৫ ব্যাংকের অফিসার (ক্যাশ) পদের চূড়ান্ত ফলাফল প্রকাশ, উত্তীর্ণ ১৫১১

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত পাঁচটি ব্যাংকের অফিসার (ক্যাশ) পদের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। পাঁচ ব্যাংকে নিয়োগের জন্য নির্বাচিত হয়েছেন ১ হাজার ৫১১ জন।
বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়েছে। ফলাফল দেখা যাবে এ লিংকে।
লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুসারে প্রার্থীদের নির্বাচিত করা হয়েছে। নিয়োগের জন্য নির্বাচিত ১ হাজার ৫১১ জনের মধ্যে সোনালী ব্যাংকে ১৮৩ জন, জনতা ব্যাংকে ৮১৬ জন, অগ্রণী ব্যাংকে ৫০০ জন, রূপালী ব্যাংকে ৫ জন ও বাংলাদেশ ডেভলপমেন্ট ব্যাংকে ৭ জন।
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
আরও দেখুন:
– স্নাতক পাসে ট্রেইনি রিলেশনশিপ অফিসার নেবে ইস্টার্ন ব্যাংক, বেতন ২৮ হাজার
– স্নাতক পাসে ফিল্ড অফিসার নিয়োগ দেবে ইসলামী ব্যাংক
– স্নাতক পাসে শাখা হিসাব কর্মকর্তা নিয়োগ দেবে ব্র্যাক
নিয়োগ সংক্রান্ত পরবর্তী সব কার্যক্রম সংশ্লিষ্ট ব্যাংক সম্পন্ন করবে। প্রকাশিত ফলাফলে কোনো সংশোধনের প্রয়োজন হলে ব্যাংকার্স সিলেকশন কমিটি তা সংশোধনের অধিকার রাখে।