মাস্টার্স পাসে প্রবেশনারি অফিসার নিয়োগ দেবে পূবালী ব্যাংক, পদে সংখ্যা ২০০

পূবালী ব্যাংক লিমিটেড (Pubali Bank Limited) বাংলাদেশের অন্যতম একটি বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংক। শাখা ও কর্মকাণ্ডের বিচারে সরকারি মালিকানাধীন ব্যাংকগুলোর পরই এটি বাংলাদেশের অন্যতম বৃহত্তম ব্যাংক। সম্প্রতি পূবালী ব্যাংক “প্রবেশনারি অফিসার” পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা প্রবেশনারি সিনিয়র অফিসার পদে অনলাইনের মাধ্যমে আগামী ২৫ জুন, ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন।
ব্যাংকের নাম:
– পূবালী ব্যাংক লিমিটেড।
পদের নাম:
– প্রবেশনারি অফিসার
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
পদ সংখ্যা:
– ২০০টি।
শিক্ষাগত যোগ্যতা:
– স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
– শিক্ষা জীবনে তিনটি (৩) প্রথম শ্রেণী/ বিভাগ বা সমমানের সিজিপিএ থাকতে হবে।
– শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
– শুধুমাত্র উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত ফলাফল গ্রহণ করা হবে। এই বিষয়ে প্রশংসাপত্র/শংসাপত্র গ্রহণ করা হবে না।
– বিদেশী ডিগ্রিধারী প্রার্থীদের অবশ্যই বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে বিদেশী ডিগ্রির সমমান থাকতে হবে।
অভিজ্ঞতা:
– প্রয়োজন নেই।
বয়স সীমা (২৫ মার্চ, ২০২০ তারিখে) বাংলাদেশ ব্যাংক BRPD সার্কুলার নং ৪৩ তারিখ ০২.১১.২০২২ অনুযায়ী):
– সাধারণ প্রার্থীদের সবোর্চ্চ ৩০ বছর।
– পূবালী ব্যাংকের কর্মচারীদের জন্য সবোর্চ্চ ৩২ বছর।
– পূবালী ব্যাংকের কর্মচারীদের নির্ভরশীল প্রার্থীদের (পুত্র/কন্যা) জন্য সবোর্চ্চ ৩২ বছর।
– বয়স সংক্রান্ত কোনো হলফনামা গ্রহণযোগ্য হবে না।
চাকরির ধরণ:
– ফুল টাইম ও স্থায়ী
কর্মস্থল:
– নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যেকোনো জায়গায় চাকরি করতে হবে।
অন্যান্য শর্তাবলী:
– শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত এবং বৈধ প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
– লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকারের জন্য কোন টিএ ডিএ প্রযোজ্য হবে না।
– প্রার্থীদের জমা দেওয়া বিভিন্ন পরীক্ষার সার্টিফিকেট ব্যাংক থেকে যাচাই করা হবে
– সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং নথিতে পাওয়া যে কোনও অসঙ্গতি কঠোরভাবে মোকাবেলা করা হবে।
– বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় দক্ষতা প্রয়োজন।
– সমস্ত আবেদন মেধার ভিত্তিতে গোপনীয়ভাবে বিবেচনা করা হবে। পরে কোনো ভুল তথ্য পাওয়া গেলে প্রার্থিতা বাতিল করা হবে।
– লিখিত পরীক্ষায় পরবর্তীতে কোনো অন্যায় কর্মকাণ্ড ধরা পড়লে প্রার্থিতা প্রত্যাখ্যান করা হবে।
– ব্যাংকের ব্যবস্থাপনা কোন কারণ ব্যতীত যেকোন বা সমস্ত আবেদন প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে।
আরও দেখুন:
– ১০০ পদে প্রবেশনারি সিনিয়র অফিসার নেবে পূবালী ব্যাংক, বেতন ৪০ হাজার
– প্রবেশনারি অফিসার নিয়োগ দেবে ন্যাশনাল ব্যাংক, বেতন ৪৫ হাজার
– প্রবেশনারি অফিসার নিয়োগ দেবে সোস্যাল ইসলামী ব্যাংক, বেতন ৪৮ হাজার ৪০০
বেতন ও সুযোগ–সুবিধা:
– প্রবেশন সময়কালে (১ বছর) প্রতি মাসে একত্রীকৃত বেতন ৩৫,০০০/-
– প্রবেশন মেয়াদ সফলভাবে সমাপ্ত করার পরে তাদের নিয়মিত বেতন স্কেলে বেতন প্রদান করা হবে এবং মোট প্রারম্ভিক বেতন হবে ৫৩,৫৫০/-
– নিয়োগের পর ব্যাংকে পাঁচ বছর চাকরি করতে হবে মর্মে চুক্তি সই করতে হবে।
আবেদন যেভাবে:
– আগ্রহী প্রার্থীরা অনলাইনে ফরম পূরণ করে আবেদন করতে পারবেন।
– আবেদনের সময় পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে।
– অনলাইন আবেদন পূরণ করার পরে ভবিষ্যতে ব্যবহারের জন্য পাসওয়ার্ড এবং আবেদনকারী শনাক্তকরণ নম্বর সংরক্ষণ করবেন।
– সার্ভার কনজেশনের কারণে সম্ভাব্য অসুবিধা এড়াতে, অনুগ্রহ করে সময়সীমার আগে আবেদন করুন।
– একজন প্রার্থী শুধুমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন।
– অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে।
– অনলাইনের মাধ্যমে সরাসরি আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন
আবেদনের শেষ সময়:
– ২৫ জুন, ২০২৩ সন্ধ্যা ৬.০০ পর্যন্ত।
পূবালী ব্যাংকের কর্মকর্তা/কর্মচারীদের আবেদনের শর্তাবলী:
– পূবালী ব্যাংক লিমিটেডের বিভাগীয় প্রার্থী এবং অন্যান্য প্রার্থীরা যারা প্রয়োজনীয় যোগ্যতা নিয়ে অন্য প্রতিষ্ঠানে চাকরি করছেন তারা যথাযথ চ্যানেলের মাধ্যমে আবেদন করবেন।
– পূবালী ব্যাংক লিমিটেডের কর্মচারীদের নির্ভরশীল প্রার্থীদের ছেলে/মেয়েরা মানবসম্পদ বিভাগের ইনস্ট্রাকশন সার্কুলার নং ১৬০৯, তারিখ- ২৪/১২/২০১৪ এবং ইনস্ট্রাকশন সার্কুলার নং ২৭৭২, তারিখ ২১/০৫/২০২৩ এ উল্লিখিত বিষয়ের নিয়ম মেনে শুধুমাত্র জুনিয়র অফিসার পদের জন্য যথাযথ চ্যানেলের মাধ্যমে আবেদন করবেন।
সোর্স: পূবালী ব্যাংক লিমিটেড।