মৃত ব্যক্তির হিসাব থেকে উত্তরাধিকারী কর্তৃক টাকা উত্তোলনের নিয়ম

একজন ব্যাংক গ্রাহকের মৃত্যুতে তাঁর হিসাবে সঞ্চিত টাকা উত্তোলনে উত্তরাধিকারী বা নমিনীকে প্রায়শই বিপাকে পড়তে হয়। কিন্তু কিছু কৌশল জানা থাকলে মৃত্য ব্যক্তির উত্তরাধিকারী বা নমিনী কর্তৃক হিসাবের টাকা উত্তোলনে তেমন কোনো জটিলতার সম্মুখীন হতে হয় না।
মৃত ব্যক্তির উত্তরাধিকারী বা নমিনী কর্তৃক হিসাবের টাকা উত্তোলনের করনীয় বিষয়গুলো নিয়ে দুই পর্বের ধারাবাহিকের আজ প্রথম পর্বে জেনে নিন মৃত ব্যক্তির হিসাব থেকে উত্তরাধিকারী কর্তৃক টাকা উত্তোলনের পদ্ধতি।
মৃত ব্যক্তির হিসাব থেকে উত্তরাধিকারী কর্তৃক টাকা উত্তোলনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের একটি তালিকা তুলে ধরা হলো-
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
১। পৌরসভা/হাসপাতাল কর্তৃক হিসাবধারীর ডেথ সার্টিফিকেট।
২। কোর্ট কর্তৃক প্রদত্ত ওয়ারিশদের তালিকা (সাকসেশান সার্টিফিকেট)।
৩। স্টাম্পের উপরে Indemnity ও Surety Bond দেওয়া।
৪) ১ম শ্রেনীর ম্যাজিস্ট্রেট আদালতে হলফনামা।
৫) সকল ওয়ারিশের সত্যায়িত ছবি।
৬) স্থানীয় চেয়ারম্যান কর্তৃক পরিচিতিপত্র ও স্বাক্ষর সত্যায়ন।
৭) সকল ওয়ারিশ কর্তৃক একজনকে টাকা উত্তোলনের জন্য ক্ষমতা প্রদান।
৮) ৩০০ টাকা মূল্যের এডহেসিভ (বিশেষ আঠালো যুক্ত) স্টাম্প।
৯) নমিনী কতৃক দরখাস্ত (দরখাস্তটি হাতে লিখিত হতে হবে)।
১০) নমিনীর ০২ কপি ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (চেয়ারম্যান/মেয়র কর্তৃক সত্যায়িত)।
১১) ক্ষমতা প্রাপ্ত ব্যক্তি কর্তৃক টাকা উত্তোলনের জন্য আবেদন করলে ব্যাংক টাকা দেওয়ার জন্য অফিস নোট তৈরী করে টাকা প্রদানের ব্যবস্থা করবে।
উপরিউক্ত নিয়ম কানুন পরিপালন সাপেক্ষে ব্যাংক উত্তরাধিকারীদের অর্থ প্রদান করতে পারবে।
♦ ওয়ারিশগণ কর্তৃক ক্ষমতা অর্পণের প্রত্যয়ন পত্রের নমুনা কপি- দেখতে ক্লিক করুন।