অভিজ্ঞতা ছাড়াই জুনিয়র অফিসার নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, বেতন ৩৯ হাজার ৫০০

ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স (এনসিসি) ব্যাংক লিমিটেড (National Credit and Commerce Bank Limited) বাংলাদেশের একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটি ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে নিবন্ধিত।

সম্প্রতি প্রতিষ্ঠানটিতে “জুনিয়র অফিসার (জেনারেল)” পদে লোকবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ১৫ জুলাই, ২০২২ পর্যন্ত আবেদন করতে পারবেন।

ব্যাংকের নাম:
– ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স (এনসিসি) ব্যাংক লিমিটেড।

পদের নাম:
– জুনিয়র অফিসার (জেনারেল)

পদসংখ্যা:
– নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা:
– যেকোন পাবলিক বিশ্ববিদ্যালয়/ ইউজিসি অনুমোদিত বেসরকারী বিশ্ববিদ্যালয় থেকে যে কোন বিভাগে চার বছর মেয়াদি ব্যাচেলর ডিগ্রী/ এমবিএ/ এমবিএম/ মাস্টার্স/ বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রী থাকতে হবে।
– প্রার্থীর একাডেমিক রেকর্ডে ন্যূনতম ০১ (এক)টি ১ম বিভাগ/ শ্রেণি বা সমমানের সিজিপিএ/ জিপিএ থাকতে হবে।
– একাডেমিক রেকর্ডে কোন তৃতীয় বিভাগ/ শ্রেণি বা সমমানের সিজিপিএ/ জিপিএ গ্রহণ করা হবে না।

অভিজ্ঞতা:
– প্রয়োজন নেই।

চাকরির ধরন:
– ফুল টাইম ও স্থায়ী।

বয়সসীমা (১৫ জুলাই, ২০২২ তারিখে):
– সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ৩০ বছর
– মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।

প্রার্থীর ধরণ:
– নারী পুরুষ উভয়েই।

কর্মক্ষেত্র:
– অফিসে।

অন্যান্য শর্তাবলী:
– এমএস অফিসের অপারেশনাল জ্ঞানের সাথে প্রার্থীদের আইটি জ্ঞান থাকতে হবে।
– প্রার্থীদের উচ্চ প্রতিযোগিতামূলক এবং চ্যালেঞ্জিং পরিবেশে ক্যারিয়ার বিকাশের জন্য উচ্চ স্তরের সততা সহ উৎসাহ, স্ব-অনুপ্রেরণা, উদ্যোক্তা চেতনা, দৃঢ় যোগাযোগ এবং আন্তঃব্যক্তিক দক্ষতা থাকতে হবে।

কর্মস্থল:
– বাংলাদেশের যে কোন স্থানে।

বেতন ও সুযোগ-সুবিধা:
– নির্বাচিত প্রার্থীরা ০১ (এক) বছর সময়ের জন্য প্রবেশন পিরিয়ডে থাকবেন যেখানে তারা মাসিক বেতন পাবেন ৩৯,৫০০ টাকা (সর্বসাকুল্যে)।
– প্রবেশন সময়কালের সফল সমাপ্তির পরে জুনিয়র অফিসার (জেনারেল) হিসেবে মাসিক গ্রোস বেতন হবে ৪৪,০০০ টাকা।
– এছাড়া ব্যাংকের নিয়ম অনুযায়ী অন্যান্য সকল সুযোগ-সুবিধা প্রাপ্ত হবেন।

আরও দেখুন:
স্নাতক পাসে সেলস অফিসার নিয়োগ দেবে ওয়ান ব্যাংক, পদ সংখ্যা ৬৪
ঢাকায় সিনিয়র এক্সিকিউটিভ অফিসার নিয়োগ দেবে এনসিসি ব্যাংক
ঢাকায় অ্যাসিস্ট্যান্ট অফিসার/ অফিসার নিয়োগ দেবে সিটি ব্যাংক

আবেদন পদ্ধতি:
– শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে।
– আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
– অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে
– সরাসরি আবেদন করতে ক্লিক করুন

Apply Now

আবেদনের শেষ তারিখ:
– ১৫ জুলাই, ২০২২।

সোর্সঃ বিডি জবস।

Related Articles

Leave a Reply