মিডিয়াটেক হেলিও পি৭০ চিপসেট নিয়ে লঞ্চ হল অপ্পো রিয়েলমি ইউ১!

টিআইবি: ভারতে মিডরেঞ্জ বাজারে একচ্ছত্র আধিপত্য রয়েছে শাওমির। এবার সেই বাজারে থাবা বসাতে চাইছে রিয়েলমি। সম্প্রতি ভারতে বাজেট ও মিডরেঞ্জ সেগমেন্টে স্মার্টফোন লঞ্চ করেছিল চীনের কোম্পানিটি। এবার মিডরেঞ্জ সেগমেন্টে আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ করল অপ্পোর সাব ব্র্যান্ড। রিয়েলমির ইউ সিরিজের প্রথম স্মার্টফোন রিয়েলমি ইউ১। ইউ সিরিজের ফোনগুলিতে প্রধানত ক্যামেরাকে প্রাধান্য দেওয়া হবে। এই ফোনের ভিতরে রয়েছে মিডিয়াটেকর Helio P70 প্রসেসার। এই প্রথম কোন স্মার্টফোনে এই প্রসেসার ব্যবহার হল। অক্টোবরে কোম্পানির নতুন এই ফ্ল্যাগশিপ চিপসেট লঞ্চ করেছিল মিডিয়াটেক।
টেকনো ইনফো বিডি‘র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ টেকনো ইনফো বিডি তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
ভারতে রেডমি নোট ৬ প্রো আর আসুস জেনফোন ম্যাক্স প্রো এম ১ এর মতো ফোনগুলির সাথে বাজারে প্রতিযোগিতার সম্মুখীন হবে এই স্মার্টফোন।
রিয়েলমি ইউ১ ফোনটি দেখতে অনেকটা রিয়েলমি ২ প্রো ফোনের মতো। ভালো গ্রিপের জন্য এই ফোনে রয়েছে রাউন্ডেড এজ। ফোনের পিছন মসৃণ হলেও হাত থেকে পড়ার সম্ভাবনা কম। রিয়েলমি ইউ১ এর ওজন ১৬৮ গ্রাম। এই ফোনের বাটনগুলি সঠিক জায়গাতে রাখা হয়েছে। ফোনের বাম দিকে সিম ট্রেতে দুটি ন্যানো সিম আর একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে। রিয়েলমি ইউ১ এর নীচে থাকছে স্পিকার গ্রিল আর মাইক্রো ইউএসবি পোর্ট।
রিয়েলমি ইউ১ ফোনের ৬.৩ ইঞ্চি ডিসপ্লের উপরে থাকবে একটি ওয়াটার ড্রিপ নচ। ফুল স্ক্রিনে অ্যাপ ব্যবহারের সময় এই নচ বিশেষ চোখে পড়বে না। এই নচের মধ্যে রয়েছে একটি ক্যামেরা। এর উপরেই রয়েছে একাধিক সেন্সার আর ইয়ারপিস। বেশি জায়গা না থাকার কারনে রিয়েলমি ইউ১ ফোনে কোন নোটিফিকেশান LED থাকছে না। ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করেই রিয়েলমি ইউ১ ফোনের ফেস আনলক ফিচার কাজ করবে।
ডুয়াল সিম রিয়েলমি ইউ১ ফোনে অ্যান্ড্রয়েড ৮.১ অরিও অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব ColorOS ৫.২ স্কিন। রিয়েলমি ইউ১ এ রয়েছে একটি ৬.৩ ইঞ্চি ওয়াটারড্রপ নচ স্টাইল ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯.৫.৯। ফোনের ভিতরে থাকছে মিডিয়াটেক Helio P70 চিপসেট, ৩জিবি/৪জিবি RAM আর ৩২জিবি/৬৪জিবি স্টোরেজ।
ছবি তোলার জন্য রিয়েলমি ইউ১ এ রয়েছে ১৩ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম। সাথে থাকবে LED ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য ফোনের সামনে থাকবে একটি ২৫ মেগাপিক্সেল ক্যামেরা। এই ক্যামেরার মাধ্যমেই ফোনের ফেস আনলক ফিচার কাজ করবে।
কানেক্টিভিটির জন্য রিয়েলমি ইউ১ এ রয়েছে ওয়াইফাই ৮০২.১১ a/b/g/n/ac, ব্লুটুথ ৪.২,GPS/ A-GPS/ GLONASS, মাইক্রো ইউএসবি পোর্ট, OTG সাপোর্ট আর ৩.৫ মিমি হেডফোন জ্যাক। ফোনের ব্যাটারি ৩,৫০০ mAh ব্যাটারি।
আনতুতু তে রিয়েলমি ইউ১ পেয়েছে ১,৪৪,১৬১। অন্যদিকে গ্রীকবেঞ্চে এই ফোনের স্কোর সিঙ্গেল কোর ও মাল্টিপেল কোরে যথাক্রমে ১,৫৭৩ আর ৫,৮২৮। ৪জিবি RAM আর ৬৪জিবি স্টোরেজ ভেরিয়েন্টে এই স্কোর পাওয়া গেছে।
অপ্পো রিয়েলমি ইউ১ এর ফুল স্পেসিফিকেশন:
GENERAL | |
---|---|
Operating System | Android OS, v8.1 (Oreo) |
Custom UI | ColorOS 5.2 |
Device type | Phablet |
Sim | Dual Sim |
Colours | Black, Blue, Gold |
BODY | |
Dimensions | 157.0 x 74.0 x 8.0 mm |
Weight | 168 g |
DISPLAY | |
Screen size | 6.3 inches |
Form Factor | Touch |
Screen resolution | 1080 x 2340 pixels, 19.5:9 ratio (~409 ppi density) |
Touchscreen | Capacitive Touchscreen |
Technology (Display Type) | IPS LCD (Corning Gorilla Glass 3) |
PROCESSOR | |
Chipset | MediaTek Helio P70 |
CPU | Octa Core (Quad 2.1GHz Cortex A73 + Quad 2GHz Cortex A53) |
GPU | ARM Mali-G72 MP3 |
STORAGE | |
Internal Storage | 32 GB Storage |
RAM | 3 GB RAM |
External Storage | up to 256 GB |
Card Slot | microSD Card |
Phonebook | Unlimited |
Messaging | SMS, MMS, Email, Push Email |
Call Records | Unlimited |
CAMERA | |
Primary camera | 13 MP (f/2.2) + 2 MP (f/2.4) Dual Camera with LED Flash |
Front Camera | 25 MP (f/2.0) Camera with AI |
Video Recording | 2160p@30fps, 1080p@30fps |
Camera Features | Geo Tagging, HDR, AR sticker, Bokeh mode, Portrait Mode, Beauty Mode, Slow Motion |
MULTIMEDIA | |
Audio Player | MP3, eAAC+, WMA, WAV, FLAC |
Video Player | MP4, H.263, H.264, WMV |
Games | Yes |
FM Radio | Yes |
Speakers | Yes |
Audio Jack | 3.5mm Audio Jack |
BATTERY | |
Type | Non-Removable Li-Ion 3500 mAh battery |
CONNECTIVITY | |
GPRS | Yes |
Edge | Yes |
WLAN | Wi-Fi 802.11 b/g/n, WiFi Direct, hotspot |
Bluetooth | v4.2, LE |
USB | microUSB 2.0, USB OTG |
GPS Facility | with A-GPS |
Browser | HTML5 |
3G Speed | HSPA, LTE-A |
NETWORK SUPPORT | |
3G | HSDPA 850 / 900 / 1900 / 2100 MHz |
2G | GSM 850 / 900 / 1800 / 1900 MHz |
4G | Dual VoLTE |
MORE FEATURES | |
Sensors | Fingerprint Sensor, Light sensor, Proximity sensor, Accelerometer, Compass, Light sensor, Gravity sensor |
Other Features | AI Face Unlock, AI Camera |
সূত্রঃ ইন্টারনেট