সারাদেশে রিলেশনশিপ ম্যানেজার নিয়োগ দেবে এনআরবি ব্যাংক

বাংলাদেশের বেসরকারি খাতের ৪র্থ প্রজন্মের অন্যতম একটি ব্যাংক হলো এনআরবি ব্যাংক লিমিটেড (NRB Bank Limited)। দক্ষ জনশক্তি নিয়োগের লক্ষ্যে এনআরবি ব্যাংক নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এনআরবি ব্যাংক তাদের এসএমই ব্যাংকিং ডিভিশনে “রিলেশনশিপ ম্যানেজার” পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। আগ্রহী যোগ্য প্রার্থীরা রিলেশনশিপ ম্যানেজার পদে অনলাইনের মাধ্যমে আগামী ২৫ মে, ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন।
ব্যাংকের নাম:
– এনআরবি ব্যাংক লিমিটেড
পদের নাম:
– রিলেশনশিপ ম্যানেজার
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
পদ সংখ্যা:
– নির্ধারিত নয়৷
পদমর্যাদা:
– অফিসার থেকে এফএভিপি
শিক্ষাগত যোগ্যতা:
– স্বনামধন্য যেকোনো প্রতিষ্ঠান থেকে মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ), ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) ডিগ্রী থাকতে হবে।
– মাস্টার্স/স্নাতক ডিগ্রিধারীও আবেদন করতে পারবেন
বয়সসীমা:
– সর্বোচ্চ ৪৫ বছর।
চাকরির ধরণ:
– ফুল টাইম ও স্থায়ী৷
প্রার্থীর ধরণ:
– নারী পুরুষ উভয়েই৷
কর্মস্থল:
– বাংলাদেশের যে কোন স্থানে।
কর্মক্ষেত্র:
– অফিসে।
অন্যান্য শর্তাবলী:
– আর্থিক এবং বাজেটের প্রয়োজনীয়তার উপর ফোকাস সহ চমৎকার সম্পর্ক পরিচালনার দক্ষতা থাকতে হবে।
– কমার্শিয়াল ব্যাংকিং, ট্রেড সার্ভিস, স্থানীয় প্রবিধান এবং কর্পোরেট ব্যাংকিং শিল্পের এক্সপোজার সম্পর্কে সঠিক জ্ঞান থাকতে হবে।
– বেতন এবং পদবী নির্বাচিত প্রার্থীদের অভিজ্ঞতা এবং ব্যাকগ্রাউন্ড এর উপর নির্ভর করবে।
– কম্পিউটার সম্পর্কে ভাল জ্ঞান থাকতে হবে।
– ভাল যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
বেতন-ভাতা:
– আলোচনা সাপেক্ষে।
– কোম্পানির নীতিমালা অনুসারে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুয়েটি ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদনের প্রক্রিয়া:
– শুধুমাত্র সীমিত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
– এনআরবি ব্যাংক কোনো কারণ ব্যতিরেকে যেকোনো আবেদন গ্রহণ ও প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে।
– অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে।
– সরাসরি আবেদন করতে ক্লিক করুন
আরও দেখুন:
– স্নাতক পাসে এসও-এসপিও নিয়োগ দেবে ওয়ান ব্যাংক
– সারাদেশে ট্রান্সপোর্ট অফিসার নিয়োগ দেবে ন্যাশনাল ব্যাংক
– অভিজ্ঞতা ছাড়াই জুনিয়র অফিসার (জেনারেল) নিয়োগ দেবে ন্যাশনাল ব্যাংক, বেতন ২৮ হাজার
– প্রবেশনারি অফিসার নিয়োগ দেবে সোস্যাল ইসলামী ব্যাংক, বেতন ৪৮ হাজার ৪০০
আবেদনের শেষ তারিখ:
– ২৫ মে, ২০২৩।
সোর্সঃ বিডি জবস।