মাস্টার্স পাসে প্রবেশনারি অফিসার নিয়োগ দেবে পূবালী ব্যাংক, পদে সংখ্যা ২০০

পূবালী ব্যাংক লিমিটেড (Pubali Bank Limited) বাংলাদেশের অন্যতম একটি বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংক। শাখা ও কর্মকাণ্ডের বিচারে সরকারি মালিকানাধীন ব্যাংকগুলোর পরই এটি বাংলাদেশের অন্যতম বৃহত্তম ব্যাংক। সম্প্রতি পূবালী ব্যাংক “প্রবেশনারি অফিসার” পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা প্রবেশনারি সিনিয়র অফিসার পদে অনলাইনের মাধ্যমে আগামী ২৫ জুন, ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন।

ব্যাংকের নাম:
– পূবালী ব্যাংক লিমিটেড।

পদের নাম:
– প্রবেশনারি অফিসার

টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

পদ সংখ্যা:
– ২০০টি।

শিক্ষাগত যোগ্যতা:
– স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
– শিক্ষা জীবনে তিনটি (৩) প্রথম শ্রেণী/ বিভাগ বা সমমানের সিজিপিএ থাকতে হবে।
– শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
– শুধুমাত্র উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত ফলাফল গ্রহণ করা হবে। এই বিষয়ে প্রশংসাপত্র/শংসাপত্র গ্রহণ করা হবে না।
– বিদেশী ডিগ্রিধারী প্রার্থীদের অবশ্যই বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে বিদেশী ডিগ্রির সমমান থাকতে হবে।

অভিজ্ঞতা:
– প্রয়োজন নেই।

বয়স সীমা (২৫ মার্চ, ২০২০ তারিখে) বাংলাদেশ ব্যাংক BRPD সার্কুলার নং ৪৩ তারিখ ০২.১১.২০২২ অনুযায়ী):
– সাধারণ প্রার্থীদের সবোর্চ্চ ৩০ বছর।
– পূবালী ব্যাংকের কর্মচারীদের জন্য সবোর্চ্চ ৩২ বছর।
– পূবালী ব্যাংকের কর্মচারীদের নির্ভরশীল প্রার্থীদের (পুত্র/কন্যা) জন্য সবোর্চ্চ ৩২ বছর।
– বয়স সংক্রান্ত কোনো হলফনামা গ্রহণযোগ্য হবে না।

চাকরির ধরণ:
– ফুল টাইম ও স্থায়ী

কর্মস্থল:
– নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যেকোনো জায়গায় চাকরি করতে হবে।

অন্যান্য শর্তাবলী:
– শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত এবং বৈধ প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
– লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকারের জন্য কোন টিএ ডিএ প্রযোজ্য হবে না।
– প্রার্থীদের জমা দেওয়া বিভিন্ন পরীক্ষার সার্টিফিকেট ব্যাংক থেকে যাচাই করা হবে
– সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং নথিতে পাওয়া যে কোনও অসঙ্গতি কঠোরভাবে মোকাবেলা করা হবে।
– বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় দক্ষতা প্রয়োজন।
– সমস্ত আবেদন মেধার ভিত্তিতে গোপনীয়ভাবে বিবেচনা করা হবে। পরে কোনো ভুল তথ্য পাওয়া গেলে প্রার্থিতা বাতিল করা হবে।
– লিখিত পরীক্ষায় পরবর্তীতে কোনো অন্যায় কর্মকাণ্ড ধরা পড়লে প্রার্থিতা প্রত্যাখ্যান করা হবে।
– ব্যাংকের ব্যবস্থাপনা কোন কারণ ব্যতীত যেকোন বা সমস্ত আবেদন প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে।

আরও দেখুন:
১০০ পদে প্রবেশনারি সিনিয়র অফিসার নেবে পূবালী ব্যাংক, বেতন ৪০ হাজার
প্রবেশনারি অফিসার নিয়োগ দেবে ন্যাশনাল ব্যাংক, বেতন ৪৫ হাজার
প্রবেশনারি অফিসার নিয়োগ দেবে সোস্যাল ইসলামী ব্যাংক, বেতন ৪৮ হাজার ৪০০

বেতন ও সুযোগ–সুবিধা:
– প্রবেশন সময়কালে (১ বছর) প্রতি মাসে একত্রীকৃত বেতন ৩৫,০০০/-
– প্রবেশন মেয়াদ সফলভাবে সমাপ্ত করার পরে তাদের নিয়মিত বেতন স্কেলে বেতন প্রদান করা হবে এবং মোট প্রারম্ভিক বেতন হবে ৫৩,৫৫০/-
– নিয়োগের পর ব্যাংকে পাঁচ বছর চাকরি করতে হবে মর্মে চুক্তি সই করতে হবে।

আবেদন যেভাবে:
– আগ্রহী প্রার্থীরা অনলাইনে ফরম পূরণ করে আবেদন করতে পারবেন।
– আবেদনের সময় পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে।
– অনলাইন আবেদন পূরণ করার পরে ভবিষ্যতে ব্যবহারের জন্য পাসওয়ার্ড এবং আবেদনকারী শনাক্তকরণ নম্বর সংরক্ষণ করবেন।
– সার্ভার কনজেশনের কারণে সম্ভাব্য অসুবিধা এড়াতে, অনুগ্রহ করে সময়সীমার আগে আবেদন করুন।
– একজন প্রার্থী শুধুমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন।
– অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে
– অনলাইনের মাধ্যমে সরাসরি আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন

অনলাইনে আবেদন

আবেদনের শেষ সময়:
– ২৫ জুন, ২০২৩ সন্ধ্যা ৬.০০ পর্যন্ত।

পূবালী ব্যাংকের কর্মকর্তা/কর্মচারীদের আবেদনের শর্তাবলী:
– পূবালী ব্যাংক লিমিটেডের বিভাগীয় প্রার্থী এবং অন্যান্য প্রার্থীরা যারা প্রয়োজনীয় যোগ্যতা নিয়ে অন্য প্রতিষ্ঠানে চাকরি করছেন তারা যথাযথ চ্যানেলের মাধ্যমে আবেদন করবেন।
– পূবালী ব্যাংক লিমিটেডের কর্মচারীদের নির্ভরশীল প্রার্থীদের ছেলে/মেয়েরা মানবসম্পদ বিভাগের ইনস্ট্রাকশন সার্কুলার নং ১৬০৯, তারিখ- ২৪/১২/২০১৪ এবং ইনস্ট্রাকশন সার্কুলার নং ২৭৭২, তারিখ ২১/০৫/২০২৩ এ উল্লিখিত বিষয়ের নিয়ম মেনে শুধুমাত্র জুনিয়র অফিসার পদের জন্য যথাযথ চ্যানেলের মাধ্যমে আবেদন করবেন।

সোর্স: পূবালী ব্যাংক লিমিটেড।

Related Articles

Leave a Reply

Back to top button