এসে গেল পাবজি মোবাইল ০.১০.৫ আপডেট: দেখে নিন নতুন ফিচারগুলি

টিআইবিঃ বর্তমানে মোবাইল গেম হিসেবে জনপ্রিয়তা শীর্ষে রয়েছে পাবজি। আর এবার এসে গেল পাবজি মোবাইল ০.১০.৫ আপডেট। নতুন আপডেটে থাকছে ‘ক্লাসিক’ ভয়েস অপশান, ভিকেন্ডি স্নো ম্যাপে অস্ত্রে বদল আর রয়্যাল পাস সিজন ৫। যোগ হয়েছে নতুন MK47 রাইফেল। ইরেঙ্গেল, মিরামার এবং শ্যানহক ম্যাপে এই রাইফেল ব্যবহার করা যাবে। তবে এখনই পাবজি মোবাইল এ জম্বি মোড যোগ হচ্ছে না।
এখনই আপনার ফোনে পাবজি মোবাইল ০.১০.৫ আপডেট না পৌঁছালেও চিন্তার কারন নেই। Tencent জানিয়েছে ধাপে ধাপে সব গ্রাহকের কাছে এই আপডেট পৌঁছে যাবে।
আসুন জেনে নেই পাবজি মোবাইল ০.১০.৫ আপডেটে যে ফিচারগুলি যোগ হয়েছে…
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ টেকনো ইনফো বিডি এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
✓ নতুন MK47 রাইফেল, ইরেঙ্গেল, মিরামার এবং শ্যানহক ম্যাপে এই রাইফেল ব্যবহার করা যাবে।
✓ লেসার সাইট, সব ম্যাপে ব্যবহার করা যাবে।
✓ রুম তৈরী করার সময় ভিকেন্ডি ম্যাপ ব্যবহার করা যাবে।
✓ ফিরে এসেছে ‘ক্লাসিক’ ভয়েস, আপডেটের পরে সেটিংস এ এই অপশান পাবেন। ‘স্পন আইল্যান্ড অয়ানাউন্সমেন্ট’ সেটিংস থেকে এনেবেল বা ডিসেবেল করা যাবে।
✓ র্যাল পাস সিজন ৫ শুরু হল।
✓ ‘সুইমাস সান্ডাল’ আপডেট হয়েছে।