মাস্টার্স পাসে অফিসার (বোর্ড সেক্রেটারিয়েট) নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক

ট্রাস্ট ব্যাংক লিমিটেড বাংলাদেশের সেনা কল্যাণ সংস্থা (আর্মি ওয়েল ফেয়ার ট্রাস্ট) কর্তৃক পরিচালিত একটি ব্যাংক যা বেসরকারী মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক। সম্প্রতি প্রতিষ্ঠানটিতে তাদের বোর্ড ডিভিশনে বিভাগে অফিসার, বোর্ড সেক্রেটারিয়েট (ওএফএফ থেকে পিও) পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা অফিসার, বোর্ড সেক্রেটারিয়েট পদে অনলাইনের মাধ্যমে আগামী ১ এপ্রিল, ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন।
ব্যাংকের নাম:
– ট্রাস্ট ব্যাংক লিমিটেড
পদের নাম:
– অফিসার (বোর্ড সেক্রেটারিয়েট)
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
পদ মর্যাদা:
– ওএফএফ থেকে পিও
পদের সংখ্যা:
– নির্ধারিত নয়।
আবেদন যোগ্যতা:
– যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোন বিষয়ে মাস্টার্স পাস করতে হবে।
– স্নাতকোত্তর পর্যায়ে সিজিপিএ ৪.০০ এর মধ্যে কমপক্ষে ৩.০০ সিজিপিএ থাকা বাধ্যতামূলক।
অভিজ্ঞতা:
– সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
– ফ্রেশারদেরও আবেদন করতে উৎসাহিত করা যাচ্ছে।
বয়সীমা:
– ২৫ থেকে ৪৫ বছর।
প্রার্থীর ধরণ:
– নারী পুরুষ উভয়েই
চাকরির ধরণ:
– ফুল টাইম ও স্থায়ী
কর্মক্ষেত্র:
– অফিস
কর্মস্থল:
– বাংলাদেশের যেকোনো স্থান।
অন্যান্য শর্তাবলী:
– ব্যক্তিগতভাবে চার্টার্ড সেক্রেটারি কোর্সকে অতিরিক্ত সুবিধা হিসাবে বিবেচনা করা যেতে পারে।
– ইংরেজি ও বাংলায় তার ভালো কমান্ড থাকতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা:
– বেতন আলোচনা সাপেক্ষে।
– কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদন যেভাবে:
– আগ্রহীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
– অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে।
– সরাসরি আবেদন করতে ক্লিক করুন
আরও দেখুন:
– সারাদেশে অফিসার (মার্চেন্ট ম্যানেজমেন্ট) নিয়োগ দেবে বিকাশ
– সারাদেশে প্রবেশনারি অফিসার নিয়োগ দেবে ইসলামী ব্যাংক, বেতন ৪৮ হাজার ৪০০
– মাস্টার্স পাশে জুনিয়র অফিসার (জিবি) নিয়োগ দেবে কমিউনিটি ব্যাংক
আবেদনের শেষ তারিখ:
– ১ এপ্রিল, ২০২৩।
সোর্স: ট্রাস্ট ব্যাংক লিমিটেড।