প্রিমিয়ার ব্যাংকে ‘নো মাস্ক নো সার্ভিস’ ক্যাম্পেইন চলছে

বেসরকারি খাতের অন্যতম ব্যাংক দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেড প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘নো মাস্ক নো সার্ভিস’-এর প্রকৃত বাস্তবায়ন নিশ্চিত করতে বেশ কয়েকটি উদ্যোগ গ্রহণ করেছে।
প্রিমিয়ার ব্যাংক লিমিটেড দ্বিস্তর বিশিষ্ট পদক্ষেপ গ্রহণ করেছে। সচেতনতা বাড়াতে প্রথমত ‘না মাস্ক নো সার্ভিস’ সম্পর্কিত বেশকিছু প্রচারণামূলক সামগ্রী তৈরি করা হয়, যা ব্যাংকের ওয়েবসাইট, বিভিন্ন সামাজিক মাধ্যমে (ফেসবুক এবং ইউটিউব) ডিজিটালভাবে দেখানো হচ্ছে।
দ্বিতীয়ত, প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের করপোরেট অফিসসহ প্রতিটি শাখা এবং উপশাখায় বিভিন্ন প্রচারণামূলক মাধ্যমে (ডেস্কটপ স্ক্রিনসেভার, ডোর স্টিকার, এক্স স্ট্যান্ড এবং কাট-আউট) এ বার্তা প্রদর্শিত হচ্ছে।
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ টেকনো ইনফো বিডি এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |