জেনে নিন নোকিয়া ৭.১: এর দাম ও স্পেসিফিকেশন

টিআইবিঃ নোকিয়া ব্র্যান্ডের স্মার্টফোন নির্মাতা ফিনিশ প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল অ্যান্ড্রয়েড ফোনের লাইন আপ আরও লম্বা করল পিওরভিউ ডিসপ্লে প্রযুক্তিযুক্ত প্রথম স্মার্টফোন নোকিয়া ৭.১ স্মার্টফোন উন্মোচনের মাধ্যমে। যুক্তরাজ্যের লন্ডনে এক ইভেন্টে লঞ্চ হয়েছে নতুন নোকিয়া ৭.১। আপাতত শুধুমাত্র ইউরোপে পাওয়া যাবে এই ফোন। নতুন এই ফোনের প্রধান আকর্ষন ১৯:৯ পিওরভিউ ডিসপ্লে, ডিসপ্লের উপরে নচ, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩৬ চিপসেট, ডুয়াল রিয়ার ক্যামেরা, ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ।
অল গ্লাস ডিজাইনের নোকিয়া ৭.১ এ রয়েছে ১৯:৯ অ্যাসপেক্ট রেশিওর ৫.৮৪ ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ডিসপ্লেতে HDR10 সাপোর্ট থাকবে। যা এই দামে অন্যান্য ফোনের ডিসপ্লের থেকে নোকিয়া ৭.১ এর ডিসপ্লেকে অনেকটাই এগিয়ে রাখবে। নোকিয়া ৭.১ এর ভিতরে রয়েছে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩৬ চিপসেট ৩জিবি/৪জিবি র্যাম এবং ৩২জিবি/৬৪জিবি স্টোরেজ এবং মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে নোকিয়া ৭.১ ফোনের স্টোরেজ বাড়িয়ে নেওয়া যাবে।

নোকিয়া ৭.১ ফোনের অন্যতম প্রধান আকর্ষন ফোনের ক্যামেরা। ফোনের পিছনে থাকছে Zeiss লেন্স। নোকিয়া ৭.১ এর পিছনে থাকবে একটি ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় থাকবে একটি ১২ মেগাপিক্সেল প্রাইমারি সাথে থাকবে একটি ৫ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার। সেলফি তোলার জন্য থাকছে একটি ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এইচএমডি গ্লোবাল এই ফোনের ক্যামেরায় ‘বোথি’ ফিচার রাখা হয়েছে। এই ফিচারের মাধ্যমে সামনে ও পেছনের ক্যামেরা দিয়ে একসঙ্গে ছবি তোলা যায় এবং পরবর্তীতে দুইটি ছবি একসঙ্গে জোড়া লাগিয়ে দেওয়া হয়।
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |

অ্যান্ড্রয়েড ওয়ান প্রোগ্রামের অধীনে লঞ্চ হয়েছে নোকিয়া ৭.১। বর্তমানে এটি অ্যান্ড্রয়েড ওরিও চালিত অবস্থায় পাওয়া গেলেও নভেম্বরেই অ্যান্ড্রয়েড পাই সংস্করণে আপডেটেড হতে পারবে স্মার্টফোনটি। সে সময় ব্যবহারকারীরা এতে অ্যান্ড্রয়েড পাই-এর অ্যাডাপটিভ ব্যাটারি ফিচার ব্যবহার করতে পারবেন। এর ফলে ব্যবহারকারীরা এই স্মার্টফোনের ৩০৬০ এমএএইচ ব্যাটারির কার্যকারিতা বাড়াতে সক্ষম হবেন।
গ্লস মিডনাইট ব্লু এবং গ্লস মেটাল এই দুই রঙে আসা স্মার্টফোনটিতে চার্জিংয়ের জন্য রাখা হয়েছে ইউএসবি-সি পোর্ট, সঙ্গে আছে ৩.৫ মিলিমটার হেডফোন জ্যাক সাথে থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, GLONASS, NFC এবং এর ওজন ১৫৯ গ্রাম।
প্রিমিয়াম মিডরেঞ্জ সেগমেন্টের নোকিয়া ৭.১ স্মার্টফোনটি ১৭ অক্টোবর থেকে যুক্তরাজ্যে ও ২৮ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রে বিক্রি শুরু হবে এই স্মার্টফোনটি, ৬ অক্টোবর থেকেই এর প্রি-অর্ডার নেওয়া শুরু হবে। যুক্তরাজ্যে ৩২ জিবি ও ৬৪ জিবি সংস্করণে পাওয়া যাবে, ৩২জিবির ক্ষেত্রে দাম হবে ৩১৯ ইউরো এবং ৬৪ জিবির ক্ষেত্রে তা ৩৪৯ ইউরো। যুক্তরাষ্ট্রে শুধু ৬৪ জিবি সংস্করণ পাওয়া যাবে, সেখানে এর দাম হবে ৩৪৯ ডলার। বাংলাদেশে নোকিয়া ৭.১ স্মার্টফোনটি সম্ভাব্য মূল্য প্রায় ২৯,২৪০ টাকা।
নোকিয়া ৭.১ এর স্পেসিফিকেশন
GENERAL | |
---|---|
Operating System | Android OS, v8.1 (Oreo) (Android One) |
Device type | Phablet |
Sim | Hybrid Dual Sim |
Colours | Blue |
ANNOUNCED | |
Status | Announced |
Global Release | October, 2018 |
Indian Release | N/A |
BODY | |
Dimensions | 149.7 x 71.18 x 7.99 mm |
Weight | 160 g |
DISPLAY | |
Screen size | 5.84 inches |
Form Factor | Touch |
Screen resolution | 1080x 2244 pixels |
Touchscreen | Capacitive Touchscreen |
Technology (Display Type) | IPS LCD (Corning Gorilla Glass 3) |
PROCESSOR | |
Chipset | Snapdragon 636 |
CPU | Octa Core 1.8GHz |
GPU | Adreno 509 |
STORAGE | |
Internal Storage | 32 / 64 GB Storage |
RAM | 3/4 GB RAM |
External Storage | Up to 400 GB |
Card Slot | microSD Card |
Phonebook | Unlimited |
Messaging | SMS, MMS, Email, Push Email, IM |
Call Records | Unlimited |
CAMERA | |
Primary camera | 12 MP (f/1.8)+ 5 MP (f/2.4)Dual Camera with Dual LED Flash |
Front Camera | 8 MP (f/2.0) Camera |
Video Recording | 1080p@30fps |
Camera Features | Geo Tagging, Touch Focus, Face Detection, HDR, Panorama |
MULTIMEDIA | |
Audio Player | MP3, WAV, eAAC+, FLAC |
Video Player | MP4, H.264 |
Games | Yes |
FM Radio | Yes |
Speakers | Yes |
Audio Jack | 3.5mm Audio Jack |
BATTERY | |
Type | Non-removable Li-Ion 3060 mAh battery |
CONNECTIVITY | |
GPRS | Yes |
Edge | Yes |
WLAN | Wi-Fi 802.11 a/b/ac/g/n, hotspot |
Bluetooth | v5.0, A2DP, LE |
USB | USB Type-C |
GPS Facility | with A-GPS, GLONASS, BDS |
Browser | HTML5 |
3G Speed | HSPA, LTE |
NETWORK SUPPORT | |
3G | HSDPA 850 / 900 / 1900 / 2100 MHz |
2G | GSM 850 / 900 / 1800 / 1900 MHz |
4G | Dual VoLTE |
MORE FEATURES | |
Sensors | Fingerprint Sensor, Ambient light sensor, Proximity sensor, Accelerometer, Gyroscope, G-sensor |
Other Features | AI Camera, Quick Charging, Face Unlock |
এক নজরে দেখে নিন কেমন হবে নোকিয়ার নতুন স্মার্টফোন নোকিয়া ৭.১