স্নাতক পাসে রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে আরআরএফ, বেতন ২৪,৬৬৬

রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) হল একটি বেসরকারী, অলাভজনক, অরাজনৈতিক এবং অ-সাম্প্রদায়িক, স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা ২০ মার্চ, ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সুবিধাবঞ্চিত পুরুষ, মহিলা, শিশু এবং যুবকদের আর্থ-সামাজিক মুক্তির প্রচারের লক্ষ্যে। দেশের কিছু অংশ বাংলাদেশে এবং পরবর্তীতে জনগণের চাহিদা বিবেচনা করে দেশের অন্যান্য অঞ্চলে সম্প্রসারিত করা হয়। সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের রিলেশনশিপ বিভাগে রিলেশনশিপ অফিসার পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে রিলেশনশিপ অফিসার পদে আগামী ১২ মার্চ, ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম:
– রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ)

পদের নাম:
– রিলেশনশিপ অফিসার।

টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ টেকনো ইনফো বিডি এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

পদের সংখ্যা:
– ৬টি।

দায়িত্ব কর্তব্য:
– সদস্যদের সাথে সুন্দর সাবলীল এবং আন্তরিকতার সাথে কথা বলা।
– অফিসের যাবতীয় ফাইল সংরক্ষণ এবং কাজ করা।
– বিভিন্ন বিষয়ে যোগাযোগ ও তথ্য প্রদানের সময় “সংশ্লিষ্ট নীতি মালা” অনুসরণ করুন।
– সদস্যদের চাহিদা চিহ্নিত করুন, তথ্য স্পষ্ট করা এবং – প্রতিটি সমস্যা বিশ্লেষন করা তা সমাধান করা।
– কার্যকর এবং মৃদু যোগাযোগ দক্ষতার সাথে সমালোচনামূলক গ্রাহকদের পরিচালনা করা।
– ভাল বিশ্বাসযোগ্য দক্ষতা থাকতে হবে।
– আপনার উর্দ্ধোতন কে দৈনিক আপডেট রিপোর্ট ফরোয়ার্ড করতে হবে।
– আপনার কাজের লক্ষ্য পূরণ করতে হবে।
– প্রতিদিনের পরিকল্পনা এবং প্রতিবেদন প্রস্তুত করার দক্ষতা থাকতে হবে।
– স্ব-প্রণোদিত এবং দ্রুত গতির কাজের পরিবেশে চাপের মধ্যে কাজ করতে সক্ষম।
– তথ্যের গোপনীয় নীতিমালা অনুসরণ করতে হবে।

আবেদন যোগ্যতা:
– যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর।

অভিজ্ঞতা:
– যেকোনো স্বনামধন্য কল সেন্টারে ৩ বছর কাজের অভিজ্ঞতা।

বয়সসীমা:
– সবোর্চ্চ ৩০ বছর।
– অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।

কর্মস্থল:
– সংস্থার বিভিন্ন কর্ম-এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

অন্যান্য শর্তাবলী:
– সকল পদের জন্য ৬ মাস শিক্ষানবিশ হিসাবে দায়িত্বপালন করতে হবে।
– রেজিষ্ট্রেশন ফি ২৫০/- টাকা (অফেরত যোগ্য) নগদ প্রদান করে পরীক্ষায় অংশগ্রহন করতে হবে এক্ষেত্রে কোন প্রকার টিএ,ডিএ প্রদান করা হবে না।
– চাকুরীতে যোগদানের পূর্বে নির্ধারিত নগদ (ফেরত যোগ্য) জামানত জমা এবং সংস্থার চাহিদা অনুযায়ী নিশ্চয়তা প্রদান করতে হবে। পিতা/দায়িত্বশীল ব্যক্তিকে জামিনদার হিসাবে সংস্থার সাথে চুক্তিবদ্ধ হতে হবে।
– পরীক্ষার সময় সকল মূল সনদপত্র এবং জাতীয় পরিচয় পত্রের মূল কপি সঙ্গে আনতে হবে।
– অধ্যায়নরতদের আবেদন করার প্রয়োজন নেই।

বেতন:
– শিক্ষানবিশকালে বেতন ২৩,০০০/- টাকা।
– স্থায়ীকরণের পর বেতন ২৪,৬৬৬/- টাকা। (অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে)

সংস্থা প্রদত্ত অন্যান্য সুবিধাদী:
– সকল পদের প্রার্থীদের মাসিক বেতনের পাশাপাশি মোবাইল বিল ও নীতিমালা অনুযায়ী টিএ, ডিএ প্রদান করা হবে।
– সংস্থার নীতিমালা অনুযায়ী স্টাফ কন্ট্রিবিউটরী প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, বৈশাখী ভাতা (মূল বেতনের ৩০%), সিটি ভাতা, কর্মস্থলে আবাসন সুবিধা, সাপ্তাহিক ছুটি ০২ দিন, চিকিৎসা তহবিল ও স্টাফ কল্যান তহবিল হতে আর্থিক সুবিধা প্রদান করা হবে।
– আবাসন ঋণ, প্রভিডেন্ট ফান্ড ঋণ ও কম্পিউটার ঋণ সুবিধা আছে।
– সংস্থায় কর্মরত স্টাফদের মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তির সুযোগ আছে।
– সকল পদে যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রয়েছে।

আবেদন প্রক্রিয়া:
– আগ্রহী প্রার্থীগন অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবে।
– অনলাইনে প্রাপ্ত আবেদন সমূহ বাছাই পূর্বক নির্বাচিত প্রার্থীদের তালিকা ও পরীক্ষার সময়সূচি মোবাইল এসএমএস এর মাধ্যমে প্রকাশ করা হবে।
– অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে
– সরাসরি আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন

অনলাইনে আবেদন

আরও দেখুন:
স্নাতক পাসে সিনিয়র অফিসার নিয়োগ দেবে ব্র্যাক
স্নাতক পাসে অফিসার (এইচআরডি) নিয়োগ দেবে ব্র্যাক
অভিজ্ঞতা ছাড়াই অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে ডাচ্-বাংলা ব্যাংক

আবেদনের শেষ তারিখ:
– ১২ মার্চ, ২০২৩।

সোর্স: রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন।

Related Articles

Leave a Reply