দিন ও অন্যকে জানানো জন্য শেয়ার করুন।

Back to top button