বিশ্বের প্রথম অফলাইন মেসেজিং অ্যাপ

টিআইবিঃ আসসালামু আলাইকুম। বন্ধুরা ঈদ কেমন কাটলো। আশা করি অনেক ভালো। ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিতে আজ নিয়ে এলাম দারুন একটি পোস্ট যা আপনাদের খরচ কমিয়ে মেসেজিং এর আনন্দকে আরও বাড়িয়ে দিবে। তবে চলুন আর কথা না বাড়িয়ে মুল বিষয় আসা যাক।
বাজারে আসছে হোয়াটস অ্যাপ প্রতিদ্বন্দ্বী Moya ম্যাসেঞ্জার৷ সর্বাধিক ব্যবহৃত অ্যাপগুলির মধ্যে হোয়াটস অ্যাপের নাম উল্লেখযোগ্য৷ যেটির (হোয়াটস অ্যাপ) জনপ্রিয়তা পিছনে ফেলেছে Mixit, WeChat মতো ম্যাসেঞ্জারগুলিকেও৷ তবে, এবার লড়াই হবে ময়দানে৷ ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকার গ্রাহকেরা পরিষেবা পাচ্ছেন Moya ম্যাসেঞ্জারের৷ যেটিতে প্রয়োজন পড়বে না কোন ডেটা কানেকশনের৷
পৃথিবীর সর্বপ্রথম ডেটা-ফ্রী ম্যাসেজিং অ্যাপ হিসেবে আত্মপ্রকাশ করছে Moya ম্যাসেঞ্জার৷ যেটিকে ব্যবহার করে ইউজার বিনা ইন্টারনেট কানেকশনে আনলিমিটেড টেক্সট ম্যাসেজ পাঠাতে পারবেন৷ অন্যদিকে, প্রয়োজন পড়বে না কোন টকটাইম ডেটার৷ কিন্তু, কীরকম হবে এই Moya ম্যাসেঞ্জার? কী ফিচারই বা থাকছে নয়া মাধ্যমটিতে? প্রশ্ন অনেক৷ তবে, চিন্তা নেই, রয়ছে উত্তর৷
টেকনো ইনফো বিডি'র প্রিয় পাঠক: প্রযুক্তি, ব্যাংকিং ও চাকরির গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
Moya ম্যাসেঞ্জার ফিচারসমূহ-
- আনলিমিটেড টেক্সট ম্যাসেজ করার সুযোগ থাকছে এখানে৷
- যেটি হবে ১০০ শতাংশ ডেটা-ফ্রী৷
- গ্রুপ চ্যাটের জন্যও প্রয়োজন পড়বে না কোন ডেটার৷
- পাঠানো যাবে বিভিন্ন ফাইল অ্যাটাচনেন্টস(ফটো, গান, ভিডিও)৷ তবে, সেজন্য অবশ্য প্রয়োজন পড়বে ডেটা কানেকশনের৷
- ফোন বন্ধ থাকাকালীন সেভ হয়ে যাবে পাঠানো ম্যাসেজ৷
- বিনামূল্যে পরিষেবাটি দেওয়ার জন্য সংস্থা ‘রির্ভাস বিলিং’য়ের চুক্তি করেছে বিভিন্ন মোবাইল অপারেটরের সঙ্গে৷
DataFree উদ্যোগটির একটি অংশ হল Moya৷ উদ্যোগটির মধ্যে রয়েছে একাধিক অ্যাপ এবং ওয়েবসাইট৷ যেগুলিকে ব্যবহার করা যাবে ডেটা কানেকশন ছাড়াই৷ ইতিমধ্যে দশ হাজারেরও বেশি মানুষ ডাউনলাড করে ফেলেছেন অ্যাপটিকে৷ অ্যাপটির ডাউনলোড লিংক Moya।