ঢাকায় অফিসার নিয়োগ দেবে সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল

সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেড (Southeast Bank Capital Services Limited) সাউথইস্ট ব্যাংক লিমিটেডের একটি সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটিতে “জুনিয়র অফিসার/ অফিসার” পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদেরকে আগামী ৩০ নভেম্বর, ২০২১ এর মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে বলা যাচ্ছে।

প্রতিষ্ঠানের নাম:
– সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেড।

পদের নাম:
– জুনিয়র অফিসার/ অফিসার

টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ টেকনো ইনফো বিডি এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

পদ সংখ্যা:
– নির্ধারিত নয়৷

শিক্ষাগত যোগ্যতা:
– যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোন বিষয়ে মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে।
– ব্যবসায় স্নাতকদের অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা:
– পুঁজিবাজারের যেকোন মার্চেন্ট ব্যাংক বা ব্রোকার হাউস বা সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রার্থীর ধরণ:
– নারী ও পুরুষ উভয়েই।

চাকরির ধরন:
– ফুল টাইম ও স্থায়ী।

জব লোকেশন:
– ঢাকা।

কর্মক্ষেত্র:
– অফিসে।

বেতন-ভাতা:
– ব্যাংকের নিয়ম অনুসারে সকল সুযোগ-সুবিধা ও ভাতা প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া:
– আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে অথবা ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রয়োজনীয় লিংক:
– মূল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে
– সরাসরি আবেদন করতে ক্লিক করে এখানে
– এছাড়াও sebcsl@southeastbank.com.bd-এই ইমেইলে আপনার সিভি পাঠিয়ে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ:
– ৩০ নভেম্বর, ২০২১।

সোর্স: বিডি জবস।
আরও দেখুন:
সারাদেশে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক
জুনিয়র অফিসার নিয়োগ দেবে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (বাংলাদেশ অপারেশন্স)
সিনিয়র অফিসার নিয়োগ দেবে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (বাংলাদেশ অপারেশন্স)

Leave a Reply