স্নাতক পাসে এসও-পিও নিয়োগ দেবে ওয়ান ব্যাংক

বাংলাদেশের বেসরকারি খাতের ব্যাংক হিসেবে অন্যতম হলো একটি ওয়ান ব্যাংক লিমিটেড (One Bank Limited)। দক্ষ জনশক্তি নিয়োগের লক্ষ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সম্প্রতি ওয়ান ব্যাংক তাদের ইসলামি ব্যাংকিং উইন্ডোজতে “এসও-পিও (ইসলামি ব্যাংকিং উইন্ডোজ ইনচার্জ)” পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা এসও-পিও পদে আগামী ১০ জুন, ২০২৩ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

ব্যাংকের নাম:
– ওয়ান ব্যাংক লিমিটেড

পদের নাম:
– এসও-পিও (ইসলামি ব্যাংকিং উইন্ডোজ ইনচার্জ)

টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

পদের সংখ্যা:
– ০৪ জন

আবেদন যোগ্যতা:
– ইউজিসি অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোন বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি বিশেষভাবে ইসলামিক স্টাডিজ/আরবি, ব্যবসায় প্রশাসন/ব্যাংকিং এবং ফিনান্স/মার্কেটিং/ম্যানেজমেন্ট/অর্থনীতি/ব্যাংক ম্যানেজমেন্ট থাকতে হবে।

অভিজ্ঞতা:
– স্বনামধন্য ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠানে প্রাসঙ্গিক ডেস্ক/ক্ষেত্রে ন্যূনতম ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা:
– সবোর্চ্চ ৪০ বছর।
– অধিক দক্ষতা সম্পন্ন প্রার্থী হলে বয়সসীমা শিথিলযোগ্য।

চাকরির ধরণ:
– ফুল টাইম ও স্থায়ী

কর্মক্ষেত্র:
– অফিসে।

কর্মস্থল:
– বরিশাল, খুলনা, সাতক্ষীরা, চট্টগ্রাম।

অন্যান্য শর্তাবলী:
– ইসলামিক শরিয়াহ, ইসলামিক অ্যাসেস্ট অ্যান্ড লায়ব্লিটিস প্রডাক্টস, প্রফিট শেয়ার ডিস্ট্রিবিউশন সিস্টেম বিষয়ে জানাশোনা থাকতে হবে।
– বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
– সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে। সিদ্ধান্ত গ্রহণের সুযোগ থাকতে হবে।
– চাপ সামলে কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা:
– মাসিক বেতন আলোচনা সাপেক্ষে।
– কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আরও দেখুন:
সারাদেশে প্রিন্সিপাল অফিসার নিয়োগ দেবে ইসলামী ব্যাংক
প্রবেশনারি জুনিয়র অফিসার নিয়োগ দেবে পূবালী ব্যাংক, পদ সংখ্যা ৩৬০
মাস্টার্স পাসে প্রবেশনারি অফিসার নিয়োগ দেবে পূবালী ব্যাংক, পদে সংখ্যা ২০০
১০০ পদে প্রবেশনারি সিনিয়র অফিসার নেবে পূবালী ব্যাংক, বেতন ৪০ হাজার

আবেদনের প্রক্রিয়া:
– আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
– শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
– অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে
– সরাসরি আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন

অনলাইনে আবেদন

আবেদনের শেষ তারিখ:
– ১০ জুন, ২০২৩।

সোর্স: বিডি জবস।

Related Articles

Leave a Reply

Back to top button