ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড (Dutch Bangla Bank Limited) একটি স্বনামধন্য এবং শীর্ষস্থানীয় যৌথ-উদ্যোগে প্রতিষ্ঠিত বেসরকারী বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটিতে “আউটলেট রিলেশনশিপ অফিসার (ওআরও)” পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ৯ ফেব্রুয়ারি, ২০২২ এর মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
ব্যাংকের নাম:
– ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড (Dutch Bangla Bank Limited)
পদের নাম:
– আউটলেট রিলেশনশিপ অফিসার (ওআরও)
টেকনো ইনফো বিডি‘র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ টেকনো ইনফো বিডি তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
পদ সংখ্যা:
– ৩০টি৷
আরও দেখুন:
– ক্রেডিট কার্ড অফিসার নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক
– ঢাকায় সাপোর্ট অফিসার নিয়োগ দেবে ওয়ান ব্যাংক, বেতন ২০ হাজার
– চিফ মার্কেটিং অফিসার নিয়োগ দেবে পূবালী ব্যাংক
– কমার্শিয়াল অফিসার নিয়োগ দেবে ইউনিয়ন ব্যাংক
– প্রবেশনারি অফিসার নিয়োগ দেবে বাংলাদেশ কমার্স ব্যাংক, বেতন ৪৮ হাজার
– ম্যানেজমেন্ট ট্রেইনি নিয়োগ দেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, বেতন ৫০ হাজার
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
– এইচএসসি, যে কোন বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা;
– আবশ্যক নয়।
চাকরির ধরণ:
– ফুল টাইম ও স্থায়ী।
প্রার্থীর ধরণ:
– শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন।
বয়স সীমা:
– ১৮ থেকে ৪৫ বছর।
কর্মস্থল:
– বাংলাদেশের যে কোন স্থানে।
কর্মক্ষেত্র:
– অফিসে।
বেতন ও ভাতাঃ
– আলোচনা সাপেক্ষে।
– কম্পেন্সেশন এবং অন্যান্য সুবিধা।
– উৎসব বোনাস: ২টি।
আবেদন প্রক্রিয়া:
– বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
– অনলাইন বা ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন।
– অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে।
– সরাসরি আবেদন করতে ক্লিক করুন
– আপনার ছবিসহ সিভি ড্রপ করতে পারেন এই ই-মেইলে: citizen2988@gmail.com
আবেদনের শেষ তারিখ:
– ৯ ফেব্রুয়ারি, ২০২২।
সোর্স: বিডি জবস।