স্ক্রিন আনলক, নাইটস্কেপ, টিয়ারড্রপ নচ ফিচারসহ বাজারে এল ওয়ানপ্লাস ৬টি

টিআইবিঃ আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়ানপ্লাস ফ্যানদের জন্য দারুন খবর বাজারে এল ওয়ানপ্লাস এর পরবর্তী ফ্ল্যাগশিপ। সোমবার নিউ ইয়র্কে এক ইভেন্টে নতুন ওয়ানপ্লাস ৬টি লঞ্চ করেছে চীনের কোম্পানিটি।

চলতি বছরের মে মাসে লঞ্চ হয়েছিল ওয়ানপ্লাস ৬। সেই ফোনে কিছু উন্নতি করে তৈরী হয়েছে নতুন ওয়ানপ্লাস ৬টি। নতুন ওয়ানপ্লাস ৬টি ফোনের ডিসপ্লের নীচে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। নতুন এই টেকনোলজির নাম রাখা রয়েছে স্ক্রিন আনলক। এছাড়াও ডিসপ্লের উপরে থাকবে ছোট টিয়ারড্রপ নচ, আগের থেকে বড় ৩,৭০০mAh ব্যাটারি, ৮ জিবি RAM এবং ২৫৬ জিবি স্টোরেজ।

ওয়ানপ্লাস ৬ এবং ওয়ানপ্লাস ৬টি ফোনে ব্যবহার হয়েছে একই ক্যামেরা। তবে ক্যামেরা সফটওয়্যারে এসেছে বড় পরিবর্তন। নতুন ওয়ানপ্লাস ৬টি ফোনে কম আলোতে ছবি তোলার জন্য থাকছে বিশেষ নাইটস্কেপ মোড। এছাড়াও পোট্রেট মোডে ছবি তোলার জন্য থাকছে বিশেষ স্টুডিও লাইট ফিচার।

৬৪ জিবি বেস ভেরিয়েন্টে ওয়ানপ্লাস ৬ পাওয়া গেলেও ওয়ানপ্লাস ৬টি পাওয়া যাবে ১২৮  জিবি বেস ভেরিয়েন্টে। এছাড়াও ওয়ানপ্লাস ৬টি থেকে বাদ গিয়েছে জনপ্রিয় ৩.৫ মিমি হেডফোন জ্যাক।

ওয়ানপ্লাস ৬টিতে রয়েছে একটি ৬.৪১ ইঞ্চি FHD+ অপটিক অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯.৫:৯। ডিসপ্লের উপরে থাকছে একটি ছোট নচ। এছাড়াও সুরক্ষার জন্য থাকছে লেটেস্ট জেনারেশানের গোরিলা গ্লাস। ওয়ানপ্লাস ৬টি এর ভিতরে থাকবে স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট, ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ। ওয়ানপ্লাস ৬টি ফোনে চলবে লেটেস্ট অ্যান্ড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেম। এর উপরেই থাকবে কোম্পানির নিজস্ব অক্সিজেন ওএস স্কিন।

ওয়ানপ্লাস ৬টি ফোনের ডিসপ্লের নীচে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোন। এই ফোন থেকে ৩.৫ মিমি হেডফোন জ্যাক বাদ গেলেও ফোনের সাথেই একটি USB Type-C। ওয়ানপ্লাস ৬টি এর ভিতরে রয়েছে ৩,৭০০mAh ফাস্ট চার্জিং ব্যাটারি। কানেক্টিভিটির জন্য ওয়ানপ্লাস ৬টিতে রয়েছে ৪জি VoLTE, Wi-Fi 802ac (ডুয়াল ব্যান্ড 2.4GHz and 5GHz), Bluetooth v5.0, NFC, GPS/ A-GPS এবং একটি USB Type-C (v2.0) পোর্ট।

ছবি তোলার জন্য ওয়ানপ্লাস ৬টিতে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ফোনে রয়েছে ১৬ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার এবং ২০ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার। এই ক্যামেরায় থাকছে বিশেষ ইমেজ স্টেবিলাইজেশান টেকনোলজি। সেলফি তোলার জন্য থাকছে একটি ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। ওয়ানপ্লাস ৬টি ফোনের তিনটি ক্যামেরাতেই থাকছে Sony সেন্সার।

তিনটি আলাদা স্টোরেজ ভার্সনে পাওয়া যাবে নতুন ওয়ানপ্লাস ৬টি। ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজে ওয়ানপ্লাস ৬টি ফোনের দাম ৫৪৯ মার্কিন ডলার (প্রায় ৪০,৩০০ টাকা)। মিরর ব্ল্যাক ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোন।

৮জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজে ওয়ানপ্লাস ৬টি ফোনের দাম ৫৭৯ মার্কিন ডিলার (প্রায় ৪২,৫০০ টাকা)। মিডনাইট ব্ল্যাক ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ভেরিয়েন্ট।

আর সর্বোচ্চ ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজে মিডনাইট ব্ল্যাক ওয়ানপ্লাস ৬টি ফোনের দাম ৬২৯ মার্কিন ডলার (প্রায় ৪৬,২০০ টাকা)।

ওয়ানপ্লাস ৬টি এর ফুল স্পেসিফিকেশন

GENERAL
Operating System Android OS, v9.0 (Pie)
Custom UI Oxygen OS 5.1
Device type Phablet
Sim Dual Sim (Nano + Nano)
Colours Midnight Black, Mirror Black
BODY
Dimensions 157.5 x 74.8 x 8.2 mm
Weight 185 g
Body Material Front/back glass, aluminum frame
DISPLAY
Screen size 6.41 inches
Form Factor Touch
Screen resolution 1080 x 2340 pixels, 19.5:9 ratio (~402 ppi density)
Touchscreen Capacitive Touchscreen
Technology (Display Type) AMOLED (Corning Gorilla Glass 6)
PROCESSOR
Chipset Qualcomm SDM845 Snapdragon 845
CPU Octa-core (4×2.8 GHz Kryo 385 Gold & 4×1.7 GHz Kryo 385 Silver)
GPU Adreno 630
STORAGE
Internal Storage 128/256 GB Storage
RAM 6/8 GB RAM
Phonebook Unlimited
Messaging SMS, MMS, Email, IM, Push Email
Call Records Unlimited
CAMERA
Primary camera 16 MP (f/2.0) + 20 MP Dual Camera with LED Flash
Front Camera 16 MP Camera
Video Recording 2160p@30/60fps, 1080p@30/60/240fps, 720p@480fps
Camera Features HDR, 4K Video recording, OIS, gyro-EIS
MULTIMEDIA
Audio Player MP3, AAC, AMR, OGG, M4A, MID, WMA, FLAC, APE, AAC, WAV
Video Player MP4, H.263, H.264, RMVB, FLV720P
Games Yes
Speakers Yes
Audio Jack 3.5mm Audio Jack
BATTERY
Type Non-removable Li-Po 3700 mAh battery
CONNECTIVITY
GPRS Yes
Edge Yes
WLAN Wi-Fi 802.11 a/b/g/n/ac, dual-band, WiFi Direct, DLNA, hotspot
Bluetooth 5.0, A2DP, LE, aptX HD
USB 2.0, Type-C 1.0 reversible connector
GPS Facility with A-GPS, GLONASS, BDS
Browser HTML5
3G Speed HSPA 42.2/5.76 Mbps, LTE-A (4CA) Cat16 1024/150 Mbps
NETWORK SUPPORT
3G HSDPA 850 / 900 / 1900 / 2100 MHz
2G GSM 850 / 900 / 1800 / 1900 MHz
4G VoLTE
MORE FEATURES
Sensors In-Display Fingerprint Sensor, Accelerometer, Gyro, Proximity, Compass
Other Features Face Unlock, NFC, Quick Charging, Water Proof.

সূত্রঃ ইন্টারনেট

২ Comments

Leave a Reply