৪জিবি র্যাম এবং ৬৪জিবি স্টোরেজ যুক্ত নোকিয়া ৬ (২০১৮) এর স্পেসিফিকেশন

টেকনো ইনফোঃ HMD গ্লোবাল ভারতে নোকিয়া ৬ ফোনটির 4GB র্যাম এবং 64GB স্টোরেজ ভেরিয়েন্টটি লঞ্চ করে দিয়েছে। এই ফোনটি 20 ফেব্রুয়ারি কিনতে পাওয়া যাবে। নোকিয়া ৬ ফোনটি গত বছর জুন মাসে 3GB র্যামের সঙ্গে ভারতে লঞ্চ করা হয়েছিল।
টেকনো ইনফো বিডি‘র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ টেকনো ইনফো বিডি তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
নোকিয়া ৬ ফোনটিতে 5.5 ইঞ্চির ফুল HD 2.5D ডিসপ্লে দেওয়া হয়েছে যা কার্নিং গোরিলা গ্লাস যুক্ত। এই ফোনটি আনলক করার জন্য এতে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও দেওয়া হয়েছে।
কোম্পানি এই ফোনটিকে পাওয়ার দেওয়ার জন্য এতে স্ন্যাপড্র্যাগন 430 প্রসেসার দিয়েছে। এটি 3GB র্যাম এবং 32GB ইনবিল্ড স্টোরেজের সঙ্গে ভারতে লঞ্চ করা হয়েছিল। স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে 128GB অব্দি এক্সপেন্ড করা যায়। এই ফোনটিতে 3000mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে।
নোকিয়া ৬ অ্যান্ড্রয়েড স্মার্টফোনটিতে 16 মেগাপিক্সালের রেয়ার সেন্সার আছে এবং এর ফ্রন্টে একটি 8 মেগাপিক্সালের ক্যামেরা দেওয়া হয়েছে। দুটি ক্যামেরাই f/2.0 অ্যাপার্চার যুক্ত। এই হ্যান্ডসেটটিতে কানেক্টিভিটির জন্য USB 2.0 পোর্ট, ফ্রন্টে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, ডুয়াল স্টিরিও স্পিকার্স এবং ডল্বি অ্যাটমস অডিও ইনহ্যান্সমেন্ট দেওয়া হয়েছে।
# নোকিয়া ৬ এর কী ফিচারসমূহঃ
১) ৫.৫ ইঞ্চি আই.পি.এস ডিসপ্লে
২) ২.২ গিগাহার্টজ অক্টা কোর প্রসেসর
৩) ৪ জিবি র্যাম
৪) ৩২/৬৪ জিবি স্টোরেজ
৫) ১৬ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা
৬) ৩০০০ mAh ব্যাটারি
৭) অ্যান্ড্রয়েড ৭.১.১।
# নোকিয়া ৬ এর বিস্তারিত বিবরণীঃ
ব্র্যান্ড | নোকিয়া |
মডেল | নোকিয়া ৬ (২০১৮) |
ডিভাইসের ধরণ | এন্ড্রয়েড প্রিমিয়াম |
সি.পি.ইউ | অক্টা কোর ২.২ গিগাহার্টজ কোরটেক্স এ-৫৩ |
চিপসেট | কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩০ |
জি.পিই.উ | এড্রেনো ৫০৮ |
ক্যামেরা | প্রাইমারীঃ ১৬ মেগাপিক্সেল, ফেস ডিটেকশন অটোফোকাস, ডুয়াল এলইডি ডুয়াল টোন ফ্ল্যাশ, জিইও ট্যাগিং, টাচ ফোকাস, প্যানোরামা, HDR সেকেন্ডারীঃ ৮ মেগাপিক্সেল, অটোফোকাস |
মেমোরি | ৪ জিবি র্যাম, ৩২/৬৪ জিবি রম, ২৫৬ জিবি পর্যন্ত এক্সটার্নাল মেমোরী সাপোর্টেড |
ডিসপ্লে | ৫.৫ ইঞ্চি আই.পি.এস ডিসপ্লে ১০৮০x১৯২০ পিক্সেল |
ব্যাটারী | নন রিমোভাল লি-আয়ন ৩০০০ mAh ব্যাটারী |
সিম | হাইব্রিড ডুয়াল ন্যানো সিম |
সেন্সর | ফিঙ্গারপ্রিন্ট, এক্সক্লেমিটার, গ্রিও, প্রক্সিমিটি, কম্পাস |
কালার | কালো, সিলভার |
অপারেটিং সিস্টেম | এন্ড্রয়েড ৭.১.১ নোগাট আপগ্রেড টু এন্ড্রয়েড ৮.০ ওরিও |
ইন্টারফেস | হাইব্রিড ন্যানো সিম কার্ড স্লট, মেমোরী স্লট, টাইপ সি ইউএসবি পোর্ট, ২.০ অডিও আউটপুট, পাওয়ার বাটন, ভলিউম বাটন, মাইক্রোফোন, স্পিকার |
ডাইমেনসন | ১৪৮.৮x৭৫.৮x৮.২ মিলিমিটার |
ওজন | ১৭২ গ্রাম |
ভার্সন | এন্ড্রয়েড ৭.১.১ নোগাট |
আরও ফিচারস | ফিঙ্গারপ্রিন্ট, এক্সক্লেমিটার, গ্রিও, প্রক্সিমিটি, কম্পাস, ফাস্ট ব্যাটারী চার্জিং, ফটো/ভিডিও এডিটর, ৩০০০ mAh ব্যাটারী। |
আশা করি পোস্টটি আপনাদের ভাল লেগেছে।