২০০ জন অফিসার (জেনারেল) নেবে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক অফিসার (জেনারেল) পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিম্নবর্ণিত শর্তে বাংলাদেশী স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম:
– বাংলাদেশ ব্যাংক
পদের নাম:
– অফিসার (জেনারেল)
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ টেকনো ইনফো বিডি এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
পদসংখ্যা:
– ২,০০টি
শিক্ষাগত যোগ্যতা:
– স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অথবা ০৪ বছর মেয়াদী স্নাতক ডিগ্রী।
– মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম ০১ (এক) টিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে।
– কোনাে পর্যায়েই ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযােগ্য হবে না।
বেতন স্কেল:
– জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর টাকা ১৬,০০০/- থেকে ৩৮,৬৪০/- স্কেল এবং তৎসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধাদি।
বয়স সীমা ( ১৫ মার্চ, ২০২১ তারিখে):
– মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থী ব্যতীত সকল প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ বছর।
– মুক্তিযোদ্ধা সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের সর্বোচ্চ ৩২ বছর।
প্রার্থী ধরন:
– নারী-পুরুষ উভয়ই
চাকরির ধরন:
– সরকারি ও স্থায়ী।
আবেদনের পদ্ধতি:
– শুধু বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট এর মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন ফি:
– পরীক্ষার ফি অফেরতযোগ্য ২০০ টাকা। ডাচ্–বাংলা ব্যাংক লিমিটেডের পেমেন্ট গেটওয়ে ‘রকেট’ (আবেদনকারীর নিজের অথবা এজেন্ট অ্যাকাউন্ট)–এর মাধ্যমে প্রদান করতে হবে।
প্রয়োজনীয় লিংক:
– সম্পূর্ণ সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে
– সরাসরি আবেদন করতে ক্লিক করুন
আবেদনের শেষ তারিখ:
– আগামী ১৩ এপ্রিল, ২০২১ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত
সোর্স: বাংলাদেশ ব্যাংক।
২ Comments