হেড অফ রিটেইল নিয়োগ দেবে পদ্মা ব্যাংক

পদ্মা ব্যাংক লিমিটেড (Padma Bank Limited) সম্প্রতি “হেড অফ রিটেইল” পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উল্লেখিত পদে জনবল নিয়োগের লক্ষ্যে সংশ্লিষ্ট পদের যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে। আগামী ২৫ জানুয়ারি, ২০২২ এর মধ্যে আপনাকে অবশ্যই আবেদন করতে হবে।

ব্যাংকের নাম:
– পদ্মা ব্যাংক লিমিটেড (Padma Bank Limited)

পদের নাম:
– হেড অফ রিটেইল

পদসংখ্যা:
– নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা:
– স্বীকৃত যেকোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি ধারীরা আবেদন করতে পারবেন।

অভিজ্ঞতা:
– ১৫ থেকে ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন:
– ফুল টাইম ও স্থায়ী।

অন্যান্য শর্তাবলী:
– ব্যবসা উন্নয়ন এবং গ্রাহক সেবা দক্ষতা থাকতে হবে।
– কৌশলগতভাবে চিন্তা করার এবং বহু-জাতিক দলের সংগঠন ও পরিচালনায় সহায়তা করার ক্ষমতা থাকতে হবে।
– চমৎকার উদ্ভাবনী, বিপণন, যোগাযোগ, আন্তঃব্যক্তিক, সংগঠন এবং নেতৃত্বের দক্ষতা থাকতে হবে।
– বিক্রয় এবং ক্রেডিট বিশ্লেষণ দক্ষতা থাকতে হবে।
– ব্যাংকিং এবং আর্থিক পদ্ধতির উন্নত জ্ঞান থাকতে হবে।
– ব্যাংকিং এবং অফিস সফ্টওয়্যার সঙ্গে অভিজ্ঞতা থাকতে হবে।
– ডিটেইলস-এ মনোযোগী হতে হবে।

কর্মস্থল:
– বাংলাদেশের যে কোনো স্থানে।

কর্মক্ষেত্র:
– অফিসে।

বেতন ও সুযোগ-সুবিধা:
– আকর্ষণীয় ও প্রতিযোগিতা মূলক বেতন এবং সুবিধা।
– ব্যাংকের নিয়ম ও পলিসি অনুযায়ী সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া:
– কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
– মনে রাখবেন পদ্মা ব্যাংক একটি ইকুয়াল কর্মসংস্থান প্রতিষ্ঠান।
– আগ্রহী প্রার্থীদেরকে তাদের সিভি সাম্প্রতিক ছবি (সফট/ স্ক্যানড কপি), যোগাযোগের বিবরণ এবং যথাযথ স্বাক্ষরিত কভার লেটার দিয়ে career@padmabankbd.com এ পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।
– ব্যতিক্রমী যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগের মানদণ্ড শিথিল করা যেতে পারে।
– প্রার্থীকে আবেদনের ক্ষেত্রে গ্রেড/ র‍্যাঙ্ক এবং পছন্দের লোকেশনের কথা উল্লেখ করতে হবে। ইমেইলেও সাবজেক্ট লাইনে তা উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ তারিখ:
– ২৫ জানুয়ারি, ২০২২।

সোর্সঃ বিডি জবস।

Related Articles

Leave a Reply