লা মেরিডিয়ানে বিনিয়োগ: এক দিনেই কেন্দ্রীয় ব্যাংকের সায়

আলোচিত বেস্ট হোল্ডিং লিমিটেডের (বিএইচএল) নতুন প্রকল্প লা মেরিডিয়ান হোটেলে বিনিয়োগ করতে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোকে তড়িঘড়ি করে এক দিনেই অনুমোদন দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। সেই সুবাদে ব্যাংকগুলো লা মেরিডিয়ানে মোট ১ হাজার ৬৭৫ কোটি টাকা বিনিয়োগ করে। এর মধ্যে সোনালী ব্যাংক ৫০০, জনতা ৫০০, অগ্রণী ৩৭৫ এবং রূপালী ব্যাংক ৩০০ কোটি টাকা বিনিয়োগ করে।

ঢাকার নিকুঞ্জে বর্তমানে বিএইচএলের যে লা মেরিডিয়ান হোটেল রয়েছে বিনিয়োগটি সেখানে নয়। ঢাকা ও ঢাকার আশপাশে লা মেরিডিয়ান নামে আরও হোটেল করার যে পরিকল্পনা রয়েছে, সেসব প্রস্তাবিত প্রকল্পেই রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলো বিনিয়োগ করেছে। ওই অর্থ থেকে ১ হাজার ৫৪৪ কোটি টাকা নিয়ে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের দেনা পরিশোধ করেছে লা মেরিডিয়ান।

ব্যাংকগুলো কোন যুক্তিতে এ রকম বিনিয়োগ করল, সেই ব্যাখ্যা চেয়ে গত ২২ ডিসেম্বর তাদের চিঠি দেয় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এর জবাবে সোনালী ব্যাংক ২৮ ডিসেম্বর আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে জানায়, ২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর ৭৫০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব করে বিএইচএল। একই বছরের ৩ ডিসেম্বর অনুষ্ঠিত ব্যাংকের পর্ষদ সভায় ৫৫ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ার ৬৫ টাকা দরে কিনে বিএইচএলে মোট ৫০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়।

টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ টেকনো ইনফো বিডি এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

এক সপ্তাহ পর ১১ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকে আরেকটি চিঠি দেয় সোনালী ব্যাংক। এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক বললে তারা এ বিনিয়োগ করবে। একই দিনে প্রস্তাবটি অনুমোদন করে বাংলাদেশ ব্যাংক। সে অনুযায়ী সোনালী ব্যাংক চার দিন পর ১৫ ডিসেম্বর ৫০০ কোটি টাকা জমা দেয়।

সোনালী ব্যাংক বিনিয়োগটি সম্পন্ন হওয়ার তথ্য বাংলাদেশ ব্যাংককে জানায় ২৬ ডিসেম্বর। বিএইচএল ছয় মাস পর ২০২০ সালের ৬ জুলাই সোনালী ব্যাংককে ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ার সার্টিফিকেটগুলো দেয়।

এদিকে অন্য তিন ব্যাংকের জবাবের ভাষাও সোনালী ব্যাংকের মতো প্রায় একই রকম। তাদের সবার নথিও বাংলাদেশ ব্যাংক দ্রুতগতিতে অনুমোদন করেছে।

এদিকে বিএইচএলকে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে ৩০০ কোটি টাকা তুলে দেওয়ার উদ্যোগ নেয় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ। অনুমোদন ছাড়া এটি করা হচ্ছিল বলে বিজয় দিবসের ছুটির মধ্যে গত ১৬ ডিসেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ বিষয়ে কোনো সিদ্ধান্ত না নিতে ডিএসইকে নির্দেশ দেয়। এ নিয়ে গত ১৭ ও ১৮ ডিসেম্বর গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।

বর্তমানে শেয়ারবাজারে বেসরকারি কোম্পানির সরাসরি তালিকাভুক্ত হওয়া বন্ধ। তবে সরকারি কোম্পানি সরাসরি তালিকাভুক্ত হতে পারে। অথচ সরকারি না হওয়া সত্ত্বেও বিএইচএলকে সরাসরি তালিকাভুক্ত করার ব্যাপারে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গত বছরের ৮ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বিএসইসি চেয়ারম্যানকে চিঠি দেন। বিএইচএল ওই চিঠিই কাজে লাগায়। তবে গত ১৭ ডিসেম্বর গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে সেদিনই নিজের চিঠির কার্যকারিতা স্থগিত করেন অর্থমন্ত্রী।

জানা গেছে, বিদ্যমান সিকিউরিটিজ আইন অনুযায়ী লা মেরিডিয়ান সরাসরি তালিকাভুক্তির মাধ্যমে শেয়ারবাজারে আসতে পারবে না। প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ার ছেড়েই কেবল তা করা যাবে। কোম্পানিটি সেই প্রস্তুতিই এখন নিচ্ছে।

জানতে চাইলে বিএসইসির মুখপাত্র মো. রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ‘বিএইচএলের তালিকাভুক্তির ব্যাপারে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে কিছু এলে বিএসইসি তখন পরীক্ষা-নিরীক্ষা করে মতামত দেবে।’

৬৫ টাকার যৌক্তিকতা ব্যাখ্যা:

চার ব্যাংকই ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ার ৬৫ টাকা দরে কেনার যৌক্তিকতা তুলে ধরেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এ জন্য ছক বানিয়ে ১০টি বিষয়ে তথ্য জানিয়েছে তারা। বলেছে, বিএইচএলের নিট সম্পদ মূল্য (এনএভি) ২ হাজার ৬৬৮ কোটি ৭৭ লাখ টাকা ও চলতি দায় ২ হাজার ৮৩ কোটি টাকা। সমন্বিত এনএভি দাঁড়ায় ২ হাজার ২৩ কোটি টাকা। সেটাকে মোট ৮০ কোটি শেয়ার দিয়ে ভাগ করলে বিএইচএলের এনএভি দাঁড়ায় ৫০ দশমিক ২৮ টাকা। বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে দেওয়া সূত্র অনুযায়ী শেয়ারপ্রতি সর্বোচ্চ মূল্য দাঁড়ায় ৮২ দশমিক ৯৭ টাকা। এর আলোকেই প্রতি শেয়ারের দাম প্রস্তাব করা হয় ৬৫ টাকা।

যোগাযোগ করা হলে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শামস-উল ইসলাম লা মেরিডিয়ান হোটেলে বিনিয়োগ সম্পর্কে বলেন, ‘সরাসরি তালিকাভুক্ত হবে নাকি আইপিওর মাধ্যমে আসবে, তা একান্তই সরকারের বিষয়। তবে আমরা বিনিয়োগ করে সুদ পাচ্ছি।’

জানা গেছে, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এখন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কাছে এ বিষয়ে একটি সারসংক্ষেপ উপস্থাপন করবে, যার ভিত্তিতে অর্থমন্ত্রী একটি নির্দেশনা দিতে পারেন।

এদিকে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডও (আইসিএমএল) জবাব পাঠায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগে। এতে বলা হয়, বিএইচএলের ইস্যু ব্যবস্থাপক হিসেবে তারা কখনোই দায়িত্ব পালন করেনি, এ বিষয়ে কোনো চুক্তিও নেই। আইএমসিএল সম্ভাব্য ইস্যু ব্যবস্থাপক হিসেবে কাজ করার জন্য গত ১৬ নভেম্বর বিএইচএলকে প্রস্তাব দিলেও ১৮ ডিসেম্বর পর্যন্ত বিএইচএল তাদের কিছু জানায়নি। তবে ১৯ ডিসেম্বর বিএইচএল হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) সম্মতি জানিয়েছে।

Related Articles

Leave a Reply