অফিসার (ইও-এফএভিপি) নিয়োগ দেবে মধুমতি ব্যাংক

মধুমতি ব্যাংক লিমিটেড দক্ষ জনশক্তি নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটিতে অফিসার – ট্রেড সার্ভিসেস (ইও-এফএভিপি)” পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা ১৫ এপ্রিল, ২০২১ এর মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম:
– মধুমতি ব্যাংক লিমিটেড
পদের নাম:
– অফিসার – ট্রেড সার্ভিসেস (ইও-এফএভিপি)
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ টেকনো ইনফো বিডি এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
জব গ্রেড:
– এক্সিকিউটিভ অফিসার – ফার্স্ট এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট
পদ সংখ্যা:
– নির্ধারিত নয়৷
শিক্ষাগত যোগ্যতা:
– স্বীকৃত যেকোন ইউনিভার্সিটি থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
– শিক্ষা জীবনের কোন ক্ষেত্রে তৃতীয় বিভাগ/ সমমানের সিজিপিএ গ্রহনযোগ্য নয়।
অভিজ্ঞতা:
– ৩ থেকে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরণ:
– ফুল টাইম ও স্থায়ী৷
কর্মস্থল:
– বাংলাদেশের যে কোন স্থানে
অন্যান্য শর্তাবলী:
– MS Word, Excel, Power Point এ দক্ষ হতে হবে।
– প্রফেশনাল সার্টিফিকেট ধারীদের অগ্রাধিকার দেয়া হবে।
– নিবেদিত এবং ক্যারিয়ার ফোকাস ধারী হতে হবে।
– ফ্রেশ প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই।
– ভাল যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
বেতন ও ভাতাঃ
✓ বেতন আলোচনা সাপেক্ষে।
✓ এছাড়া ব্যাংকের নিয়ম অনুসারে আকর্ষনীয় ভাতা এবং তৎসহ সকল সুযোগ ও সুবিধা প্রদান করা হবে।
আবেদনের পদ্ধতি:
– শুধুমাত্র মধুমতি ব্যাংকের ওয়েবসাটের মাধ্যমে আবেদন করতে হবে।
প্রয়োজনীয় লিংক:
– সম্পূর্ণ সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে
– সরাসরি আবেদন করতে ক্লিক করুন
আবেদনের শেষ তারিখঃ
– ১৫ এপ্রিল, ২০২১।
সোর্স: মধুমতি ব্যাংক লিমিটেড।