স্নাতক পাসে সেলস অফিসার নিয়োগ দেবে ওয়ান ব্যাংক, পদ সংখ্যা ৬৭

ওয়ান ব্যাংক লিমিটেড (One Bank Ltd) বাংলাদেশের বেসরকারি খাতের একটি বাণিজ্যিক ব্যাংক। এটি ১৯৯৯ সালে কার্যক্রম শুরু করে। ব্যাংকটি ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে নিবন্ধিত। প্রতিষ্ঠানটি তাদের রিটেইল লায়াবিলিটি টিমে ট্রেইনি সেলস অফিসার/ সিনিয়র সেলস অফিসার পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা ট্রেইনি সেলস অফিসার/ সিনিয়র সেলস অফিসার পদে অনলাইনের মাধ্যমে আগামী ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন।
ব্যাংকের নাম:
– ওয়ান ব্যাংক লিমিটেড
পদের নাম:
– ট্রেইনি সেলস অফিসার/ সিনিয়র সেলস অফিসার (রিটেইল লায়াবিলিটি)
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ টেকনো ইনফো বিডি এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
পদ সংখ্যা:
– ৬৭টি৷
শিক্ষাগত যোগ্যতা:
– যেকোন বিষয়ে নূন্যতম স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।
অভিজ্ঞতা:
– সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ থেকে ২ অভিজ্ঞতা থাকতে হবে।
– তবে নতুনদের আবেদন করতে উৎসাহিত করা হয়েছে।
বয়সসীমা:
– সর্বনিম্ন ২৫ বছর।।
চাকরির ধরণ:
– চুক্তিভিত্তিক ও অস্থায়ী৷
প্রার্থীর ধরণ:
– নারী ও পুরুষ উভয়েই৷
অন্যান্য শর্তাবলী:
– ব্যাংকিং খাতের সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা অগ্রাধিকারযোগ্য।
– চমৎকার বিক্রয় দক্ষতা এবং শক্তিশালী আন্তঃব্যক্তিক সম্পর্কের সাথে চমৎকার ব্যবসায়িক যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
– চাপের মধ্যে কাজ করতে সক্ষম এবং ইতিবাচক মানসিকতা থাকতে হবে।
– চমৎকার বিশ্লেষণাত্মক দক্ষতার পাশাপাশি কম্পিউটার সাক্ষরতা থাকতে হবে।
– বন্ধুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং ইতিবাচক মনোভাব থাকতে হবে।
– ব্যক্তিগত ও সামাজিক এবং যোগাযোগ স্কিল ভাল হতে হবে।
– সেলফ ড্রাইভ ও স্ব-উদ্যোগী হতে হবে।
– টিম প্লেয়ার হিসেবে কাজ করতে সক্ষম হতে হবে।
কর্মক্ষেত্র:
– অফিসে।
কর্মস্থল:
– বাংলাদেশের যেকোন স্থানে।
বেতন-ভাতা:
– বেতন আলোচনা সাপেক্ষে।
– এছাড়াও ব্যাংকের নিয়ম অনুসারে অন্যান্য সকল সুযোগ ও সুবিধা প্রদান করা হবে।
আরও দেখুন:
– সারাদেশে ক্রেডিট/ ফরেন ট্রেড অফিসার নিয়োগ দেবে যমুনা ব্যাংক
– মাস্টার্স পাশে ট্রেইনি জুনিয়র অফিসার নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক
– স্নাতক পাসে সিনিয়র সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইউনিয়ন ব্যাংক
আবেদনের প্রক্রিয়াঃ
– শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
– আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
– অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে।
– সরাসরি আবেদন করতে ক্লিক করুন
আবেদনের শেষ তারিখ:
– ১৫ ফেব্রুয়ারি, ২০২৩।
সোর্সঃ বিডি জবস।
২ Comments