ঢাকায় অফিসার/এক্সিকিউটিভ অফিসার নিয়োগ দেবে পদ্মা ব্যাংক সিকিউরিটিস

পদ্মা ব্যাংক লিমিটেড (Padma Bank Limited) বাংলাদেশের ৪র্থ প্রজন্মের একটি তফসিলি বাণিজ্যিক ব্যাংক। সম্প্রতি পদ্মা ব্যাংক লিমিটেড তাদের পদ্মা ব্যাংক সিকিউরিটিস লিমিটেড- এ “অফিসার/এক্সিকিউটিভ অফিসার” পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অফিসার/এক্সিকিউটিভ অফিসার পদের যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকরা অনলাইনের মাধ্যমে ১৫ এপ্রিল, ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম:
– পদ্মা ব্যাংক সিকিউরিটিস লিমিটেড
পদের নাম:
– অফিসার/এক্সিকিউটিভ অফিসার
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ টেকনো ইনফো বিডি এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
পদ সংখ্যা:
– নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা:
– স্বীকৃত যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে মে কোন বিষয়ে স্নাতক/মাস্টার্স ডিগ্রি ধারীরা আবেদন করতে পারবেন।
অভিজ্ঞতা:
– সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ২-৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরণ:
– ফুল টাইম ও স্থায়ী
প্রার্থীর ধরণ:
– নারী পুরুষ উভয়েই
অন্যান্য শর্তাবলী:
– বড় গ্রাহক পোর্টফোলিও অর্জন এবং পরিচালনা করতে সক্ষম হতে হবে।
– যোগাযোগ এবং উপস্থাপনা দক্ষতা থাকতে হবে।
– ট্রেডিং, শেয়ার মার্কেট এবং স্টক মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে গভীর জ্ঞান থাকতে হবে।
– বাহ্যিক এবং অভ্যন্তরীণ উভয় নিয়ম মেনে চলতে বদ্ধপরিকর থাকতে হবে।
– বিএসইসি, ডিএসই, বিবি এবং অন্যান্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষের প্রতিষ্ঠিত নিয়ম-কানুনের পূর্ণ আনুগত্য নিশ্চিত করতে হবে।
– স্টক-ডিলার, স্টক-ব্রোকার, অথরাইজড রিপ্রেজেন্টেটিভ রেগুলেশন- ২০০০ সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
– কোম্পানির ট্রেড ভলিউম বাড়ানোর জন্য বড় তহবিলসহ নিজস্ব ক্লায়েন্ট বেস থাকতে হবে।
কর্মক্ষেত্র:
– অফিসে।
কর্মস্থল:
– ঢাকা।
বেতন-ভাতা:
– আলোচনা সাপেক্ষে।
– কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া:
– শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
– সাম্প্রতিক তোলা পাসপোর্ট আকারের একটি ছবি সিভি এর সাথে সংযুক্ত করে পোস্টের নাম উল্লেখ পূর্বক ই-মেইল করতে হবে।
– অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে।
– ই-মেইলে আবেদন করতে সিভি পাঠাতে হবে hr@padmasecurities.com.bd এই ঠিকানায়।
অথবা সরাসরি আবেদন করতে ক্লিক করুন
আরও দেখুন:
– মাস্টার্স পাশে জুনিয়র অফিসার (জিবি) নিয়োগ দেবে কমিউনিটি ব্যাংক
– স্নাতক পাসে টেরিটরি অফিসার নিয়োগ দেবে ডিবিএল গ্রুপ, বেতন ২২ হাজার
– সারাদেশে প্রবেশনারি অফিসার নিয়োগ দেবে ইসলামী ব্যাংক, বেতন ৪৮ হাজার ৪০০
আবেদনের শেষ তারিখ:
– ১৫ এপ্রিল, ২০২৩।
সোর্স: বিডি জবস।