মৃত ব্যক্তির হিসাব থেকে নমিনী কর্তৃক টাকা উত্তোলনের নিয়ম

মৃত ব্যক্তির উত্তরাধিকারী বা নমিনী কর্তৃক হিসাবের টাকা উত্তোলনের করনীয় বিষয়গুলো নিয়ে দুই পর্বের ধারাবাহিকের আজ শেষ পর্বে জেনে নিন মৃত ব্যক্তির হিসাব থেকে নমিনী কর্তৃক টাকা উত্তোলনের পদ্ধতি।
মৃত ব্যক্তির হিসাব থেকে নমিনী কর্তৃক টাকা উত্তোলনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের একটি তালিকা তুলে ধরা হলো-
যখন কোন ব্যাংক গ্রাহক মারা যায়, তখন তার নমিনী নিম্নরূপ নিয়ম-কানুন পালন সাপেক্ষে উক্ত হিসেবে টাকা উত্তোলন করতে পারবেন।
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
১। ওয়ারিশদের তালিকার সনদপত্র বা ওয়ারিশদের কোন দরকার নেই।
২। নমিনী টাকা উত্তোলনের জন্য আবেদন করবেন।
৩। মৃত ব্যক্তির ডেট সার্টিফিকেট উপস্থাপন করবেন।
৪। নমিনীর দুই কপি সত্যায়িত ছবি।
৫। নমিনীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
৬। ব্যাংকের দুজন গ্রাহক বা এলাকার চেয়ারম্যান বা ব্যাংকের ২ জন অফিসার কর্তৃক নমিনীকে সত্যায়ন করতে হবে।
৭। ব্যাংকের দুজন গ্রাহকের সাথে যৌথভাবে নমিনী কর্তৃক ইনডেমনিটি প্রদান।
উপরিউক্ত নিয়ম কানুন পরিপালন সাপেক্ষে ব্যাংক নমিনীকে অর্থ প্রদান করতে পারবে।