মাস্টার্স পাশে সহকারী পরিচালক নিয়োগ দেবে আরআরএফ, বেতন ৬৩ হাজার
রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) হল একটি বেসরকারী, অলাভজনক, অরাজনৈতিক এবং অ-সাম্প্রদায়িক, স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা। ২০ মার্চ, ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সুবিধাবঞ্চিত পুরুষ, মহিলা, শিশু এবং যুবকদের আর্থ-সামাজিক মুক্তির প্রচারের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামে সহকারী পরিচালক পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে সহকারী পরিচালক পদে আগামী ১২ মার্চ, ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম:
– রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ)
পদের নাম:
– সহকারী পরিচালক (মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম)
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ টেকনো ইনফো বিডি এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
পদের সংখ্যা:
– ২টি।
দায়িত্ব কর্তব্য:
– মাঠ পর্যায়ের কর্মকর্তাদের তত্ত্বাবধান করা এবং লক্ষ্যমাত্রা অর্জনে সহযোগীতা করা।
– বার্ষিক লক্ষ্যমাত্রা, বাজেট ও পরিকল্পনা প্রনয়ন বা বাস্তবায়নের দক্ষতা থাকতে হবে।
– লক্ষ্যমাত্রা ও বাজেট অর্জনের ক্ষেত্রে কৌশলী ভূমিকা পালন করতে হবে।
– এমআরএ, পিকেএসএফ, ব্যাংক ও দাতা সংস্থার চাহিদা মোতাবেক বিভিন্ন প্রতিবেদনে প্রস্তুতে দক্ষতা থাকতে হবে।
– মাইক্রোফাইন্যান্স-এর সফটওয়্যার পরিচালনায় দক্ষ হতে হবে।
– তহবিল ব্যবস্থাপনা সর্ম্পকে অভিজ্ঞতা থাকতে হবে।
– সংস্থার বিভিন্ন বিভাগ ও মাঠ পর্যায়ের সাথে কার্যকরী ও উত্তম যোগাযোগ ব্যবস্থাপনায় দক্ষতা থাকতে হবে।
– এআইএস ও এমআইএস প্রতিবেদন ক্রসচেক এবং বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহনে ব্যবস্থপনাকে সহায়তা করার দক্ষতা থাকতে হবে।
– অধিনস্থ কর্মকর্তা ও কর্মচারীদের পেশাদারিত্ব ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করার পাশপাশি খেলাপী ও কু-ঋণ নিয়ন্ত্রণে কার্যকরি ভূমিকা পালন করতে হবে।
– সভা, সেমিনার, প্রশিক্ষন ও কর্মশালা পরিচালনার দক্ষতা থাকতে হবে এবং সরকারী, বেসরকারী সংস্থার সাথে সুষ্ঠ যোগাযোগ রক্ষার পাশাপাশি গণসংযোগ করার দক্ষতা থাকতে হবে।
– প্রতি মাসে ২০ কর্ম দিবস মাঠ পরিদর্শন / শাখা পরিদর্শন করতে হবে (অফিসিয়াল গাড়ীর সুযোগ রয়েছে)।
– প্রার্থীদের কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে এবং প্রার্থীদের প্রতিবেদন প্রস্তুত ও অনুপাত বিশ্লেষণের দক্ষতা থাকতে হবে।
আবেদন যোগ্যতা:
– যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর থাকতে হবে।
– শিক্ষাজীবনে কোন ক্ষেত্রেই তৃতীয় শ্রেণী/বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
অভিজ্ঞতা:
– ঋণ কার্যক্রমের সংশ্লিষ্ট/সমপদে কমপক্ষে ৩ বছর কাজের অভিজ্ঞতাসহ নূন্যতম ২৫-৩০টি শাখা অফিস পরিচালনার দক্ষতা থাকতে হবে।
বয়সসীমা:
– সবোর্চ্চ ৪৫ বছর।
– অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
কর্মস্থল:
– বাংলাদেশের যেকোনো স্থানে।
অন্যান্য শর্তাবলী:
– সকল পদের জন্য ৬ মাস শিক্ষানবিশ হিসাবে দায়িত্বপালন করতে হবে।
– রেজিষ্ট্রেশন ফি ২৫০/- টাকা (অফেরত যোগ্য) নগদ প্রদান করে পরীক্ষায় অংশগ্রহন করতে হবে এক্ষেত্রে কোন প্রকার টিএ,ডিএ প্রদান করা হবে না।
– চাকুরীতে যোগদানের পূর্বে নির্ধারিত নগদ (ফেরত যোগ্য) জামানত জমা এবং সংস্থার চাহিদা অনুযায়ী নিশ্চয়তা প্রদান করতে হবে। পিতা/দায়িত্বশীল ব্যক্তিকে জামিনদার হিসাবে সংস্থার সাথে চুক্তিবদ্ধ হতে হবে।
– প্রার্থীদের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
– পরীক্ষার সময় সকল মূল সনদপত্র এবং জাতীয় পরিচয় পত্রের মূল কপি সঙ্গে আনতে হবে।
– সংস্থার বিভিন্ন কর্ম-এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
– অধ্যায়নরতদের আবেদন করার প্রয়োজন নেই।
বেতন:
– শিক্ষানবিশকালে বেতন: ৬৩,০০০/- টাকা।
– স্থায়ীকরণের পর বেতন: ৬৫,৪৩৬/- টাকা (অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে)
সংস্থা প্রদত্ত অন্যান্য সুবিধাদী:
– সকল পদের প্রার্থীদের মাসিক বেতনের পাশাপাশি মোবাইল বিল ও নীতিমালা অনুযায়ী টিএ, ডিএ প্রদান করা হবে।
– সংস্থার নীতিমালা অনুযায়ী স্টাফ কন্ট্রিবিউটরী প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, বৈশাখী ভাতা (মূল বেতনের ৩০%), সিটি ভাতা মূল বেতনের উল্লেখিত হারে প্রাপ্ত হবে (ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা ও গাজীপুর সিটি কর্পোরেশন ৪০% এবং রাজশাহী, খুলনা সিটি কর্পোরেশন ২০%), কর্মস্থলে আবাসন সুবিধা, সাপ্তাহিক ছুটি ০২ দিন, চিকিৎসা তহবিল ও স্টাফ কল্যান তহবিল হতে আর্থিক সুবিধা প্রদান করা হবে।
– আবাসন ঋণ, প্রভিডেন্ট ফান্ড ঋণ, মটরসাইকেল ও কম্পিউটার ঋণ সুবিধা আছে।
– সংস্থায় কর্মরত স্টাফদের মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তির সুযোগ আছে।
– সকল পদে যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রয়েছে এবং কাজের গুনগত ও সংখ্যাগত অর্জনের ভিত্তিতে ইনসেন্টিভ প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া:
– আগ্রহী প্রার্থীগণ অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবে।
– অনলাইনে প্রাপ্ত আবেদন সমূহ বাছাই পূর্বক নির্বাচিত প্রার্থীদের তালিকা ও পরীক্ষার সময়সূচি মোবাইল এসএমএস এর মাধ্যমে প্রকাশ করা হবে।
– অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে।
– সরাসরি আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন
আরও দেখুন:
– সারাদেশে কাস্টমার সার্ভিস অফিসার নিয়োগ দেবে কমিউনিটি ব্যাংক
– ঢাকায় জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে ডিবিএল গ্রুপ
– সারাদেশে প্রবেশনারি অফিসার নিয়োগ দেবে ইসলামী ব্যাংক, বেতন ৪৮ হাজার ৪০০
আবেদনের শেষ তারিখ:
– ১২ মার্চ, ২০২৩।
সোর্স: বিডি জবস।